প্রাণীর সুরক্ষায় কঠোর নির্দেশনায় খুশি জয়া আহসান
Published: 9th, December 2025 GMT
অক্টোবর মাসে গোপালগঞ্জে কুকুর নিধনের অভিযোগ নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশিত। সেই ঘটনা নিয়ে দীর্ঘ সময় কোনো তদন্ত না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছিলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। অবশেষে সরকারের পক্ষ থেকে ঘটনাটি তদন্ত ও কুকুর নিধনের বিপক্ষে প্রজ্ঞাপন জারি ও কঠোর নির্দেশনায় খুশি এই অভিনেত্রী।
জয়া আহসান। ছবি: ফেসবুক.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
জুলাই কন্যা সম্মেলন বুধবার
আগামী বুধবার (১০ ডিসেম্বর) জুলাই কন্যা সম্মেলন আয়োজন করতে যাচ্ছে সরকার । ‘১৬ দিনব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ–২০২৫’ উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ওইদিন সকাল ১০টা ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।
সোমবার (৮ ডিসেম্বর) মন্ত্রণালয়ের জারি করা এক পত্রে এ তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, সম্মেলনে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। পাশাপাশি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতারের।
ঢাকা/এএএম/ইভা