ছোট ভাইয়ের কুড়ালের কোপে প্রাণ গেল বড় ভাইয়ের
Published: 7th, December 2025 GMT
ঝিনাইদহে গাছ বিক্রির টাকা নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের কুড়ালের কোপে বড় ভাই সোহেল হোসেন (৩৮) নিহত হয়েছেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত ছোট ভাই জুয়েল রানা (৩০) পলাতক।
রবিবার (৭ ডিসেম্বর) বেলা ৩টার দিকে সদর উপজেলার বেতাই পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সোহেল হোসেন ও জুয়েল রানা একই গ্রামের মো. শফিউদ্দিনের ছেলে।
আরো পড়ুন:
সড়ক দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
টাঙ্গাইলে বেইলি ব্রিজে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ১
স্থানীয় সূত্র জানায়, অভিযুক্ত জুয়েল রানা প্রবাসী। কয়েক মাস আগে তিনি দেশে ফিরেছেন। সম্প্রতি বড় ভাই সোহেল হোসেনের সঙ্গে তার টাকা-পয়সা নিয়ে বিরোধ সৃষ্টি হয়। রবিবার সকালে পৈত্রিক গাছ বিক্রির টাকার ভাগাভাগি নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া বাধে। একপর্যায়ে বড় ভাই সোহেল হোসেনের বটির আঘাতে ছোট ভাই জুয়েল রানা আহত হন। পরে দুপুরে ক্ষিপ্ত হয়ে জুয়েল রানা ধারালো কুড়াল দিয়ে সোহেল হোসেনের বুকে কোপ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। ঘটনার পর জুয়েল রানা বাড়ি থেকে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
ঝিনাইদহ সদর থানার ওসি (তদন্ত) জহিরুল ইসলাম বলেন, ‘‘এ ঘটনায় অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’’
ঢাকা/শাহরিয়ার/রাজীব
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ন হত বড় ভ ই
এছাড়াও পড়ুন:
গ্রিসে অভিবাসীদের বহনকারী নৌযান থেকে ১৭ মরদেহ উদ্ধার
গ্রিসের ক্রিট দ্বীপের উপকূলে গত শনিবার অভিবাসীদের বহনকারী একটি নৌযান পানিতে ভেসে গেলে ১৭ জনের মৃত্যু হয়েছে। কোস্টগার্ডের এক নারী মুখপাত্র এএফপিকে বিষয়টি নিশ্চিত করেছেন। পানিতে ভেসে থাকা ওই ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নৌকাটি আংশিক ক্ষতিগ্রস্ত থাকার কারণে এর ভেতরে পানি ঢুকেছিল।
এ ঘটনায় মুমূর্ষু অবস্থায় দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে ওই মুখপাত্র জানিয়েছেন।
তিনি বলেন, ‘নৌযানটিতে পানি উঠে ভেসে যাওয়ার কারণ না জানা যাওয়ায় মৃত ব্যক্তিদের ময়নাতদন্ত করা হবে।’
গ্রিসের রাষ্ট্রীয় টিভি চ্যানেল ইআরটি জানিয়েছে, নৌযানটির ভেতর থেকে মৃতদেহগুলো উদ্ধার করা হয়েছে।
ক্রিট দ্বীপের ইয়েরাপেত্রা বন্দরের মেয়র মানোলিস ফ্রাঙ্গুলিস সাংবাদিকদের জানিয়েছেন, মৃত ব্যক্তিদের সবাই কম বয়সী ছিলেন।
ইআরটি এক প্রতিবেদনে জানিয়েছে, মৃত্যুর কারণ অনুসন্ধানকারী কর্মকর্তাদের ধারণা, পানিশূন্যতায় অভিবাসীদের মৃত্যু হয়েছে।
ক্রিট দ্বীপ থেকে ২৬ নটিক্যাল মাইল (৪৮ কিলোমিটার) দক্ষিণ–পশ্চিমে নৌযানটি পাওয়া গেছে বলে জানিয়েছেন গ্রিসের কর্মকর্তারা।