‎সাংবাদিক লাঞ্ছনা, শর্তভঙ্গ ও অব্যবস্থাপনার দায়ে লাতিন বাংলা সুপার কাপে ব্রাজিল ও আর্জেন্টিনার দুটি ক্লাবের মধ্যে ফুটবল ম্যাচটি স্থগিত করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। আগামী বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় জাতীয় স্টেডিয়ামে আর্জেন্টিনার ক্লাব অ্যাথলেটিকো চার্লোনের অনূর্ধ্ব–২০ দলের বিপক্ষে ব্রাজিলের সাও বার্নার্দো ক্লাবের অনূর্ধ্ব–২০ দলের মুখোমুখি হওয়ার কথা ছিল।

‎আজ এক চিঠিতে এই টুর্নামেন্টে জাতীয় স্টেডিয়ামের বরাদ্দ বাতিলের পাশাপাশি ম্যাচ স্থগিতের নির্দেশ দিয়েছেন ক্রীড়া মন্ত্রণালয়ের সহকারী পরিচালক রুহুল আমিন।

‎চিঠিতে বলা হয়েছে, এএফবি লাতিন বাংলা সুপার কাপ-২০২৫ ফুটবল প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে ৫, ৮ ও ১১ ডিসেম্বর তিন দিন এএফবি বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনাল লিমিটেডের অনুকূলে শর্ত সাপেক্ষে জাতীয় স্টেডিয়াম বরাদ্দ দেওয়া হয়। প্রদত্ত শর্তসমূহের মধ্যে টিকিট বিক্রির পূর্ণাঙ্গ হিসাবসহকারে মোট টিকিট বিক্রির ৫০ শতাংশ অর্থ প্রতিটি ম্যাচ শুরুর আগে জাতীয় ক্রীড়া পরিষদের অনুকূলে জমা প্রদান এবং খেলার পর নিজ দায়িত্বে স্থাপনা পরিষ্কার–পরিচ্ছন্ন করা—এ দুটি শর্ত এরই মধ্যে লঙ্ঘিত হয়েছে। এ ছাড়া স্পনসরশিপ ও সম্প্রচার স্বত্বের পূর্ণাঙ্গ বিবরণীসহ মোট অর্থের ৫০ শতাংশ ম্যাচ আয়োজনের আগেই পরিশোধ করার বিষয়ে কোনোরূপ ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে না।

আর্জেন্টিনার ক্লাবের খেলোয়াড়রা। ঢাকায় পা রাখার পর.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আর জ ন ট ন র

এছাড়াও পড়ুন:

জাতীয় স্টেডিয়ামে হচ্ছে না ব্রাজিল-আর্জেন্টিনার দুই ক্লাবের ম্যাচ

‎সাংবাদিক লাঞ্ছনা, শর্তভঙ্গ ও অব্যবস্থাপনার দায়ে লাতিন বাংলা সুপার কাপে ব্রাজিল ও আর্জেন্টিনার দুটি ক্লাবের মধ্যে ফুটবল ম্যাচটি স্থগিত করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। আগামী বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় জাতীয় স্টেডিয়ামে আর্জেন্টিনার ক্লাব অ্যাথলেটিকো চার্লোনের অনূর্ধ্ব–২০ দলের বিপক্ষে ব্রাজিলের সাও বার্নার্দো ক্লাবের অনূর্ধ্ব–২০ দলের মুখোমুখি হওয়ার কথা ছিল।

‎আজ এক চিঠিতে এই টুর্নামেন্টে জাতীয় স্টেডিয়ামের বরাদ্দ বাতিলের পাশাপাশি ম্যাচ স্থগিতের নির্দেশ দিয়েছেন ক্রীড়া মন্ত্রণালয়ের সহকারী পরিচালক রুহুল আমিন।

‎চিঠিতে বলা হয়েছে, এএফবি লাতিন বাংলা সুপার কাপ-২০২৫ ফুটবল প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে ৫, ৮ ও ১১ ডিসেম্বর তিন দিন এএফবি বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনাল লিমিটেডের অনুকূলে শর্ত সাপেক্ষে জাতীয় স্টেডিয়াম বরাদ্দ দেওয়া হয়। প্রদত্ত শর্তসমূহের মধ্যে টিকিট বিক্রির পূর্ণাঙ্গ হিসাবসহকারে মোট টিকিট বিক্রির ৫০ শতাংশ অর্থ প্রতিটি ম্যাচ শুরুর আগে জাতীয় ক্রীড়া পরিষদের অনুকূলে জমা প্রদান এবং খেলার পর নিজ দায়িত্বে স্থাপনা পরিষ্কার–পরিচ্ছন্ন করা—এ দুটি শর্ত এরই মধ্যে লঙ্ঘিত হয়েছে। এ ছাড়া স্পনসরশিপ ও সম্প্রচার স্বত্বের পূর্ণাঙ্গ বিবরণীসহ মোট অর্থের ৫০ শতাংশ ম্যাচ আয়োজনের আগেই পরিশোধ করার বিষয়ে কোনোরূপ ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে না।

আর্জেন্টিনার ক্লাবের খেলোয়াড়রা। ঢাকায় পা রাখার পর

সম্পর্কিত নিবন্ধ