৯০০ মে. টন পেঁয়াজ আমদানির অনুমতি, দাম কমছে
Published: 7th, December 2025 GMT
অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে আনতে সরকার ভারত থেকে পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে প্রাথমিকভাবে মোট ৯০০ মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হয়েছে।
রবিবার (৭ ডিসেম্বর) বিকেল পর্যন্ত ৩০ ব্যবসায়ীকে পেঁয়াজ আমদানির অনুমতিপত্র (আইপি) ইস্যু করা হয়েছে। সোনামসজিদ উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-পরিচালক সমীর চন্দ্র ঘোষ এ তথ্য জানিয়েছেন।
আরো পড়ুন:
ভারতের অনুমতির অপেক্ষায় বুড়িমারীতে আটকা ভুটানের পণ্য
হিলি বন্দরে কাঁচা মরিচ আমদানিতে ১৯ কোটি টাকা রাজস্ব আদায়
উপ-পরিচালক সমীর চন্দ্র ঘোষ রাইজিংবিডি-কে জানান, ৩০ জনের নামে ৩০টি আইপি ইস্যু করা হয়েছে। অনুমতিপ্রাপ্ত প্রত্যেক আমদানিকারককে ৩০ মেট্রিক টন করে মোট ৯০০ মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হয়েছে।
ভারত থেকে পেঁয়াজ আমদানির এই খবর চাঁপাইনবাবগঞ্জের স্থানীয় খুচরা বাজারে প্রভাব ফেলেছে। আমদানির খবরে একদিনের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে ৩৫ টাকা পর্যন্ত কমেছে। চাঁপাইনবাবগঞ্জের কৃষি বিপণন অধিদপ্তরের এক্সপার্ট কিউরার মোহা.
তিনি বাজারের চিত্র তুলে ধরে জানান, শনিবার (৬ ডিসেম্বর) জেলার বাজারগুলোয় রমকভেদে নতুন পেঁয়াজ ১০০-১২০ টাকা এবং পুরাতন পেঁয়াজ ১২৫-১৩৫ টাকা পর্যন্ত বিক্রি হয়। অথচ আমদানির খবরের পর রবিবার (৭ ডিসেম্বর) রকমভেদে নতুন পেঁয়াজ বিক্রি হয়েছে ৬৫-৮৫ টাকায় এবং পুরাতন পেঁয়াজ বিক্রি হয়েছে ১১০-১১৫ টাকা পর্যন্ত।
আমদানি শুরু হলে বাজারে পেঁয়াজের সরবরাহ বাড়বে এবং দাম আরো কমে দ্রুত স্থিতিশীলতা ফিরে আসবে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।
ঢাকা/শিয়াম/বকুল
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
গ্রিসে অভিবাসীদের বহনকারী নৌযান থেকে ১৭ মরদেহ উদ্ধার
গ্রিসের ক্রিট দ্বীপের উপকূলে গত শনিবার অভিবাসীদের বহনকারী একটি নৌযান পানিতে ভেসে গেলে ১৭ জনের মৃত্যু হয়েছে। কোস্টগার্ডের এক নারী মুখপাত্র এএফপিকে বিষয়টি নিশ্চিত করেছেন। পানিতে ভেসে থাকা ওই ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নৌকাটি আংশিক ক্ষতিগ্রস্ত থাকার কারণে এর ভেতরে পানি ঢুকেছিল।
এ ঘটনায় মুমূর্ষু অবস্থায় দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে ওই মুখপাত্র জানিয়েছেন।
তিনি বলেন, ‘নৌযানটিতে পানি উঠে ভেসে যাওয়ার কারণ না জানা যাওয়ায় মৃত ব্যক্তিদের ময়নাতদন্ত করা হবে।’
গ্রিসের রাষ্ট্রীয় টিভি চ্যানেল ইআরটি জানিয়েছে, নৌযানটির ভেতর থেকে মৃতদেহগুলো উদ্ধার করা হয়েছে।
ক্রিট দ্বীপের ইয়েরাপেত্রা বন্দরের মেয়র মানোলিস ফ্রাঙ্গুলিস সাংবাদিকদের জানিয়েছেন, মৃত ব্যক্তিদের সবাই কম বয়সী ছিলেন।
ইআরটি এক প্রতিবেদনে জানিয়েছে, মৃত্যুর কারণ অনুসন্ধানকারী কর্মকর্তাদের ধারণা, পানিশূন্যতায় অভিবাসীদের মৃত্যু হয়েছে।
ক্রিট দ্বীপ থেকে ২৬ নটিক্যাল মাইল (৪৮ কিলোমিটার) দক্ষিণ–পশ্চিমে নৌযানটি পাওয়া গেছে বলে জানিয়েছেন গ্রিসের কর্মকর্তারা।