দেশজুড়ে বাংলালিংকের ওয়াকাথনের উদ্বোধন
Published: 7th, December 2025 GMT
মুঠোফোন অপারেটর বাংলালিংক গতকাল শনিবার ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বগুড়ায় একযোগে ওয়াকাথন আয়োজনের মাধ্যমে তাদের বার্ষিক ‘সেফটি অ্যান্ড ওয়েলনেস উইক ২০২৫’-এর উদ্বোধন করেছে। এ উদ্যোগে স্বাস্থ্য, সুরক্ষা ও সামগ্রিকভাবে সুস্থতা ও কল্যাণ নিয়ে যৌথ অঙ্গীকারের প্রতিফলন হিসেবে ৫৬০ জনের বেশি কর্মী অংশ নেন।
কর্মিকেন্দ্রিক কর্মক্ষেত্র গড়ে তোলায় বাংলালিংকের লক্ষ্যের সঙ্গে মিলিয়ে চলতি বছর এই আয়োজনের প্রতিপাদ্য করা হয়—‘স্ট্রেন্থ ইন অ্যাকশন, কেয়ার ইন এভরি স্টেপ’। এতে গুরুত্ব পায় সচেতনতার মাধ্যমে প্রাত্যহিক অভ্যাস গড়ে তোলা, কাজের ক্ষেত্রে কর্মীদের প্রতি যত্নশীল আচরণ, সহকর্মীদের মধ্যে সহযোগিতার মনোভাব তৈরি ও ব্যক্তিগত সুস্থতায় নিয়মিত অনুশীলনের অভ্যাস।
সপ্তাহজুড়ে কর্মীদের মধ্যে সুস্থতাসংশ্লিষ্ট কার্যক্রমকে উৎসাহিত করতে নানামুখী কার্যক্রমের উদ্যোগ গ্রহণ করেছে বাংলালিংক। এর মধ্যে রয়েছে স্বাস্থ্য পরীক্ষা, ব্যক্তিগত পরামর্শপর্ব, অগ্নিনিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধি, সরাসরি নিরাপত্তা মহড়া, মননশীলতা চর্চা, মানসিক চাপ নিয়ন্ত্রণমূলক কার্যক্রম ও বিভিন্ন অংশগ্রহণমূলক সুস্থতা আয়োজন।
কাল সকালে ঢাকার অংশগ্রহণকারীদের নিয়ে বাংলালিংকের প্রধান কার্যালয় টাইগার’স ডেন থেকে ওয়াকাথন শুরু হয়। অন্যান্য শহরে অংশগ্রহণকারীরা নিজ নিজ কার্যালয় থেকে যাত্রা শুরু করেন। টাইগার’স ডেনে সেফটি অ্যান্ড ওয়েলনেস উইক ২০২৫-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলালিংকের প্রধান নির্বাহী ইওহান বুসে ও প্রতিষ্ঠানের নেতৃস্থানীয় কর্মকর্তারা।
অনুষ্ঠানে বাংলালিংকের প্রধান মানবসম্পদ ও প্রশাসন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রুহুল কাদের বলেন, ‘ওয়াকাথনের মাধ্যমে এ সপ্তাহ অর্থবহভাবে শুরু হয়েছে। সুরক্ষা ও সুস্থতা সাময়িক কোনো বিষয় নিয়, বরং এটা আমাদের প্রতিদিনের গড়ে তোলা অভ্যাসের ব্যাপার—এ আয়োজন আমাদের সে বার্তাই দেয়।’
কর্মীদের পাশাপাশি গ্রাহকদের সুরক্ষা ও সুস্থতার প্রতিও প্রতিশ্রুতিবদ্ধ বাংলালিংক। গ্রাহকেরা যেন তাঁদের কাছের মানুষদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, সে জন্য কিছুদিন আগে ঘটে যাওয়া ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পের পর বাংলালিংক তাৎক্ষণিকভাবে গ্রাহকদের জন্য দুই ঘণ্টার বিনা মূল্যের কল করার ঘোষণা দেয়।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: কর ম দ র
এছাড়াও পড়ুন:
২০২৫ সালে সবচেয়ে বেশি আয় করা ভারতীয় সিনেমা কোনগুলো
বছর শেষ হতে আরও ২৫ দিন বাকি, কিন্তু চলতি বছর ভারতীয় বক্স অফিসে আয় করা শীর্ষ ১০ সিনেমার তালিকা এখনই চূড়ান্ত করা যায়। শীর্ষ ১০ সিনেমাগুলোর আয়ে একটির সঙ্গে অন্যটির এতটাই ব্যবধান যে আগামী এক মাসে তালিকার বদল হওয়া প্রায় অসম্ভব। এর মধ্যে কয়েকটি সিনেমা এখন আর প্রেক্ষাগৃহে চলছে না, ফলে বাড়তি আয়ের সুযোগ নেই। দেখে নেওয়া যাক, ২০২৫ সালে কোন সিনেমাগুলো ভারতের বক্স অফিসে ঝড় তুলেছে।
১০‘সিতারে জমিন পর’‘সিতারে জমিন পর’ সিনেমায় আমির খান