বুবলীর পর অপুর নায়ক সজল—‘ম্যাজিক’ মন্তব্যে খোলাসা করলেন সত্য
Published: 7th, December 2025 GMT
ঢালিউডে দুই আলোচিত নায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীর ব্যক্তিজীবন ও ক্যারিয়ার বহুদিন ধরেই নানা তুলনা, প্রতিদ্বন্দ্বিতা ও আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে শাকিব খানের সঙ্গে সম্পর্ক, বিয়ে–বিচ্ছেদ ও কাজের প্রসঙ্গে তাঁদের নাম প্রায়ই একসঙ্গে উচ্চারিত হয়। ঠিক এমন সময় অভিনেতা সজল পরপর দুই ছবিতে এই দুই নায়িকার সঙ্গেই যুক্ত হয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন।
দেড় যুগের অভিনয়জীবনে শাকিব খানের বিপরীতে ৮০টির মতো ছবিতে অভিনয় করে ঢালিউডের প্রথম সারির নায়িকা হয়ে ওঠেন অপু বিশ্বাস। অন্যদিকে উড়োজাহাজের কেবিন ক্রু থেকে সংবাদপাঠিকা—সেখান থেকে চলচ্চিত্রে পা রাখা শবনম বুবলী আট বছরে কাজ করেছেন প্রায় দুই ডজন ছবিতে। প্রথম ছবি ‘বসগিরি’ থেকেই তিনিও শাকিব খানের বিপরীতে নায়িকা হয়ে আলোচনায় আসেন। শাকিব খানের সঙ্গেই তাঁর অভিনীত ছবির সংখ্যা ডজনখানেক।
আরও পড়ুনশাকিবের যে সিনেমায় ‘বুবলী’ হয়েছিলেন অপু বিশ্বাস১৬ জুন ২০২৫‘দূর্বার’ ছবির চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে অপু বিশ্বাস ও সজল.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বুবলীর পর অপুর নায়ক সজল—‘ম্যাজিক’ মন্তব্যে খোলাসা করলেন সত্য
ঢালিউডে দুই আলোচিত নায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীর ব্যক্তিজীবন ও ক্যারিয়ার বহুদিন ধরেই নানা তুলনা, প্রতিদ্বন্দ্বিতা ও আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে শাকিব খানের সঙ্গে সম্পর্ক, বিয়ে–বিচ্ছেদ ও কাজের প্রসঙ্গে তাঁদের নাম প্রায়ই একসঙ্গে উচ্চারিত হয়। ঠিক এমন সময় অভিনেতা সজল পরপর দুই ছবিতে এই দুই নায়িকার সঙ্গেই যুক্ত হয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন।
দেড় যুগের অভিনয়জীবনে শাকিব খানের বিপরীতে ৮০টির মতো ছবিতে অভিনয় করে ঢালিউডের প্রথম সারির নায়িকা হয়ে ওঠেন অপু বিশ্বাস। অন্যদিকে উড়োজাহাজের কেবিন ক্রু থেকে সংবাদপাঠিকা—সেখান থেকে চলচ্চিত্রে পা রাখা শবনম বুবলী আট বছরে কাজ করেছেন প্রায় দুই ডজন ছবিতে। প্রথম ছবি ‘বসগিরি’ থেকেই তিনিও শাকিব খানের বিপরীতে নায়িকা হয়ে আলোচনায় আসেন। শাকিব খানের সঙ্গেই তাঁর অভিনীত ছবির সংখ্যা ডজনখানেক।
আরও পড়ুনশাকিবের যে সিনেমায় ‘বুবলী’ হয়েছিলেন অপু বিশ্বাস১৬ জুন ২০২৫‘দূর্বার’ ছবির চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে অপু বিশ্বাস ও সজল