গোপালগঞ্জের কোটালীপাড়ায় শহীদ মিনার অবমাননার অভিযোগ উঠেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ও দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে। রবিবার (৭ ডিসেম্বর) উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার দুপুরে কোটালীপাড়া মার্কেট থেকে গোপালগঞ্জ-৩ আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী ইঞ্জিনিয়ার মারুফ শেখের নেতৃত্বে একটি নির্বাচনী পদযাত্রা শুরু করেন নেতাকর্মীরা। পদযাত্রাটি উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এসে শেষ করে। এ সময় জুতা পায়ে মারুফ শেখসহ নেতাকর্মীরা শহীদ মিনারে উঠে পড়েন। এ ঘটনায় উপজেলাজুড়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে। চলছে আলোচনা-সমালোচনা।

এ বিষয়ে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক মো.

আবুল কালাম আজাদ বলেন, ‘‘শহীদ মিনারে জুতা পায়ে উঠা আপত্তিমূলক বিষয়। এমন ঘটনা কোনভাবেই কাম্য নয়।’’

ইসলামী আন্দোলন বাংলাদেশের গোপালগঞ্জ জেলা সভাপতি তসলিম হুসাইন সিকদার বলেন, ‘‘দেশের জন্য যারা আত্মত্যাগ করেছেন, তাদের সবসময় সম্মান জানাতে হবে। আমার মনে হয় এটি তারা না বুঝেই করে ফেলেছেন।’’

কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাগুফতা হক বলেন, ‘‘ওই সময় আমি পরিষদে ছিলাম না। তবে, এমন একটি ভিডিও দেখেছি। ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা না বলে এ বিষয়ে কোনো মন্তব্য করতে পারব না।’’

অভিযোগের বিষয়ে জানতে গোপালগঞ্জ-৩ আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী ইঞ্জিনিয়ার মারুফ শেখের মোবাইলে ব্যবহৃত নম্বরে একাধিকবার কল করলেও বন্ধ পাওয়া যায়।

ঢাকা/বাদল/রাজীব

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর গ প লগঞ জ ন ত কর ম উপজ ল ইসল ম

এছাড়াও পড়ুন:

গ্রিসে অভিবাসীদের বহনকারী নৌযান থেকে ১৭ মরদেহ উদ্ধার

গ্রিসের ক্রিট দ্বীপের উপকূলে গত শনিবার অভিবাসীদের বহনকারী একটি নৌযান পানিতে ভেসে গেলে ১৭ জনের মৃত্যু হয়েছে। কোস্টগার্ডের এক নারী মুখপাত্র এএফপিকে বিষয়টি নিশ্চিত করেছেন। পানিতে ভেসে থাকা ওই ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নৌকাটি আংশিক ক্ষতিগ্রস্ত থাকার কারণে এর ভেতরে পানি ঢুকেছিল।

এ ঘটনায় মুমূর্ষু অবস্থায় দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে ওই মুখপাত্র জানিয়েছেন।

তিনি বলেন, ‘নৌযানটিতে পানি উঠে ভেসে যাওয়ার কারণ না জানা যাওয়ায় মৃত ব্যক্তিদের ময়নাতদন্ত করা হবে।’

গ্রিসের রাষ্ট্রীয় টিভি চ্যানেল ইআরটি জানিয়েছে, নৌযানটির ভেতর থেকে মৃতদেহগুলো উদ্ধার করা হয়েছে।

ক্রিট দ্বীপের ইয়েরাপেত্রা বন্দরের মেয়র মানোলিস ফ্রাঙ্গুলিস সাংবাদিকদের জানিয়েছেন, মৃত ব্যক্তিদের সবাই কম বয়সী ছিলেন।

ইআরটি এক প্রতিবেদনে জানিয়েছে, মৃত্যুর কারণ অনুসন্ধানকারী কর্মকর্তাদের ধারণা, পানিশূন্যতায় অভিবাসীদের মৃত্যু হয়েছে।

ক্রিট দ্বীপ থেকে ২৬ নটিক্যাল মাইল (৪৮ কিলোমিটার) দক্ষিণ–পশ্চিমে নৌযানটি পাওয়া গেছে বলে জানিয়েছেন গ্রিসের কর্মকর্তারা।

সম্পর্কিত নিবন্ধ