বিশ্বকাপে চমক দেখানো মেহরাব-আমিরুলরা খেলার মধ্যেই থাকতে চান
Published: 9th, December 2025 GMT
একটা টুর্নামেন্ট শেষ হলে আমাদের আর কোনো খবর থাকে না—খানিকটা আক্ষেপ নিয়ে কথাটা বলেছেন জুনিয়র হকি বিশ্বকাপে খেলা মোহাম্মদ আবদুল্লাহ। এ আক্ষেপ শুধু তাঁর একার নয়, বাংলাদেশ দলের বেশির ভাগ খেলোয়াড়েরই চাওয়া—শুয়ে-বসে না কাটিয়ে হকির মাঠে থাকা। কিন্তু বাংলাদেশের হকিতে এই চাওয়াটাই যেন অন্যায্য! না হলে বছর আসে বছর যায়, লিগ আর হয় না।
প্রথমবার ভারতে জুনিয়র হকি বিশ্বকাপে অংশ নিয়ে রীতিমতো চমকে দিয়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বে তিন ম্যাচে এক ড্র। এরপর স্থান নির্ধারণীতে ওমান, দক্ষিণ কোরিয়া ও অস্ট্রিয়াকে হারিয়ে ২৪ দলের মধ্যে ১৭তম হয়ে চ্যালেঞ্জার ট্রফি জিতেছে সিগফ্রিড আইকম্যানের দল।
এমন সাফল্য নিয়ে আগামী বৃহস্পতিবার দেশে ফেরার কথা অনূর্ধ্ব-২১ হকি দলের। তার আগেই নিজেদের ভবিষ্যৎ নিয়ে কিছুটা দুশ্চিন্তায় খেলোয়াড়রা।
আরও পড়ুন‘হকির হামজা’ আমিরুলের প্রিয় ফুটবলার মেসি০২ ডিসেম্বর ২০২৫বাংলাদেশ দলের অধিনায়ক মেহরাব হাসান ভারত থেকে আজ প্রথম আলোকে মুঠোফোনে বলেন, খেলার মধ্যে না থাকলে তাঁদের কেউ মনে রাখবে না, ‘আসলে লিগ নিয়মিত না হলে উন্নতি করাটা কঠিন। আমরা বিশ্বকাপে খেলে অনেক কিছু শিখেছি। এখন পারফরম্যান্স ধরে রাখতে হলে নিজেদের আরও পরিণত করতে হলে খেলা দরকার। বেশি বেশি না খেললে কদিন পর ঠিকই সবাই আমাদের ভুলে যাবে।’
দেশের মূল তিনটি খেলা বললে ক্রিকেট ও ফুটবলের সঙ্গে হকিও আসে। ক্রিকেট-ফুটবলের সঙ্গে দেশের হকির বড় পার্থক্য—অন্য দুটিতে নিয়মিত লিগ হলেও হকিতে কখনোই তা হয় না।
আমিরুল ইসলাম.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব শ বক প
এছাড়াও পড়ুন:
ব্রাকসু নির্বাচন: শিবির সমর্থিত প্যানেলে ভিপি পদপ্রার্থী আলবীর, জিএস মেহেদী
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) নির্বাচনকে সামনে রেখে ‘বেরোবি শিক্ষার্থী পরিষদ’ নামে ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিডিয়া চত্বরের সামনে বেরোবি শিক্ষার্থী পরিষদের উপদেষ্টা ও শাখা শিবিরের সভাপতি সুমন সরকার এ ঘোষণা দেন।
তিনি জানান, কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ থেকে সহ-সভাপতি পদে জুলাই গণঅভ্যুত্থানে আহত অ্যাকাউন্টটিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী আহমদুল হক আলবীর, সাধারণ সম্পাদক পদে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান, এজিএস পদে বায়োজিদ শিকদার, মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক পদে জাহিদ হাসান জয়; বিজ্ঞান, প্রযুক্তি, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে ইমরান খান, ক্যারিয়ার ও আন্তর্জাতিক সম্পাদক পদে উম্মে হানি তানিয়া, ক্রীড়া ও সমাজসেবা সম্পাদক পদে ফাতিহুল হক শোভন, পরিবহন সম্পাদক পদে শিবলী সাদিক, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে আব্দুল কাদেরকে মনোনীত করা হয়েছে। কার্যনির্বাহী সদস্য পদে লড়বেন আল হুমাইরা ঐশী, বায়েজিদ বোস্তামি এবং মরিয়ম জমিলা।
বিজয় ২৪ হল সংসদ নির্বাচনে সহ-সভাপতি পদে আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক পদে নেজাজ এবং এজিএস পদে আব্দুল আহাদ প্রতিদ্বন্দ্বিতা করবেন এ প্যানেল থেকে।
শহীদ মুখতার এলাহী হলে ভিপি পদে শাকিব আল হাসান, জিএস পদে মুশফিকুর রহমান এবং এজিএস পদে কায়েম উদ্দিন লড়বেন।
মেয়েদের শহিদ ফেলানী হলে ভিপি পদে সানজিদা ইসলাম, সাধারণ সম্পাদক পদে সুমাইয়া তাহরীমা শিথিল এবং এজিএস পদে জেসমিন আক্তার প্রতিদ্বন্দ্বিতা করবেন।
সুমন সরকার বলেছেন, বেরোবি শিক্ষার্থী পরিষদ নামে প্যানেল ঘোষণা করা হয়েছে। এ প্যানেলে ক্যাম্পাসে বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দেওয়া ছেলে ও নারী শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করা হয়েছে। আমরা আশা করছি, এ প্যানেল থেকে নির্বাচনে অংশ নিয়ে প্রত্যেক প্রার্থী জয়ী হবেন।
ঢাকা/সাজ্জাদ/রফিক