Prothomalo:
2025-12-09@07:17:25 GMT

দেয়াল

Published: 9th, December 2025 GMT

অর্চি ও তার সঙ্গীরা প্রতিদিন সকালে শিয়া মসজিদ মোড়ে একত্র হয়। তারপর রিং রোড ধরে শ্যামলী পর্যন্ত হেঁটে গিয়ে কয়েকটি দলে বিভক্ত হয়। কেউ কেউ মিরপুরগামী বাসে ওঠে, কেউ সাভারগামী বাসে। রাস্তা ক্রস করে কেউবা গুলিস্তানগামী ও মহাখালীগামী বাস ধরে। বাসের ড্রাইভার, হেল্পার এবং এসব রুটে নিয়মিত চলাচলকারী যাত্রীদের কাছেও তারা পরিচিত। বাসে ওঠার আগে তারা এক বিশেষ শব্দে তালি বাজিয়ে নিজেদের উপস্থিতি জানান দেয়। এতে কোনো যাত্রী বিরক্ত, কেউ ভীত হয়। কোনো যাত্রী সহানুভূতিবশত তাদের পাঁচ-দশ টাকা করে দেয়। কেউ কেউ তাদের ‘ভুয়া হিজড়া’ বলে কটাক্ষ করে। তখন অর্চি ও তার সঙ্গীরা সম্মিলিতভাবে প্রতিবাদ করে। কোনো কোনো দিন পরিধান খুলে লিঙ্গ পরিচয় প্রকাশে উদ্যত হয়।

২৫ জুলাই ২০২৪। ঢাকাসহ উত্তাল সারা বাংলাদেশ। প্রতিদিনই বেগবান হচ্ছে শিক্ষার্থীদের আন্দোলন। সড়কের মোড়ে মোড়ে জড়ো হওয়া শিক্ষার্থীদের সঙ্গে যোগ দিতে শুরু করেছেন অভিভাবকেরা। তাঁদের পাশ দিয়ে হেঁটে যেত অর্চি ও তার দল। তারা শিক্ষার্থীদের স্লোগান শুনত। প্রথম দিকে তাদের মনে হয়েছিল, এ লড়াই তাদের নয়। কিন্তু একদিন, আন্দোলনের এক পর্যায়ে যখন পুলিশি নির্যাতন ভয়াবহ রূপ নিল, তখন অর্চি ও তার সঙ্গীরা আর চুপ থাকতে পারল না। শ্যামলী মোড়ে কয়েকজন শিক্ষার্থীকে যখন পুলিশ পেটাচ্ছিল, তখন অর্চিরা ঝুঁকি নিয়ে এগিয়ে এল। উদ্ধত ভঙ্গিতে তারা পুলিশকে ধমকাল, মারধরের শিকার শিক্ষার্থীদের আড়াল করল। তাদের এই অপ্রত্যাশিত সাহসী ভূমিকা দেখে শিক্ষার্থীরাও অবাক।

এরই মধ্যে বাংলা ব্লকেড ঘোষণা করল শিক্ষার্থীরা। বাস চলাচল বন্ধ। অর্চিদের উপার্জনও বন্ধ হয়ে গেল। এর পর থেকে, অর্চি ও তার সঙ্গীরা প্রায়ই ছাত্রদের আন্দোলনে অংশ নিতে শুরু করে। তারা স্লোগান দিত, আহত ব্যক্তিদের প্রাথমিক সেবা দিত, খাবার ও পানি বিলি করত। তাদের উপস্থিতি ছিল ব্যতিক্রমী ও কার্যকর। যখনই কোনো ঝামেলা হতো, তারা একটা বাড়তি শক্তি জোগাত। তাদের নির্ভীকতা ও শিক্ষার্থীদের প্রতি মমতা ধীরে ধীরে স্থানীয় দোকানদার এবং রাস্তায় চলাচলকারীদের মনে একধরনের শ্রদ্ধাবোধ তৈরি করল।

এরই মধ্যে বাংলা ব্লকেড ঘোষণা করল শিক্ষার্থীরা। বাস চলাচল বন্ধ। অর্চিদের উপার্জনও বন্ধ হয়ে গেল। এর পর থেকে, অর্চি ও তার সঙ্গীরা প্রায়ই ছাত্রদের আন্দোলনে অংশ নিতে শুরু করে। তারা স্লোগান দিত, আহত ব্যক্তিদের প্রাথমিক সেবা দিত, খাবার ও পানি বিলি করত।

অর্চি শিক্ষার্থীদের সঙ্গে মিশে যেত। সে তাদের গল্প শুনত, নিজের গল্পও বলত। ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’ স্লোগানটি শুনলেই অর্চির রক্ত শিরার ভেতর ফিনকি দিয়ে উঠত। আন্দোলনের দিনগুলোতে হিজড়াদের উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে প্রচুর আলোচনা হলো। অনেকে তাদের সাহসের প্রশংসা করল। আবার অনেকে তাদের অপ্রত্যাশিত উপস্থিতি নিয়ে বিদ্রূপও করল। কিন্তু অর্চি ও তার সঙ্গীরা এসবের তোয়াক্কা করল না।

একসময় শেষ হলো আন্দোলন। শিক্ষার্থীরা ফিরল ঘরে। আবার রাস্তায় ছুটল বাস। প্রায় এক সপ্তাহ অর্চি ও তার দল ছিল ট্রাফিক পুলিশের মতো স্বেচ্ছাসেবকের ভূমিকায়। সংবাদমাধ্যমগুলোতে উঠে এল আন্দোলনের খুঁটিনাটি। কারা ছিল অগ্রভাগে, কারা আহত হলো, কারা নেতৃত্ব দিল—সবকিছুই প্রকাশ পেল। কিন্তু অর্চি আর তার হিজড়া সম্প্রদায়ের কথা কোথাও উল্লেখ করা হলো না। তাদের নাম বা তাদের ভূমিকার কথা কেউ উচ্চারণও করল না। বুকের ভেতর চাপা কষ্ট নিয়ে অর্চি ও তার দল আবার বাসে বাসে নিজেদের পেশায় ফিরে গেল।

দুই.

অর্চি নামটি মা-বাবার দেওয়া নয়। হিজড়াপল্লিতে এসে এ নাম পেয়েছে অর্পণ। অর্পণের জীবনের শুরুটা আর দশটা ছেলের মতোই ছিল। পুরান ঢাকার ঘনবসতিপূর্ণ পাড়ায় তার জন্ম, যেখানে এক প্রতিবেশীর বারান্দা থেকে আরেক প্রতিবেশীর রান্নাঘরের ঘ্রাণ পাওয়া যেত। ছোটবেলা থেকেই অর্পণ ছেলেদের খেলাধুলা, বাইরের জগতের প্রতি বিশেষ আগ্রহী ছিল না। পুতুল খেলা, মায়ের শাড়ির আঁচল টেনে নিয়ে নিজেকে সাজানো অথবা বারান্দার টবে নতুন চারা লাগানো—এগুলোই ছিল তার জগৎ। মা-বাবা প্রথমে ভেবেছিলেন সময়ের সঙ্গে ঠিক হয়ে যাবে। কিন্তু অর্পণের বয়স যত বাড়ল, তার ভেতরের ‘ভিন্নতা’ ততই প্রকট হতে থাকল।

স্কুলে ছেলেবন্ধুদের সঙ্গে সে মিশতে পারত না, মেয়েবন্ধুদের সঙ্গেও না। এ নিয়ে সহপাঠীদের টিপ্পনী তাকে আরও গুটিয়ে দিত। বাড়িতেও মা–বাবার চাপা উদ্বেগ আর বিরক্তি। বাবা সরকারি চাকরি করতেন। চাকরির বাইরেও পাড়ায় তাঁর একটা সম্মান ছিল। মা সারা দিন প্রতিবেশীদের সঙ্গে গল্প করতেন, সেখানে প্রত্যেকের ছেলেদের কৃতিত্ব নিয়ে গর্ব করার একটা অলিখিত প্রতিযোগিতা চলত। অর্পণের ভিন্নতা তাঁদের এই সম্মান, এই প্রতিযোগিতার ওপর কালো ছায়া ফেলেছিল। পাড়ার লোকদের কানাঘুষা, আত্মীয়দের ফিসফাস—এগুলো যেন অদৃশ্য ছুরির ফলার মতো তাঁদের বুক চিরে দিত। এসব বুঝতে পারত অর্পণ। একদিন স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে অর্পণ আর স্কুলে গেল না। সেই থেকে আর স্কুলে যায়নি এবং তার পর থেকে আর বাড়ির বাইরে বের হতে চাইত না। এভাবেই ঘরবন্দি হয়ে কেটে যায় প্রায় সাড়ে সাত বছর।

অর্পণদের বাড়িটি ছিল রাস্তার ডান দিকে। রাস্তার বাঁ দিকে ছিল একটি ফাঁকা মাঠ। মাঠের পরেই যে বাড়িটা, সেটা বাগানবিলাসগাছের ডালপালায় ছেয়ে গিয়েছিল। বর্ষাকালে পুরো বাড়ি লাল ও সাদা রঙের বাগানবিলাস ফুলে ছেয়ে যেত, যা অর্পণদের বারান্দা থেকে স্পষ্ট দেখা যেত। অর্পণ মাঝেমধ্যে বারান্দায় দাঁড়িয়ে বাগানবিলাস-শোভিত বাড়িটির দিকে আনমনে তাকিয়ে থাকত।

প্রায় এক সপ্তাহ অর্চি ও তার দল ছিল ট্রাফিক পুলিশের মতো স্বেচ্ছাসেবকের ভূমিকায়। সংবাদমাধ্যমগুলোতে উঠে এল আন্দোলনের খুঁটিনাটি। কারা ছিল অগ্রভাগে, কারা আহত হলো, কারা নেতৃত্ব দিল—সবকিছুই প্রকাশ পেল। কিন্তু অর্চি আর তার হিজড়া সম্প্রদায়ের কথা কোথাও উল্লেখ করা হলো না।

অর্পণের ছোট বোন মিম আর ভাই রাফি। মিম ছিল শান্ত স্বভাবের, রাফি বেশ চঞ্চল। পড়ালেখায় দুজনেই দুর্দান্ত। তবু মা-বাবা সারাক্ষণ তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত থাকতেন। অর্পণের কারণে ওদের ভবিষ্যৎ নষ্ট হবে না তো? পরিবারে হিজড়া সন্তান আছে জেনে স্বাভাবিক ছেলেমেয়ে দুটোর বিয়ে দিতে সমস্যা হবে না তো?—এসব প্রশ্ন তাঁদের রাতের ঘুম কেড়ে নিত।

অর্পণের বয়স তখন সতেরো। একদিন তার বাবা তাকে নিজের ঘরে ডেকে পাঠালেন। বাবার চোখে এক মিশ্র আবেগ—ভয়, হতাশা আর একরাশ অসহায়ত্ব। বাবা নিচু স্বরে বললেন, ‘অর্পণ, তুই কি বুঝতে পারছিস, তোর কারণে আমাদের কী হচ্ছে?’

অর্পণ মাথা নিচু করে ছিল। সে জানত, বাবা কী বলতে চাইছেন। তার ভেতরের সত্তা তাকে সারাক্ষণ ছটফট করাত, কিন্তু সে এটাও জানত যে এই সমাজে তার এই পরিচয়টা অস্বাভাবিক। সে অনুভব করত—সে হয়তো পুরুষ নয়, আবার পুরোপুরি নারীও নয়। সে এক ভিন্ন অস্তিত্ব, যা সমাজের চোখে হাস্যস্পদ ও অগ্রহণযোগ্য।

সেদিন রাতে, বাবার ইঙ্গিতপূর্ণ চাওয়া অর্পণকে বাড়ির চৌকাঠ পেরোতে বাধ্য করেছিল। তার চোখে জল ছিল না। পরিবারের সবার মঙ্গল আর নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে—এটিকেই সে ভবিতব্য হিসেবে মেনে নিয়েছিল। তবু অজানা আশঙ্কায় কিছুটা ভীত ছিল। বাসা থেকে বেরোনোর সময় মিম আর রাফিকে জড়িয়ে ধরতে চেয়েছিল, কিন্তু কেউ জানুক সে অজানার উদ্দেশে পাড়ি দিচ্ছে—এটা সে চায়নি। তাই হৃদয়ের সব ভাবাবেগ চেপে রেখে, অর্পণ হেঁটে চলল ঢাকার অচেনা পথে। পেছনে ফেলে এল পরিজন, প্রতিবেশীদের ফিসফাস, তার প্রিয় বারান্দা আর বারান্দা থেকে দেখা লাল-সাদা ফুলে ঢাকা বাড়ি।

তিন.

অর্পণ তখনো ঠিক করেনি সে কোথায় যাবে। মধ্যরাত, চারদিকে আলো-আঁধারির খেলা। সে ক্ষুধার্ত, ভীত ও একা। হাঁটতে হাঁটতে ক্লান্ত। রাত বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তার কুকুরগুলো ঘেউ ঘেউ করে তার একাকিত্বকে যেন উপহাস করছিল। ফুটপাতের এক কোণে বসে ছিল কয়েকজন মানুষ, তাদের পোশাক, হাবভাব অর্পণের কাছে অপরিচিত মনে হলো। তাদের মধ্যে একজন এগিয়ে এল। নাম রূপা। ভাসমান যৌনকর্মী।

‘কই যাইবা? এহানে বইস্যা রইছ ক্যা?’—রূপার কণ্ঠে ছিল অদ্ভুত মমতা আর চাহনিতে দৃঢ়তা। এ কণ্ঠস্বর অর্পণকে আকর্ষণ করল। অর্পণ নির্দ্বিধায় নিজের সব কথা খুলে বলল। রূপা মনোযোগ দিয়ে শুনল। রূপাই অর্পণকে পৌঁছে দিল মোহাম্মদপুর হিজড়া আস্তানার গুরুমার কাছে।

এক ঘিঞ্জি গলির মধ্যে ছোট্ট একটা ঘর। সেখানে অর্পণের মতো পরিবার থেকে বিতাড়িত অনেকেই। অর্পণ তাদের চোখে দেখল নিজের প্রতিচ্ছবি। এখানে সে আর অস্বাভাবিক নয়, এখানে সে তাদেরই একজন।

অর্পণের বয়স তখন সতেরো। একদিন তার বাবা তাকে নিজের ঘরে ডেকে পাঠালেন। বাবার চোখে এক মিশ্র আবেগ—ভয়, হতাশা আর একরাশ অসহায়ত্ব। বাবা নিচু স্বরে বললেন, ‘অর্পণ, তুই কি বুঝতে পারছিস, তোর কারণে আমাদের কী হচ্ছে?’ অর্পণ মাথা নিচু করে ছিল। সে জানত, বাবা কী বলতে চাইছেন।

অর্পণ তার নতুন নাম পেল—অর্চি। অর্চি শিখল কীভাবে নিজের ভরণপোষণ জোগাতে হয়। নাচ, গান আর শুভ অনুষ্ঠানে আশীর্বাদ করা—এগুলোই ছিল তাদের রোজগারের প্রধান উপায়। তাদের জীবন অত্যন্ত কঠিন। বাসে উঠতে গেলে তিরস্কার, দোকানে গেলে কটুকথা, রাস্তায় হাঁটলে কুৎসিত মন্তব্য—এগুলোই নিত্যদিনের সঙ্গী। তবে তাদের আস্তানা যেন তাদের নিজস্ব পৃথিবী। যেখানে প্রতিবেশীর বিদ্রূপ, হাসাহাসি নেই। সুখ-দুঃখ ভাগ করে একে অপরের প্রতি ভরসা রাখার পরম এক শক্তি তাদের। সেই শক্তির ওপর ভর করেই পার হলো চৌদ্দ বছর।

চৌদ্দ বছরে অর্চি জেনে গেছে তাদের প্রত্যেকের পেছনে আছে একেকটি বিচ্ছেদের গল্প, একেকটি উপেক্ষিত আত্মার চিৎকার। শিখে নিয়েছে কীভাবে নিজের ভেতরের এই লিঙ্গপরিচয়কে গ্রহণ করতে হয়, কীভাবে গর্বের সঙ্গে বাঁচতে হয়। গুরুমা তাদের শিখিয়েছেন—তাদেরও বাঁচার অধিকার আছে, সম্মান নিয়ে বাঁচার অধিকার। সেই আত্মবিশ্বাসে অর্চি রাস্তা, শপিং মল, উৎসব থেকে রোজগার করে নির্ভাবনায় গুরুমার হাতে তুলে দেয় সব উপার্জন।

চার.

৫ আগস্ট ২০২৪–পরবর্তী সময়ে অর্চি ও তার সঙ্গীরা আবারও তাদের দৈনন্দিন জীবনে ফিরে যায়। সেই শুভ অনুষ্ঠানে আশীর্বাদ করা, মানুষের কাছ থেকে টাকা চাওয়া আর কটুকথা শোনার রুটিন কাজে। তবে ইদানীং বাসে চলাচলের সময় মাঝেমধ্যেই যখন অধিকার নিয়ে বিভিন্ন গোষ্ঠীর মিছিল-আন্দোলন চোখে পড়ে, তখন নিজের দাবিদাওয়া নিয়েও রাস্তায় নামার ইচ্ছা জাগে অর্চির। বলতে ইচ্ছা হয়—জুলাই-আগস্টে তারাও শিক্ষার্থীদের সঙ্গে লড়েছে। প্রায়ই শাহবাগ মোড়ে এসে তারা জীবনের ঝুঁকি নিয়ে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে।

পরে নিজেই নিজেকে জিজ্ঞেস করে—তারা যে লড়েছিল, তার কি কোনো স্বীকৃতি বা প্রমাণ আছে? যেহেতু তা নেই, তাই সে নিজের সান্ত্বনা নিজেই খুঁজে নেয় এভাবে—যা কর্তব্য হিসেবে সামনে এসেছিল, তা–ই করেছি। বিনিময়ে কিছু পাওয়ার প্রত্যাশা ছিল না। তা ছাড়া মা–বাবা যাদের পরিত্যাগ করেছেন, তাদের আর কার কাছ থেকে কী-ই বা প্রত্যাশা থাকতে পারে! তবু মনের অজান্তেই মনের গভীরে নানা অপ্রাপ্তি বুদ্‌বুদ করে। কোনো কোনো দিন ঘুম ভেঙে যায় সেই সব অপ্রাপ্তি ও স্বপ্নের ঘুরপাকে।

এক গভীর রাতে গুরুমা অর্চিকে ঘুম থেকে জাগালেন। জানালেন—অর্চি আস্তানায় আসার দু-তিন মাস পরপর অর্চির বাবা এসে গুরুমার সঙ্গে দেখা করে যেতেন। প্রতি মাসে হিজড়া আস্তানায় যে ভালো খাবারের আয়োজন করা হয়, তাতে ডোনেট করতেন অর্চির বাবা!

গুরুমা জানালেন—অর্চির বাবা বার্ধক্যের কারণে জীবন-মরণ সন্ধিক্ষণে। তিনি অর্চিকে দেখতে চান। গুরুমা নিজেই অর্চিকে বোরকা পরিয়ে নিয়ে রওনা দিলেন।

অর্চিরা যখন পৌঁছায়, তখন সকাল। বাসায় ঢোকার আগেই মসজিদের মাইকে অর্চির বাবার মৃত্যুর সংবাদ শোনা গেল। কোনো অনুভূতি অর্চিকে স্পর্শ করল না। গুরুমার পেছনে পেছনে অর্চি যাচ্ছে আর তাকে আপ্লুত করছে বাড়ির পরিবর্তনগুলো!

কান্নারত মহিলাকে দেখে অর্চি নিশ্চিত হলো—সে তার বোন মিম। মিমের আঁচল ধরে শিশুকে দেখে বুঝতে পারল, মিম মা হয়েছে। উৎসুক চোখে মাকে খুঁজল অর্চি, কিন্তু চোখে পড়ল না। ভেবে নিল—হয়তো তিনিও জাগতিক মায়ার ঊর্ধ্বে চলে গেছেন। আর ছোট ভাইয়ের চাহনি খুঁজে পেল টুপি পরা, দাড়িওয়ালা একজনের মুখাবয়বে।

মৃতের মুখ দেখানোর সময় অর্চি বাবাকেও খুঁজে পেল না ঠিকমতো। সোনালি রঙের মানুষটির মুখচ্ছবি সাদা দাড়িতে বিবর্ণ হয়ে গেছে। মৃতের মুখ ঢেকে যখন খাটিয়ায় তোলা হলো জানাজার উদ্দেশ্যে, তখনই কান্নায় জড়িয়ে আসে তার কণ্ঠ। জানাজায় দাঁড়াতে পারবে কি না অর্চি, সে সিদ্ধান্ত কেউ নিতে পারল না। চিৎকার করে কেঁদে উঠল অর্চি, আদরে বুকে জড়িয়ে ধরলেন গুরুমা।

দাফন শেষে আত্মীয়স্বজন যে যার বাড়িতে ফিরছে। আস্তানায় ফেরার আগে অর্চি বাড়ির অপরিচিত আসবাব ডিঙিয়ে সেই বারান্দায় যায়—যেখান থেকে সে আনমনে তাকিয়ে থাকত লাল-সাদা বাগানবিলাস ফুলে ঢাকা বাড়িটির দিকে। কিন্তু বারান্দা থেকে এখন সেই বাড়ি আর চোখে পড়ে না। রাস্তার ওপারে যে মাঠ ছিল, সেখানে বানানো হয়েছে সুউচ্চ বাড়ি।

আস্তানার উদ্দেশে বাড়ি থেকে বেরিয়ে রাস্তা পেরিয়ে সেই বাড়িটার কাছে যায় অর্চি। দেখে সুউচ্চ দেয়ালের আড়ালে লাল-সাদা ফুলে ঢাকা বাড়িটি এখনো রঙিন। আলো-বাতাস কম হওয়ায় ফুলের সতেজতা কম, পাতাগুলোও বিমর্ষ। তবু অর্চির মন আনন্দে ভরে ওঠে—কেউ দেখুক আর না দেখুক, উঁচু দেয়ালের আড়ালে ফুটে তো আছে লাল-সাদা ফুল!

উৎস: Prothomalo

কীওয়ার্ড: অর চ র ব ব ব গ নব ল স ন অর চ র ও ত র দল উপস থ ত অর চ ক আস ত ন ব দ কর র ভ তর দ র উপ একদ ন চল চল

এছাড়াও পড়ুন:

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের গৃহঋণ পরিশোধে অযাচিত চাপ

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব ছিলেন মফিজ উদ্দীন আহমেদ। তিনি রাষ্ট্রমালিকানাধীন রূপালী ব্যাংক থেকে ২০২২ সালের মে মাসে ৭৫ লাখ টাকা ঋণ নেন। কিন্তু ব্যাংকের এককালীন ঋণ পরিশোধের অযাচিত চাপ, হিসাব ফ্রিজ বা অবরুদ্ধ ও নিয়মবহির্ভূত আচরণের কারণে বিব্রতকর অবস্থায় পড়েছেন বলে জানান এই অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব।

বিষয়টি রূপালী ব্যাংক থেকে শুরু হয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ হয়ে অর্থ বিভাগ পর্যন্ত পৌঁছেছে। এতে সরকারি কর্মচারীদের গৃহঋণ গ্রহণপ্রক্রিয়া নিয়ে ব্যাংকগুলোর সামগ্রিক ভূমিকা নিয়েই প্রশ্ন উঠছে।

সরকারি কর্মচারীদের জন্য প্রণীত গৃহনির্মাণ নীতিমালা অনুযায়ী, মফিজ উদ্দীন আহমেদের ২০ বছরে মোট ২৪১ কিস্তিতে ঋণ পরিশোধের কথা। ঋণ নেওয়ার পর নিজস্ব অর্থ যোগ করে তিনি ঢাকায় দেড় কোটি টাকায় একটি ফ্ল্যাট কেনেন। ২০২২ সালের নভেম্বর থেকে তিনি নিয়মিতভাবে কিস্তি পরিশোধ করে আসছেন।

এক বছরের অবসর-উত্তর ছুটি শেষে এ বছরের ১ জুলাই তিনি অবসরে যান। কিন্তু দুই মাসের মাথায়ই গত ৩ সেপ্টেম্বর রূপালী ব্যাংকের করপোরেট শাখা তাঁকে উপস্থিত হতে বলে। সেখানে গিয়ে তিনি যে চিঠি পান, তাতে বলা হয়, ৪৭ লাখ টাকা এককালীন পরিশোধ করতে হবে, বাকি টাকা কিস্তিতে দেওয়া যাবে। নিয়মিত কিস্তি পরিশোধকারী হিসেবে গ্রাহক হিসেবে এই চাপকে মফিজ উদ্দীনের কাছে অবোধ্যই মনে হয়।

মফিজ উদ্দীন আহমেদ বিস্মিত হয়ে বিষয়টি লিখিতভাবে অর্থ বিভাগকে জানান। অভিযোগ পর্যালোচনা করে স্পষ্ট হয়, রূপালী ব্যাংকের এ পদক্ষেপ সরকারি কর্মচারীদের জন্য গৃহনির্মাণ ঋণ নীতিমালা ২০১৮-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। নীতিমালায় উল্লেখ আছে, অবসরের পর কিস্তি বকেয়া থাকলে ব্যাংক-গ্রাহক সম্পর্ক বজায় রেখে পুনঃ তফসিল করা যাবে, কিন্তু এককালীন টাকা আদায়ের চাপ সৃষ্টি করা যাবে না।

পরিস্থিতি জটিল হয় গত ২৬ অক্টোবর। নিজের বাসার কাছে রূপালী ব্যাংকের একটি শাখা থেকে নিজের জমা টাকার অর্ধেক তুলতে গেলে চেক ডিজঅনার, মানে প্রত্যাখ্যাত হয়। পরে তিনি জানতে পারেন, তাঁর ব্যাংক হিসাব ফ্রিজ বা অবরুদ্ধ করা হয়েছে। তাঁকে ওই শাখার সহকারী মহাব্যবস্থাপক জানান, ‘ওপরের নির্দেশে’ হিসাব অবরুদ্ধ করা হয়েছে। অথচ সরকার বা বাংলাদেশ ব্যাংকের অনুমতি ছাড়া ব্যাংক হিসাব ফ্রিজ বা অবরুদ্ধ করার সুযোগ নেই—এটি নিয়মবহির্ভূত পদক্ষেপ।

মফিজ উদ্দীন আহমেদ জানান, পরবর্তী সময়ে তাঁর কাছে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ওয়াহিদুল ইসলাম দুঃখ প্রকাশ করেছেন এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। তবে প্রশ্ন থেকেই যায়, নিয়মিত কিস্তি পরিশোধকারী একজন গ্রাহককে কেন এমন অযাচিত চাপ দেওয়া হলো?

অর্থ বিভাগকে মফিজ উদ্দীন আহমেদ জানান, যেখানে সাধারণ ঋণের সুদের হার ১২ শতাংশের ওপরে ওঠায় অনেক বেসরকারি ব্যাংক ভালো গ্রাহকের পেছনে ছুটছে, সেখানে ৫০ শতাংশ খেলাপি ঋণ নিয়ে দেউলিয়া হওয়ার পথে থাকা রূপালী ব্যাংক কেন নিয়মিত কিস্তি পরিশোধকারী গ্রাহককে তাড়িয়ে দিতে চাইছে, তা তাঁর কাছে বোধগম্য নয়। তাঁর ভাষায়, ঘটনাটি রূপালী ব্যাংকের দুর্বল ব্যবস্থাপনা, অপেশাদারত্ব ও অদক্ষতার প্রতিফলন।

এদিকে মফিজ উদ্দীন প্রথম আলোকে বলেন, ‘অর্থ বিভাগ ইতিমধ্যে পদক্ষেপ নিয়েছে। রূপালী ব্যাংকও দুঃখ প্রকাশ করেছে। এ নিয়ে আর কিছু বলতে চাই না।’

অন্য ব্যাংকগুলোর বিরুদ্ধেও অভিযোগ

অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, শুধু রূপালীই নয়, সরকারি কর্মচারীদের গৃহঋণ কার্যক্রমে যুক্ত অনেক ব্যাংকের বিরুদ্ধেই গ্রাহকেরা বিভিন্ন ধরনের হয়রানির অভিযোগ তুলছেন। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর পাশাপাশি বেশ কয়েকটি বেসরকারি ব্যাংকের বিরুদ্ধেও এমন অভিজ্ঞতার কথা জানিয়েছেন ভুক্তভোগী গ্রাহকেরা।

গৃহঋণের সুদের হার ৯ শতাংশ, যেখানে সরকার ভর্তুকি দেয় ৫ শতাংশ; গ্রাহক বহন করেন মাত্র ৪ শতাংশ। কিন্তু অন্যান্য সাধারণ ঋণে সুদের হার বাড়ায় ব্যাংকগুলো এখন গৃহঋণ দিতে অনাগ্রহী হয়ে পড়েছে। ফলে নানা রকম অজুহাত তুলে গ্রাহকদের হয়রানি করা হচ্ছে।

অর্থ বিভাগের পদক্ষেপ

১১ নভেম্বর অর্থ বিভাগ ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে গৃহনির্মাণ ঋণ কার্যক্রমে যুক্ত রাষ্ট্রমালিকানাধীন ও বেসরকারি খাতের ১২টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধানদের চিঠি পাঠিয়েছে। প্রতিষ্ঠানগুলো হচ্ছে সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল), বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন (বিএইচবিএফসি), ব্র্যাক ব্যাংক, পূবালী ব্যাংক, ইসলামী ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, কমিউনিটি ব্যাংক ও ডিবিএইচ ফাইন্যান্স।

চিঠিতে বলা হয়, গ্রাহকের সম্মতি ছাড়া ঋণ পুনঃ তফসিল করা যাবে না। অবসরের পর কিস্তি বকেয়া থাকলে সুদের হার অপরিবর্তিত রেখে আলোচনা সাপেক্ষে সমাধান করতে হবে। কোনো অস্পষ্টতা থাকলে তা পারস্পরিক আলোচনার মাধ্যমেই নিরসন করতে হবে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, ঋণগ্রহীতাদের ফ্ল্যাট বা বাড়ি দলিলমূলে বন্ধক থাকে, ফলে এ ঋণ সম্পূর্ণ নিরাপদ। তাই সরকারি কর্মচারীরা অবসরে যাওয়ার পর তাঁদের ওপর ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানগুলোর আংশিক বা সম্পূর্ণ ঋণ পরিশোধের চাপ সৃষ্টি করা অনভিপ্রেত।

জানতে চাইলে রূপালী ব্যাংকের এমডি ওয়াহিদুল ইসলাম কোনো মন্তব্য করতে রাজি হননি। ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা এহতেশামুজ্জামান জানান, এমডি তাঁকে বলতে বলেছেন যে ঘটনাটি ‘মিটমাট হয়ে গেছে’।

কত সরকারি কর্মচারী গৃহঋণ পেয়েছেন

‘সরকারি কর্মচারীদের জন্য ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে গৃহনির্মাণ ঋণ প্রদান নীতিমালা-২০১৮’ প্রজ্ঞাপন জারি হয় ২০১৮ সালের ৩১ জুলাই। এতে সর্বোচ্চ ঋণসীমা ৭৫ লাখ এবং সর্বনিম্ন ২০ লাখ টাকা নির্ধারণ করা হয়। নীতিমালাটি অবশ্য পরে কয়েক দফা সংশোধনও করা হয়।

অর্থ বিভাগ সূত্র জানায়, ২০১৮-১৯ অর্থবছর থেকে চলতি ২০২৫ সালের ২০ সেপ্টেম্বর পর্যন্ত মোট ৮ হাজার ১৯৪ জনের নামে ঋণ মঞ্জুর হয়েছে। এর মধ্যে ৪ হাজার ১৬৪ জন সাময়িক এবং ৪ হাজার ৩০ জন চূড়ান্ত মঞ্জুরি পেয়েছেন। চূড়ান্ত মঞ্জুরি পাওয়া ব্যক্তিরাই ভর্তুকি পেয়েছেন। এখন পর্যন্ত কোষাগার থেকে ভর্তুকি দেওয়া হয়েছে ১৮৩ কোটি ৫৩ লাখ টাকা।

সম্পর্কিত নিবন্ধ