ফতুল্লায় পুলিশের অভিযানে অস্ত্র-গুলি ও মাদক উদ্ধার
Published: 7th, December 2025 GMT
ফতুল্লায় পুলিশ পৃথক দুটি অভিযান চালিয়ে পিস্তল, গুলি, ছোরা, সুইচ গিয়ার ও মাদক দ্রব্য গাঁজা উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৭ ডিসেম্বর) অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বিষয়টি নিশ্চিত করেন।
জানাগেছে, শনিবার রাত সাড়ে ১২টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে পাওয়া সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে ফতুল্লার পূর্ব ইসদাইর এলাকার চাষাড়া রেললাইনের পাশে ফরিদা ক্লিনিকের পেছনে নাসিরের বাড়ির একটি ঘরে সাগর নামে এক যুবককে অজ্ঞাতনামা কয়েকজন আটক করে রেখেছে।
পরে পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে একটি দেশিয় তৈরি পিস্তল, ম্যাগজিন ও একটি গুলি উদ্ধার করেন। এ ঘটনায় কোনো মামলা দায়ের হয়নি, তদন্ত অব্যাহত রয়েছে।
এর আগে গত শুক্রবার দিবাগত রাতে রাজ্জাক গ্রুপের অনুসারী মাহফুজুর রহমান শুভসহ ১০ থেকে ১২ জন ওই বাড়িতে এসে ঘর ভাঙচুর করে এবং সেখানে থাকা লোকজনকে মারধর করে বের করে দেয়।
এদিকে এ ঘটনার প্রেক্ষিতে, শনিবার বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার মো.
এবিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান বলেন, এ ঘটনায় রাজ্জাকের বিরুদ্ধে একটি অস্ত্র ও তার ছেলে ওয়াসিমের বিরুদ্ধে একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও জানান, রাজ্জাকের বিরুদ্ধে হত্যা ও অপহরণসহ একাধিক মামলা রয়েছে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ উদ ধ র
এছাড়াও পড়ুন:
গ্রিসে অভিবাসীদের বহনকারী নৌযান থেকে ১৭ মরদেহ উদ্ধার
গ্রিসের ক্রিট দ্বীপের উপকূলে গত শনিবার অভিবাসীদের বহনকারী একটি নৌযান পানিতে ভেসে গেলে ১৭ জনের মৃত্যু হয়েছে। কোস্টগার্ডের এক নারী মুখপাত্র এএফপিকে বিষয়টি নিশ্চিত করেছেন। পানিতে ভেসে থাকা ওই ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নৌকাটি আংশিক ক্ষতিগ্রস্ত থাকার কারণে এর ভেতরে পানি ঢুকেছিল।
এ ঘটনায় মুমূর্ষু অবস্থায় দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে ওই মুখপাত্র জানিয়েছেন।
তিনি বলেন, ‘নৌযানটিতে পানি উঠে ভেসে যাওয়ার কারণ না জানা যাওয়ায় মৃত ব্যক্তিদের ময়নাতদন্ত করা হবে।’
গ্রিসের রাষ্ট্রীয় টিভি চ্যানেল ইআরটি জানিয়েছে, নৌযানটির ভেতর থেকে মৃতদেহগুলো উদ্ধার করা হয়েছে।
ক্রিট দ্বীপের ইয়েরাপেত্রা বন্দরের মেয়র মানোলিস ফ্রাঙ্গুলিস সাংবাদিকদের জানিয়েছেন, মৃত ব্যক্তিদের সবাই কম বয়সী ছিলেন।
ইআরটি এক প্রতিবেদনে জানিয়েছে, মৃত্যুর কারণ অনুসন্ধানকারী কর্মকর্তাদের ধারণা, পানিশূন্যতায় অভিবাসীদের মৃত্যু হয়েছে।
ক্রিট দ্বীপ থেকে ২৬ নটিক্যাল মাইল (৪৮ কিলোমিটার) দক্ষিণ–পশ্চিমে নৌযানটি পাওয়া গেছে বলে জানিয়েছেন গ্রিসের কর্মকর্তারা।