হঠাৎ করেই ফেসবুকে ভেসে এল একটি বিয়ের ছবি। সেখানে সেই অভিনেতা ছোট্ট শরীফুল ইসলাম বিয়ের সাজে। সঙ্গে কনে সাজে এক তরুণী। ছবিটি পোস্ট করে শরীফুল লিখেছেন, ‘আমাদের জন্য দোয়া করবেন।’ ছবিটির নিচে ভক্তরা ও সহকর্মীরা শুভকামনা জানিয়ে মন্তব্য করছেন। কবে বিয়ে করেছেন, সেসব তথ্যও অনেকে মন্তব্যে জানতে চাইছেন। এই বিয়ে নিয়ে অভিনেতা শরীফুল জানালেন ভিন্ন কথা।

সোমবার শরীফুলের সঙ্গে কথা হয়। বলেন, আজ শুটিং নেই। সময়টা বাড়িতেই কাটাচ্ছেন। ফোন দিতেই হাসছিলেন এই অভিনেতা। বললেন, ‘কী করছি জানতে চাইছেন। আমি কি বিয়ে করেছি, এটাই তো? এটা সে রকম কিছু না।’ ছবিটি কিসের এমন প্রশ্নে এই অভিনেতা বলেন, ‘আমি আসলে বিয়ে করিনি। কিন্তু বিয়ের সাজে ছবি দিয়েছি। চেয়েছি সবাই একটু কৌতূহলী হোক। আমাকে নিয়ে আগ্রহ দেখাক, সে জন্য একটু সাসপেন্স তৈরি করছি।’

আরও পড়ুনকেয়া পায়েলের বিয়ে কবে? যা জানালেন অভিনেত্রী০৮ ডিসেম্বর ২০২৫অভিনেতা শরীফুল ইসলাম। ছবি: শরীফুলের সৌজন্যে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

‘৫ বছরে ভারত-অস্ট্রেলিয়া খেলবে ৩০০ ম্যাচ, আমরা ৫০-৬০টি’

আমাদের প্রত্যাশার চেয়ে অনেক বেশি ভালো খেলেছে তারা। গ্রুপ পর্বে অস্ট্রেলিয়ার কাছে ৫–৩ আর ফ্রান্সের কাছে ৩–২ গোলের হার, কোরিয়ার সঙ্গে ড্র। কোরিয়াকে আরেকবার হারিয়েছে, ওমানকে দাঁড়াতেই দেয়নি। সব মিলিয়ে দুর্দান্ত। সত্যি, এতটা আমরা আশা করিনি। আমিরুলের পারফরম্যান্সও অসাধারণ। এটাও ঠিক, দলের অন্যরা আমিরুলের ওপর আস্থা রেখেছে। সেও সেই আস্থার প্রতিদান দিয়েছে। পুরো দলই দারুণ খেলেছে।
আমরা বিশ্বকাপের জন্য ক্যাম্প করেছি, বিদেশি কোচ এনেছি; এই রীতি নতুন নয়। কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টের আগেই আমাদের বেশি তৎপর দেখা যায়। এরপর আবার সবাই চুপচাপ। জাতীয় দলের বেলায়ও একই। আমরা অনেক ভালো ভালো সুযোগ তৈরি করেছি। কিন্তু টুর্নামেন্ট শেষ হলে দলটা আবার অগোছালো হয়ে যায়। লিগ নেই, কোনো ম্যাচ হয় না। এই পারফরম্যান্স ধরে রাখতে হলে ম্যাচ খেলার কোনো বিকল্প নেই।

হকি তারকা রাসেল মাহমুদ জিমি

সম্পর্কিত নিবন্ধ