রসে ভরা লোভনীয় জিলাপি, সিরায় ভাসছিল মশা-মাছি
Published: 7th, December 2025 GMT
রসে ভরা লোভনীয় জিলাপি। কিন্তু কতটা স্বাস্থ্যসম্মত, সে প্রশ্নের উত্তর মিলল ভ্রাম্যমাণ আদালতের অভিযানে। চট্টগ্রামের আন্দরকিল্লায় জনপ্রিয় খাবারের দোকানে রাখা জিলাপির সিরায় ভাসছিল মাছি ও মশা। ক্যান্ডি নামের ওই খাবারের দোকানকে এমন অস্বাস্থ্যকর খাবার বিক্রির অভিযোগে চট্টগ্রাম সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত ১০ হাজার টাকা জরিমানা করেছেন।
আজ রোববার সকালে এই অভিযানে নেতৃত্ব দেন সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।
চট্টগ্রামের আন্দরকিল্লা ও জামালখান ব্যস্ত বাণিজ্যিক এলাকা। ছাপাখানা, বই বিপণি, সংবাদপত্রসহ একাধিক প্রতিষ্ঠানের কার্যালয় ও বিক্রয়কেন্দ্র রয়েছে ওই দুই এলাকায়। স্বাস্থ্যকর এলাকা হিসেবে জামালখানের পরিচিতি রয়েছে। আন্দরকিল্লার পাশের এই এলাকাতেও অস্বাস্থ্যকর খাবার বিক্রির অভিযোগে একটি রেস্তোরাঁকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জামালখান এলাকার ওই খাবারের দোকানের নাম রহমানিয়া কুলিং কর্নার। রেস্তোরাঁটিতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি হচ্ছিল। আবার খাবার তৈরিতে ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের রাসায়নিক। যে রেফ্রিজারেটরে খাবার রাখা হয়, সেটিও ছিল নোংরা ও অপরিচ্ছন্ন। এ জন্য ২৫ হাজার টাকা জরিমানা করা হয় দোকানমালিককে।
জিলাপির সিরায় ভাসছে মশা–মাছি। আজ সকালে চট্টগ্রামের আন্দরকিল্লায়.উৎস: Prothomalo
কীওয়ার্ড: স ব স থ যকর
এছাড়াও পড়ুন:
গ্রিসে অভিবাসীদের বহনকারী নৌযান থেকে ১৭ মরদেহ উদ্ধার
গ্রিসের ক্রিট দ্বীপের উপকূলে গত শনিবার অভিবাসীদের বহনকারী একটি নৌযান পানিতে ভেসে গেলে ১৭ জনের মৃত্যু হয়েছে। কোস্টগার্ডের এক নারী মুখপাত্র এএফপিকে বিষয়টি নিশ্চিত করেছেন। পানিতে ভেসে থাকা ওই ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নৌকাটি আংশিক ক্ষতিগ্রস্ত থাকার কারণে এর ভেতরে পানি ঢুকেছিল।
এ ঘটনায় মুমূর্ষু অবস্থায় দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে ওই মুখপাত্র জানিয়েছেন।
তিনি বলেন, ‘নৌযানটিতে পানি উঠে ভেসে যাওয়ার কারণ না জানা যাওয়ায় মৃত ব্যক্তিদের ময়নাতদন্ত করা হবে।’
গ্রিসের রাষ্ট্রীয় টিভি চ্যানেল ইআরটি জানিয়েছে, নৌযানটির ভেতর থেকে মৃতদেহগুলো উদ্ধার করা হয়েছে।
ক্রিট দ্বীপের ইয়েরাপেত্রা বন্দরের মেয়র মানোলিস ফ্রাঙ্গুলিস সাংবাদিকদের জানিয়েছেন, মৃত ব্যক্তিদের সবাই কম বয়সী ছিলেন।
ইআরটি এক প্রতিবেদনে জানিয়েছে, মৃত্যুর কারণ অনুসন্ধানকারী কর্মকর্তাদের ধারণা, পানিশূন্যতায় অভিবাসীদের মৃত্যু হয়েছে।
ক্রিট দ্বীপ থেকে ২৬ নটিক্যাল মাইল (৪৮ কিলোমিটার) দক্ষিণ–পশ্চিমে নৌযানটি পাওয়া গেছে বলে জানিয়েছেন গ্রিসের কর্মকর্তারা।