নানা অভিযোগ এনে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে ছাত্র ইউনিয়ন। আজ রোববার বিকেল সাড়ে চারটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন সংগঠনটির শাবিপ্রবি শাখার সংগঠক নাজনীন লিজা। অন্যদিকে শাকসু নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল ঘোষণা করা হয়েছে। সংগঠনটির সমর্থিত প্যানেলের নাম দেওয়া হয়েছে ‘দুর্বার সাস্টিয়ান ঐক্য’।

সংবাদ সম্মেলনে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়ে লিখিত বক্তব্যে শাবিপ্রবি ছাত্র ইউনিয়নের সংগঠক নাজনীন লিজা জানান, শাকসু নির্বাচনকে ঘিরে চলমান প্রক্রিয়া আজ সম্পূর্ণভাবে অবিশ্বস্ত, অস্বচ্ছ ও প্রশ্নবিদ্ধ। তিনি বলেন, নির্বাচন কমিশন গঠনের পর এর নিরপেক্ষতা নিয়ে আমরা উদ্বেগ প্রকাশ করে এসেছি। নির্বাচন কমিশন নিজেই প্রমাণ করেছে, তাঁরা সুষ্ঠু নির্বাচনের ন্যূনতম কাঠামো ধরে রাখতে ব্যর্থ হয়েছে।

নির্বাচনের আগে ‘কথিত উইনিং পার্টি’ ও ক্ষমতা কাঠামোর লেজুড় স্বার্থন্বেষী কতিপয় শিক্ষার্থী ছাড়া কারও সঙ্গে প্রশাসন ও কমিশন আলোচনা করে না বলে উল্লেখ করেন নাজনীন লিজা। তিনি বলেন, ‘নির্বাচনের কার্যক্রমে শুরু থেকেই তারা (প্রশাসন ও নির্বাচন কমিশন) আমাদের সঙ্গে কোনো যোগাযোগ করেনি। ক্ষমতার কাছাকাছি থাকা কিছু ব্যক্তি আমাদের অবমূল্যায়ন, বিদ্বেষ ও মনস্তাত্ত্বিক চাপ প্রয়োগের চেষ্টা চালাচ্ছেন। ছাত্র ইউনিয়নের প্রার্থী কত ভোট পাবেন, সেই সংখ্যাও নির্ধারণ করে দেওয়ার ঘটনা ঘটেছে, তা ঔদ্ধত্যপূর্ণ।’

আরও পড়ুনশাকসু নির্বাচনে প্রার্থী হতে ১৪৫ জনের মনোনয়নপত্র সংগ্রহ০৪ ডিসেম্বর ২০২৫

ছাত্র ইউনিয়নের সম্ভাব্য প্রার্থীদের হুমকি-ধমকি দেওয়া হয়েছে উল্লেখ করে নাজনীন লিজা বলেন, নানাভাবে অপদস্থ করার চেষ্টা হচ্ছে। ক্যাটকলিং (বিভিন্নভাবে হয়রানি), মব উসকানি গত কয়েক দিন উদ্বেগজনকহারে বেড়েছে। এসব বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলেও তারা কার্যত নীরব ও একপক্ষীয়।

সংবাদ সম্মেলনে আরও বিভিন্ন অভিযোগ তুলে ধরেন নাজনীন লিজা। তিনি বলেন, ‘আমরা বাউল নির্যাতনের বিরুদ্ধে বাউলসন্ধ্যা করতে চাইলে প্রশাসন বিনা কারণে তা বাতিল করেছে। কিন্তু একই ধরনের অনুষ্ঠান প্রশাসনসমর্থিত একটি গোষ্ঠী করেছে। এটি কেবল সাংস্কৃতিক বঞ্চনা নয়, এটি রাজনৈতিক নিয়ন্ত্রণ, মতপ্রকাশের স্বাধীনতা খর্ব করা এবং নির্বাচনকে প্রভাবিত করার সংগঠিত প্রয়াস।’

প্রশ্নবিদ্ধ কমিশন, প্রশাসনের পক্ষপাতদুষ্ট আচরণ, বৈষম্যমূলক ব্যবহার, রাজনৈতিক চাপ, ভয়, হুমকি ও অগণতান্ত্রিক প্রক্রিয়ার অভিযোগ এনে সংবাদ সম্মেলনে বলা হয়, এখানে কোনো অংশগ্রহণমূলক পরিবেশ নেই, কোনো নিরাপত্তা নেই। নাজনীন লিজা বলেন, ‘এ পরিস্থিতিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন শাবিপ্রবি সংসদ আনুষ্ঠানিকভাবে শাকসু নির্বাচন বর্জনের ঘোষণা দিচ্ছি। তবে আমরা গণতান্ত্রিক লড়াই থেকে সরে দাঁড়াচ্ছি না, বরং ভুয়া গণতন্ত্রের মুখোশ ছিন্ন করতেই আমাদের এ অবস্থান।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়ন শাবিপ্রবি সংসদের সংগঠক জুবায়ের জুয়েল ও প্রান্তিক দীপম।

ছাত্র ইউনিয়নের অভিযোগের বিষয়ে শাকসুর প্রধান নির্বাচন কমিশনার আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেছ ও মুখপাত্র নজরুল ইসলামের মুঠোফোন কল দিলেও তাঁদের পাওয়া যায়নি। তবে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য সাজেদুল করিম বলেন, ‘এসব বিষয়ে লিখিতভাবে অভিযোগ পেলে যাচাই করে দেখব।’

‘দুর্বার সাস্টিয়ান ঐক্য’ প্যানেল ঘোষণা শিবিরের

শাকসু নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল ঘোষণা করা হয়েছে। সংগঠনটির সমর্থিত প্যানেলের নামা দেওয়া হয়েছে ‘দুর্বার সাস্টিয়ান ঐক্য’। প্যানেলের সহসভাপতি (ভিপি) পদে দেলোয়ার হাসান (শিশির), সাধারণ সম্পাদক (জিএস) পদে মুজাহিদুল ইসলাম ও সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে মোহাম্মদ শাকিল প্রতিদ্বন্দ্বিতা করবেন। আজ বেলা সোয়া তিনটায় বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে শীর্ষ এই তিন পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নাম ঘোষণা করেন সংগঠনটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন শাবিপ্রবি ছাত্রশিবিরের সভাপতি তারেক মনোয়ার ও সেক্রেটারি মাসুদ রানা (তুহিন)।

শাকসু নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেল দুর্বার সাস্টিয়ান ঐক্যের ভিপি প্রার্থী দেলোয়ার হাসান (মধ্যে), জিএস প্রার্থী মুজাহিদুল ইসলাম (বাঁয়ে) ও এজিএস প্রার্থী (ডানে) মোহাম্মদ শাকিল.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র সমর থ ত প য ন ল ব শ বব দ য ন জন ন ল জ স গঠনট র শ ব প রব ইসল ম

এছাড়াও পড়ুন:

আড্ডা আর গানে চুয়েটে ‘জয়ধ্বনির’ উৎসবমুখর আয়োজন

মঞ্চে দাঁড়িয়ে কেউ গাইছেন গান, কেউ গিটারের তারে তুলছেন সুর। দর্শকেরাও সেই সুর মোহিত হয়ে উপভোগ করছেন। কেউ দিচ্ছেন করতালি, কেউবা মুঠোফোনের ফ্ল্যাশ জ্বেলে শিল্পীদের উৎসাহ দিচ্ছেন। সেই সঙ্গে মঞ্চের আলোকসজ্জা তো আছেই।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) বাস্কেটবল মাঠে গিয়ে দেখা যায় এ দৃশ্য। উৎসবমুখর এ পরিবেশের আয়োজন করেছিল চুয়েটের সাংস্কৃতিক সংগঠন জয়ধ্বনি। সংগঠনটির ২৫ বছর পূর্তি উপলক্ষে এ আয়োজন করা হয়।

সংগঠনটির দুই দিনব্যাপী এ উৎসবে দেশের সাতটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন। এ ছাড়া সংগঠনটির সাবেক ও বর্তমান সদস্যরাও রয়েছেন। গতকাল শুক্রবার রাতে এ উৎসব শেষ হয়েছে। এ উৎসব ঘিরে মাঠের চারপাশে বসে বিভিন্ন ধরনের স্টল। এতে ছিল নানা পণ্য, খাবার ও শীতের পিঠা।

উৎসবের সহযোগিতায় রয়েছে প্রথম আলো, পৃষ্ঠপোষকতায় ইলেকট্রনিক কোম্পানি ‘হ্যাভিট’, খাদ্যসহায়তায় ‘পাহাড়িকা কিচেন’ আর বেভারেজ সহায়তায় মোজো।

বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় এ উৎসব। এরপর পর্যায়ক্রমে মঞ্চে গান পরিবেশন করেন চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিল্পীরা। বিরতির পর রাত নয়টায় আবার শুরু হয় সাংস্কৃতিক পরিবেশনা। একে একে মঞ্চে গান পরিবেশন করেন আহ্‌ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে পরিবেশকদের সম্মাননা দিয়ে প্রথম দিনের উৎসব শেষ হয়।

দুই দিনব্যাপী উৎসবের এ আয়োজন দেখতে ভিড় করেন হাজারো শিক্ষার্থী। গত বৃহস্পতিবার রাতে চুয়েটের বাস্কেটবল মাঠে

সম্পর্কিত নিবন্ধ

  • ইসরায়েলি দখলদারির অবসান ঘটলে ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে অস্ত্র সমর্পণ করবে হামাস
  • আড্ডা আর গানে চুয়েটে ‘জয়ধ্বনির’ উৎসবমুখর আয়োজন
  • বন্দর ইজারার কাজ বন্ধ না করলে অবরোধ-ধর্মঘটের হুঁশিয়ারি স্কপের