কনটেন্ট ক্রিয়েটর থেকে অভিনেতা, রাকিন আবসারকে কতটা জানেন
Published: 9th, December 2025 GMT
‘শৈশবে আম্মু চাইতেন, আমি পাইলট হই, আব্বু চাইতেন, আর্মি অফিসার হই। কিন্তু আমার স্বপ্ন ছিল, অভিনয়। আমি সব সময় অভিনয়টাই করতে চেয়েছি। যেহেতু অভিনয়ে যেতে পারিনি, ফলে কনটেন্ট ক্রিয়েশন (নির্মাণ) শুরু করি,’ বললেন রাকিন আবসার। ২০১১ সাল থেকে কনটেন্ট নির্মাণ করেন তিনি। নিজেই অভিনেতা, নিজেই প্রযোজক। কমেডি করে পরিচিতি পেয়েছেন বেশি। ২০১৫ সালের পর থেকে অভিনয়ের প্রস্তাব পেতে থাকেন। তাঁকে চিন্তা করেও কোনো কোনো চরিত্র লেখা হয়েছে। অডিশনও দিয়েছেন। তবে শেষ পর্যন্ত আর কোনো চরিত্রই করা হয়ে ওঠেনি। অবশেষে সেপ্টেম্বরে ওয়েব সিনেমা ‘প্ল্যান বি’-তে মূল চরিত্রে রাকিনকে দেখা গেল। ২৮ সেপ্টেম্বর বায়োস্কোপ প্লাসে মুক্তি পাওয়া সিনেমাটি পরিচালনা করেছেন নাহিদ হাসনাত। রাকিন জানালেন, ‘আমাকে চিন্তা করেই চরিত্রটি লেখা হয়েছিল। তিন দিনে সিনেমাটির দৃশ্যধারণ শেষ হয়েছে।’
কনটেন্ট নির্মাণ থেকে সিনেমায়
বেশ কয়েকজন ভারতীয় কনটেন্ট ক্রিয়েটরই বলিউডে ক্যারিয়ার গড়েছেন। কনটেন্ট ক্রিয়েটর প্রজক্তা কলি নেটফ্লিক্সের সিরিজ ‘মিসম্যাচ’, ধর্মা প্রডাকশনের ‘যুগ যুগ জিও’ সিনেমায় আলোও কেড়েছেন। অভিনয়কে ক্যারিয়ার হিসেবেও নিয়েছেন কেউ কেউ। তবে আমাদের এখানকার চিত্রটা আলাদা। রাকিন বলেন, ‘দেশে কনটেন্ট ক্রিয়েশন থেকে কেউ সচরাচর অভিনয়ে ক্যারিয়ার গড়েনি। হলেও খুব রেয়ার। কনটেন্ট ক্রিয়েটররা অভিনয় করতে পারে, সেটা অনেকে জানে কিন্তু মেইনস্ট্রিম ইন্ডাস্ট্রিতে জিনিসটা এখনো গ্রহণযোগ্য হয়ে ওঠেনি।’
উৎস: Prothomalo
কীওয়ার্ড: কনট ন ট ক র য় চর ত র
এছাড়াও পড়ুন:
জুলাই কন্যা সম্মেলন বুধবার
আগামী বুধবার (১০ ডিসেম্বর) জুলাই কন্যা সম্মেলন আয়োজন করতে যাচ্ছে সরকার । ‘১৬ দিনব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ–২০২৫’ উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ওইদিন সকাল ১০টা ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।
সোমবার (৮ ডিসেম্বর) মন্ত্রণালয়ের জারি করা এক পত্রে এ তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, সম্মেলনে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। পাশাপাশি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতারের।
ঢাকা/এএএম/ইভা