অ্যাডিলেড টেস্টে ফিরছেন কামিন্স, ছিটকে গেলেন হ্যাজলউড
Published: 9th, December 2025 GMT
ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের অ্যাশেজ সিরিজে ইতোমধ্যেই ২-০ ব্যবধানে এগিয়ে আছে অস্ট্রেলিয়া। এবার দল পাচ্ছে আরেক বড় স্বস্তির খবর। অ্যাডিলেডে তৃতীয় টেস্টে ফিরতে পুরোপুরি প্রস্তুত অধিনায়ক প্যাট কামিন্স।
তবে সুখবরের মাঝেও হতাশা আছে। গতিময় বোলার জশ হ্যাজলউড অ্যাকিলিস টেন্ডনের চোটে পুরো সিরিজ থেকেই ছিটকে গেছেন। এখন তার লক্ষ্য ২০২৬ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পুরোপুরি সুস্থ হয়ে ওঠা।
আরো পড়ুন:
আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ৭ ক্রিকেটার, নেই সাকিব
শেষ রাউন্ডে প্রথম জয় ঢাকার
এদিকে ওপেনার উসমান খাজাও চোট কাটিয়ে তৃতীয় টেস্টে ফেরার সম্ভাবনায় আছেন। পিঠের ব্যথায় ব্রিসবেন টেস্টে খেলতে পারেননি তিনি। তার অনুপস্থিতিতে জেক ওয়েদারাল্ডের সঙ্গে ইনিংসের শুরুতে নেমেছিলেন ট্রাভিস হেড। খাজা ফিরলে সম্ভবত তিনি জায়গা নেবেন জশ ইংলিসের স্থানে। তবে কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড জানিয়েছেন- দল চাইলে খাজাকে মিডল অর্ডারেও খেলানোর পথ খোলা আছে। যাতে হেড-ওয়েদারাল্ড জুটি ওপেনিংয়ে অব্যাহত থাকতে পারে।
আজ মঙ্গলবার তৃতীয় টেস্টের জন্য অস্ট্রেলিয়া দল ঘোষণা করার কথা রয়েছে। আর ১৫ সদস্যের স্কোয়াডে একমাত্র নতুন সংযোজন হিসেবে থাকবেন কামিন্স।
এ বিষয়ে কোচ ম্যাকডোনাল্ড বলেন, “ওর শরীর সম্পূর্ণ প্রস্তুত। আগামী এক সপ্তাহে অন্য কোনো সমস্যা না হলে আশা করছি অ্যাডিলেডে টস করতে দেখবেন প্যাটকেই।”
হ্যাজলউডকে হারানোর দুঃখের কথাও লুকাননি কোচ, “দুর্ভাগ্যজনকভাবে জশ অ্যাশেজের আর কোনো ম্যাচেই থাকতে পারবে না। ওর জন্য খুব খারাপ লাগছে। কিছু অপ্রত্যাশিত জটিলতা তৈরি হয়েছে। আমরা ভেবেছিলাম সিরিজে ওর ভূমিকা হবে অনেক বড়। চোটটা আগের থেকে আলাদা। পেশির নিচের অংশ থেকে অ্যাকিলিস পর্যন্ত। এখন ওর পুরো প্রস্তুতি যাবে বিশ্বকাপকে ঘিরে।”
জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরের পর কোমরের হাড়ে স্ট্রেস ইনজুরিতে পড়েছিলেন কামিন্স। চার মাস কোনো ম্যাচ না খেলেও কোচ তার প্রস্তুতি নিয়ে চিন্তিত নন কোচ।
তিনি বলেন, “প্যাটের ম্যাচ প্র্যাকটিসের সুযোগ নেই। তবে এটা নতুন কিছু নয়। এর আগেও দীর্ঘ বিরতির পর আমরা ওকে একইভাবে তৈরি করেছি। গ্যাবায় যখন বাকিরা প্রস্তুতি নিচ্ছিল, প্যাট তখন অ্যালান বর্ডার ফিল্ডে ম্যাচ সিচুয়েশন ধরে একাধিক স্পেল করে শরীরকে ম্যাচের মতোই অভ্যস্ত করেছে। আমরা মনে করি যে প্রস্তুতি প্রয়োজন, সে পুরোটাই ও পেয়েছে।”
তিনি আরও যোগ করেন, “আমরা ভেবেছিলাম তার চেয়ে অনেক ভালো অবস্থায় ছিল কামিন্স। ব্রিসবেন টেস্টের আগেও ওকে নিয়ে বেশ আলোচনা হয়েছে। লোড, স্কিল রেডিনেস, সবই। এখন যেভাবে তাকে এগিয়ে থাকতে দেখছি, তাতে অ্যাডিলেডের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য ও পুরোপুরি প্রস্তুত। নেটে যে উচ্চমানের সিমুলেশন করেছে, তা ওকে ম্যাচরেডি করেই দিয়েছে।”
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
অ্যাডিলেডে ফিরছেন কামিন্স, হ্যাজলউডের অ্যাশেজ শেষ
অ্যাডিলেডে অ্যাশেজের তৃতীয় টেস্টে অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়া দলে ফিরবেন প্যাট কামিন্স। কিন্তু পায়ের চোটে অ্যাশেজের বাকি ম্যাচগুলো থেকে ছিটকে পড়েছেন অস্ট্রেলিয়া দলের আরেক জশ হ্যাজলউড। টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে এখন পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবেন হ্যাজলউড।
উসমান খাজাও অ্যাডিলেড টেস্টের জন্য ফিট ও প্রস্তুত থাকবেন বলে আশা করা হচ্ছে। আগামী ১৭ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া অ্যাডিলেড টেস্টের জন্য মঙ্গলবার ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করার কথা অস্ট্রেলিয়ার। কামিন্স সেখানে একমাত্র সংযোজন। অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড সাংবাদিকদের জানিয়েছেন, উসমান খাজাকে মিডল অর্ডারে ব্যাট করানোর বিষয়ে ভাবছেন নির্বাচকেরা। পিঠে চোট পাওয়ায় খাজার অনুপস্থিতিতে পার্থ ও ব্রিসবেনে অ্যাশেজের প্রথম দুই টেস্টে অস্ট্রেলিয়ার ওপেনিং জুটিতে বেশ ভালো করেছেন ট্রাভিস হেড ও জ্যাক ওয়েদারাল্ড।
কামিন্স ও হ্যাজলউডের বিষয়ে মঙ্গলবার সাংবাদিকদের ম্যাকডোনাল্ড বলেন, ‘(কামিন্স) তাঁর শরীর পুরোপুরি প্রস্তুত। আগামী সপ্তাহ পর্যন্ত অপ্রত্যাশিত কিছু না ঘটলে আশা করি প্যাটই ব্লেজার গায়ে চাপিয়ে টস করবে।’
হ্যাজলউডের পাঁচ ম্যাচের এই সিরিজ থেকে ছিটকে পড়ার বিষয়টিও নিশ্চিত করেন ম্যাকডোনাল্ড। হ্যামস্ট্রিংয়ের চোটের পর পায়ের অ্যাকিলিস সমস্যায় ভুগছেন হ্যাজলউড। ম্যাকডোনাল্ড বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে জশ অ্যাশেজে আর থাকবে না। তার জন্য সত্যিই হতাশাজনক। এমন ধাক্কা খেতে হবে তা আমরা টের পাইনি এবং আমরা ভেবেছিলাম সিরিজে সে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটা সম্পূর্ণ আলাদা চোট। অ্যাকিলিস অঞ্চলের নিচে পায়ের পেশিতে। এখন সে বিশ্বকাপ সামনে রেখে প্রস্তুতি নেবে, যেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আসর।’
অ্যাশেজ থেকে ছিটকে পড়েছেন জশ হ্যাজলউড