আইভিএফ–জালিয়াতি মামলায় বলিউড পরিচালক বিক্রম ভাটকে গ্রেপ্তার করা হয়েছে। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, রাজস্থান পুলিশ ও মুম্বাই পুলিশের যৌথ অভিযানে ভাটকে তাঁর শ্যালিকার বাসা থেকে গ্রেপ্তার করা হয়। রাজস্থান পুলিশ এখন বান্দ্রা আদালত থেকে ট্রানজিট রিমান্ড চাইবে, যাতে তাঁকে উদয়পুরে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা যায়।

এর ঠিক সাত দিন আগে উদয়পুর পুলিশ বিক্রম ভাট, তাঁর স্ত্রী শ্বেতাম্বরি ও আরও ছয়জনের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করে। অভিযোগ ছিল, তাঁরা ইন্দিরা গ্রুপ অব কোম্পানিজের প্রতিষ্ঠাতা চিকিৎসক অজয় মুরদিয়ার সঙ্গে ৩০ কোটি রুপির প্রতারণা করেছেন। নোটিশের মাধ্যমে অভিযুক্ত ব্যক্তিদের ৮ ডিসেম্বরের মধ্যে উদয়পুর পুলিশের সামনে হাজির হতে বলা হয়েছিল এবং বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়।

বিক্রম ভাট। এক্স থেকে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

পরিচালক বিক্রম ভাট গ্রেপ্তার

বলিউড নির্মাতা বিক্রম ভাটকে গ্রেপ্তার করা হয়েছে। মুম্বাইয়ের ইয়ারি রোডে অবস্থিত পরিচালকের শ্যালিকার বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। ৩০ কোটি রুপি প্রতারণার মামলায় গ্রেপ্তার করা হয়েছে ‘রাজ’খ্যাত এই নির্মাতাকে। টাইমস নাউ এ খবর প্রকাশ করেছে। 

এ প্রতিবেদনে জানানো হয়েছে, রাজস্থান পুলিশ ও মুম্বাই পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে বিক্রম ভাটের শ্যালিকার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর রাজস্থান পুলিশ বান্দ্রা কোর্ট থেকে ট্রানজিট রিমান্ড চাইবে, যাতে বিক্রম ভাটকে উদয়পুরে নিয়ে যাওয়া যায়। 

আরো পড়ুন:

নাটকীয়তার পর ভেঙেই গেল গায়ক-ক্রিকেটারের বিয়ে

বছর শেষে রণবীরের ‘ধুরন্ধর’ সিনেমার হালচাল কী?

প্রায় ২০ দিন আগে উদয়পুরে ৩০ কোটি রুপি প্রতারণার অভিযোগে একটি মামলা দায়ের করেন ডা. অজয়। এ মামলায় আসামি করা হয়েছে—বিক্রম ভাট, তার স্ত্রী শ্বেতাম্বরি ভাট, কন্যাসহ আটজনকে। 

সাত দিন আগে উদয়পুর পুলিশ বিক্রম ভাট, তার স্ত্রী শ্বেতাম্বরি ভাট এবং আরো ছয়জনের বিরুদ্ধে ৩০ কোটি রুপি প্রতারণার অভিযোগে লুকআউট নোটিস জারি করেছিল। অভিযুক্তদের ৮ ডিসেম্বরের মধ্যে উদয়পুর পুলিশের সামনে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তাদের অনুমতি ছাড়া বিদেশ যাত্রায়ও নিষেধাজ্ঞা জারি করা হয়। 

ডা. অজয় মুরদিয়া তার প্রয়াত স্ত্রীকে নিয়ে একটি বায়োগ্রাফি বানানোর পরিকল্পনা করেন। এজন্য উদয়পুরের বাসিন্দা দীনেশ কাটারিয়ার সঙ্গে দেখা করেন তিনি। ২০২৪ সালের ২৫ এপ্রিল মুম্বাইয়ে বিক্রম ভাটের স্টুডিওতে অজয়কে পরিচয় করিয়ে দেন।  

তখন বিক্রম ভাট জানান, সিনেমা নির্মাণের সমস্ত কিছু সামলাবেন তিনি। তবে প্রয়োজন অনুযায়ী, তাকে অর্থ দিতে হবে। সিনেমাটির সঙ্গে তার স্ত্রী ও কন্যা যুক্ত থাকবেন বলেও জানান বিক্রম। মূলত, এই লেনদেন থেকেই তৈরি হয়েছে জটিলতা। ফলে ৩০ কোটি রুপি প্রতারণার অভিযোগে মামলা দায়ের হয়েছে।

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ

  • পরিচালক বিক্রম ভাট গ্রেপ্তার