মাদক কারবারির ছুরিকাঘাতে পুলিশ কর্মকর্তা আহত
Published: 7th, December 2025 GMT
বগুড়ায় আসামি ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত হয়েছেন পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এটিএসআই) বাবর আলী। রবিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে শহরের রহমান নগর এলাকায় তাকে ছুরিকাঘাত করা হয়।
এটিএসআই বাবর আলী বগুড়া সদর থানার আওতাধীন বনানী পুলিশ ফাঁড়িতে কর্মরত।
আরো পড়ুন:
রাজবাড়ীতে শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার
নির্বাচন সুষ্ঠু করতে সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন: সাতক্ষীরার এসপি
বনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক ফরহাদ হোসেন জানান, স্থানীয়দের অভিযোগ পেয়ে বাবর আলী একজন কনস্টেবল সঙ্গে নিয়ে রহমাননগর জিলাদারপাড়ায় ট্যাপেন্টাডল বিক্রির সময় রিয়াদ নামে মাদক কারবারিকে আটক করে। রিয়াদ তখন বাবর আলীকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা বাবর আলীকে দ্রুত উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করে। তিনি বর্তমানে শঙ্কামুক্ত।
ঘটনার পর থেকে রিয়াদকে ধরতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে বলে জানান তিনি।
ঢাকা/এনাম/বকুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বগুড়ায় আসামি ধরতে যাওয়া পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত
বগুড়ায় পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে হামলা ও ছুরিকাঘাতে এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। রোববার সন্ধ্যা সাতটার দিকে বগুড়া শহরের রহমাননগর এলাকায় এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্য হলেন বগুড়া শহরের বনানী পুলিশ ফাঁড়ির এটিএসআই বাবর আলী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রহমাননগর এলাকার মাদক, ছিনতাই ও চুরির একাধিক মামলায় রিয়াদ নামের এক আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে। রোববার সন্ধ্যায় তাঁকে ধরতে গেলে ওই আসামি ও তাঁর সহযোগীরা পুলিশের এটিএসআই বাবর আলীর ওপর হামলা করে। একপর্যায়ে পুলিশকে ছুরিকাহত করে পালিয়ে যান আসামি রিয়াদ।
বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম জানান, আহত পুলিশ কর্মকর্তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের ওপর হামলায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।