‘মমতার তরী’ চরাঞ্চলের প্রসূতি মা ও শিশুর আশীর্বাদ
Published: 9th, December 2025 GMT
‘২০১৫ সাল। পাড়দুয়ার গ্রামে একজন প্রসূতি তার চতুর্থ সন্তান প্রসব করবেন। প্রসূতির পরিবার ধাত্রী এবং হাতুড়ে ডাক্তারের শরণাপন্ন হন। প্রসব বেদনার সময় ডাক্তার ব্যথার ইনজেকশন দিলে প্রসূতির গর্ভ ফুলে যায়। আমি যখন যাই, তখন মায়ের প্রেসার এবং নারীর গতি দেখলাম; অবস্থা বেগতিক। সঙ্গে সঙ্গে তাকে গাইবান্ধা রেফার্ড করার পরামর্শ দিয়ে নৌকায় রওনা হলাম। নৌকায় ওঠার পরেই চোখের সামনে প্রসূতি মারা যায়। ঠিক এর ১০-১২ দিন পর ঘটে একই ঘটনা। পাড়দুয়ার গ্রামে আরেক প্রসূতি সন্তান প্রসব করে গ্রাম্য ধাত্রী দিয়ে। তারও গর্ভ ফুল আটকে যায়। শেষে তাকেও হাসপাতালে নিয়ে যাওয়ার সময় অতিরিক্ত রক্তক্ষরণে নৌকায় মারা যায়।’
রাইজিংবিডিকে দুঃখ আর কষ্ট নিয়ে কথাগুলো বলছিলেন গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউনিয়নের কুন্দেরপাড়া চরের ধাত্রী কল্পনা খাতুন।
তিনি আরও বলেন, ‘‘২০১৭ সালের একটি ঘটনা। তারাও রোগীকে গ্রাম্য ধাত্রী দিয়ে প্রসব করায় পরীক্ষা-নীরিক্ষা ছাড়াই। পেটে সন্তানের আকৃতি বড় ছিল বুঝতে পারেনি। বাচ্চাকে টেনে বের করে। পরে বাচ্চাটা মারা যায়। এ রকম অসংখ্য মা ও শিশু মৃত্যুর ঘটনা ঘটছে শুধু প্রশিক্ষিত ধাত্রী, সময়মতো নৌকা এবং প্রসবকালীন আধুনিক সুযোগসুবিধা না থাকার কারণে। সেক্ষেত্রে ‘মমতা তরী’ নৌকার সেবা দুর্গম চরাঞ্চলে আশীর্বাদ হয়ে উঠেছে। কল করা মাত্র তারা দক্ষ সেবিকা ও প্রসূতির এবং প্রাথমিক সুযোগসুবিধা সম্পন্ন ‘মমতা তরী’ নিয়ে প্রসূতির দোরগোড়ায় চলে আসে।’’
তিস্তা আর ব্রহ্মপুত্র নদবেষ্টিত গাইবান্ধায় বর্তমানে চরের সংখ্যা ১৮৮টি। এসব চরের অধিকাংশই দুর্গম। শুকনো মৌসুমে এসব অঞ্চলে যোগাযোগ হয়ে ওঠে আরও বেশি কঠিন। নানাবিধ কষ্ট আর যন্ত্রণা নিয়ে বেঁচে থাকে চরের মানুষ। বিশেষ করে প্রসূতি মা। রাত-বিরাতে সন্তান প্রসবের অসহ্য বেদনায় যখন কাতর, তখন সময়মতো নৌকাও জোটে না তাদের কপালে। জোটে না দক্ষ নার্স কিংবা চিকিৎসক।
এমন পরিস্থিতিতে অদক্ষ ধাত্রী আর গ্রামের হাতুড়ে ডাক্তারই তাদের একমাত্র ভরসা। দীর্ঘদিনেও চরাঞ্চলের মানুষের চিকিৎসা সেবায় আধুনিকায়ন না হওয়ায় বাধ্য হয়ে তাদেরই শরণাপন্ন হতে হয়। ফলে করুণ পরিণতি ভোগ করতে হয় অসংখ্য প্রসূতির।
সময় বদলেছে। এখন আর নৌকার জন্য ব্রহ্মপুত্র পাড়ে ছটফট করতে হয় না প্রসূতি মা ও তার স্বজনদের। ২০২১ সালে ‘সেভ দ্যা চিলড্রেন’ কোরিয়ার অর্থায়নে ‘মমতার তরী’ প্রকল্পটি চালু করে। সদরের কামারজানী ও সুন্দরগঞ্জের কাপাসিয়া ইউনিয়েরে চর-দ্বীপচরগুলোতে সেবা দিচ্ছে এই তরী। তরীতে বিনা খরচে ব্রহ্মপুত্র পাড়ি দিয়ে সহজে শহর কিংবা সমতলের কাছাকাছি হাসপাতাল অথবা স্যাটেলাইট ক্লিনিকে পৌছাঁতে পারেন প্রসূতি মায়েরা।
কী আছে ‘মমতার তরী’তে
মমতার তরীতে বিছানাপত্র, অক্সিজেন সিলিন্ডার থেকে আছে সন্তান জন্মদানের জন্য প্রয়োজনীয় বেশ কিছু উপকরণ। তরীতে প্রসূতি মায়েদের বহনকালে সঙ্গে থাকেন প্রশিক্ষিত ধাত্রী। যার তত্ত্বাবধানে প্রসূতি মাকে পৌঁছে দেয়া হয় সেবাকেন্দ্রে। তরীর সঙ্গে ২৪ ঘণ্টা যোগাযোগের জন্য আছে একটি নির্দিষ্ট মোবাইল নাম্বার। দুর্গম চর-দ্বীপচরে একটি ফোন কলেই মিলবে তাদের সেবা।
মমতার তরী সদর উপজেলার কামারজানী গো-ঘাটে সপ্তাহের শুক্রবার ও শনিবার অবস্থান করে। রবিবার, সোমবার ও মঙ্গলবার সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ইউনিয়নের কছিমের ঘাটে এবং বুধবার ও বৃহস্পতিবার সদর উপজেলার কুন্দেরপাড়ায় অবস্থান করে সেবা দেয়। এই তিনবছরে এই তিন স্থানে এ পর্যন্ত ৮৩৩৫ জনকে সেবা দিয়েছেন তারা।
পোড়ার চর থেকে মমতার তরীর সুবিধা নিয়েছেন রিনা বেগম। তিনি রাইজিংবিডিকে বলেন, ‘‘আমি অসুস্থ হওয়ার পর ওই নৌকার খোঁজ পাই। পরে তাদের সঙ্গে মোবাইলে যোগাযোগ করে সেখানে চিকিৎসা নেই এবং পরবর্তীতে কোন ঝামেলা ছাড়াই সন্তান প্রসব করি। তাদের সেবা খুবই ভালো।’’
পার্শ্ববর্তী কাপাসিয়া ইউনিয়নের সিদ্ধেরচর থেকে স্বাস্থ্য পরীক্ষা করাতে এসেছেন ফরিদা বেগম। তার ভাষ্য, ‘‘মমতার তরী থেকে তাকে প্রসব পূর্ব সময়ের সব ধরনের প্রস্তুতির পরামর্শ দেওয়া হয়েছে। তাদের পরামর্শে তিনি এখন ভালো আছেন। তারা ভীষণ আন্তরিক।’’
কামারজানি ইউনিয়নের কুন্দেরপাড়া চরের ফারুক মিয়ার স্ত্রী জরিনা বেগম। মমতার তরীর সহযোগিতায় তাদের প্রথম সন্তানের জন্ম হয়। ফারুক মিয়া বলেন, ‘‘মোবাইলে কল দেওয়া হলে মমতার তরী আমাদের এলাকায় আসে। সেখানকার একটি স্যাটেলাইট ক্লিনিকে তারা আমার স্ত্রীর সব ধরনের স্বাস্থ্য পরীক্ষা করায়। এর ঠিক ২০ দিন পর তাদের সহযোগিতায় কামারজানি গো-ঘাট এলাকার একটি স্যাটেলাইট ক্লিনিকে আমার স্ত্রী সুস্থ সন্তান প্রসব করে। এখন মা শিশু ভালো আছে। বিনা অর্থে এমন সেবা পেয়ে চরের মানুষ খুব উপকৃত হচ্ছে।’’
মমতা প্রকল্প কর্মকর্তা ফারজানা সুলতানা বলেন, ‘‘একজন গর্ভবতী মায়ের নৌকায় প্রসবের জন্য যতরকম সুবিধা দেওয়া প্রয়োজন, তার সব উপকরণ মমতা তরীতে আছে। এখানে একটি মোবাইল নাম্বার দেওয়া আছে, যেটি বিনামূল্যে সর্বক্ষণ এলাকার মানুষের সেবার জন্য প্রস্তুত থাকে। প্রতিমাসে আমরা প্রায় শতাধিক প্রসূতি মা ও নবজাতকের সেবা দিয়ে থাকি।’’
গাইবান্ধা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক তারিকুল ইসলাম বলেন, ‘‘ইউনিয়ন পর্যায়ে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আওতায় মাদার অ্যান্ড চাইল্ড হেলথ (এমসিএইচ) ইউনিট এবং মাদার অ্যান্ড চাইল্ড ওয়েলফেয়ার সেন্টার (এমসিডাব্লিউসি) থাকার কথা থাকলেও গাইবান্ধার ৮২টি ইউনিয়নের মধ্যে ২৪টি ইউনিয়নে কোনো ইউনিট বা সেন্টার নেই। অন্যদিকে সিভিল সার্জন কার্যালয়ের আওতায় ৬৭টি ইউনিয়নে আরডি বা রুরাল ডিসপেনসারির কার্যক্রম বন্ধ। সেক্ষেত্রে মমতার তরী প্রকল্পটি চরাঞ্চলের মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। আমরা চাই, বিদেশি অর্থায়নের এই প্রকল্পটি ভবিষ্যতে বন্ধ হলেও যেন সরকার এই প্রকল্পটি চালু রাখে।’’
২০২১ সালে শুরু হওয়া সেভ দ্যা চিলড্রেন কোরিয়ার অর্থায়নে ও স্থানীয় বেসরকারি সংগঠন এসকেএস ফাউন্ডেশনের বাস্তবায়নে মমতার তরী প্রকল্পটি ২০২৬ সাল পর্যন্ত চলমান থাকবে। এ অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবায় তরীটি অনন্য ভূমিকা রাখছে। প্রকল্প শেষ হলেও যাতে সেবা চালু থাকে এমনটাই দাবি স্থানীয়দের।
ঢাকা/তারা//
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর উপজ ল র ক প রস ত র প রকল প ঞ চল র র জন য ইউন য়
এছাড়াও পড়ুন:
মতপার্থক্য থাকলেও ছেলেমেয়েদের আত্মাহুতি যাতে বৃথা না যায়: মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে যে বিজয় অর্জন হয়েছে, সবাই মিলে যেন সেই বিজয়কে সুসংহত করা হয়। মতপার্থক্য থাকলেও ছেলেমেয়েদের আত্মাহুতি যাতে বৃথা না যায়, স্বপ্ন যাতে বাস্তবায়ন করা যায়।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মির্জা ফখরুল এ কথা বলেন। অধ্যাপক মাহবুব উল্লাহ ও তাঁর প্রয়াত সহধর্মিণী উম্মে সালমা আলো প্রণীত গ্রন্থগুলোর প্রকাশনা উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, অধ্যাপক মাহবুব উল্লাহ তাঁর লেখায় দেশের কথা, মানুষের কথা, সমাজ পরিবর্তনের কথা বলেছেন। ব্যক্তিগত পাওয়া-না পাওয়ার কথা তাঁর বইতে পাওয়া যায় না। বাংলাদেশের পণ্ডিত মানুষগুলোর মধ্যে মাহবুব উল্লাহ অন্যতম। অথচ তাঁকে সেই মূল্যায়ন করা হয়নি।
বিএনপির সঙ্গে অধ্যাপক মাহবুব উল্লাহর সম্পর্ক তুলে ধরেন দলটির মহাসচিব। তিনি বলেন, বিএনপির সঙ্গে মাহবুব উল্লাহর সম্পর্ককে অস্বীকার করলে সত্যকে অস্বীকার করা হবে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া যখনই কোনো আলোচনা করতে চেয়েছেন, মাহবুব উল্লাহকে ডেকে পাঠিয়েছেন। খালেদা জিয়ার ভিশন-২০৩০-এর মূল চিন্তাগুলোও মাহবুব উল্লাহর কাছ থেকে এসেছে। ২০১৮ সালে যখন রাজনৈতিক দল নিয়ে ফ্রন্ট গঠন করা হয়, তখনো মাহবুব উল্লাহ, মাহফুজ উল্লাহ, জাফরুল্লাহ চৌধুরী প্রধান ভূমিকা পালন করেছিলেন।
অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, ব্রিটিশরা এ দেশের মানচিত্র নিয়ে অনেক খেলাধুলা করেছে। ১৯০৫ সালে বঙ্গভঙ্গ হলেও পরে তা চাপের মুখে রদ করা হয়। তখন যদি বঙ্গভঙ্গ রদ না হতো, তাহলে ১৯৪৭ সালে যে একটা কৃত্রিম রাষ্ট্র তৈরি, পাকিস্তান রাষ্ট্র তৈরি, সেটিরও প্রয়োজনীয়তা থাকত না। আর যদি তা হতো, তাহলে এরপরে স্বাধীনতার যে রক্তক্ষয়ী সংগ্রাম, সেটিরও প্রয়োজনীয়তা হতো না।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন যুগান্তর সম্পাদক আবদুল হাই শিকদার। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান, রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক দিলারা চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ নুরুল আমিন ব্যাপারী, ইতিহাসবিদ অধ্যাপক আহমেদ কামাল, কথাসাহিত্যিক অধ্যাপক হায়াত হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিলুফার সুলতানা, আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান, ইনকিলাব পত্রিকার সম্পাদক এএমএম বাহাউদ্দীন।
আরও বক্তব্য দেন আইনজীবী ও লেখক নজমুল হক নান্নু, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের মহাপরিচালক ফারুক ওয়াসিফ, ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ প্রমুখ।
উপস্থিত ছিলেন আলোকচিত্রী শহিদুল আলম, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাঈল জবিউল্লাহ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহউপাচার্য অধ্যাপক লুৎফর রহমান খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ শাহান প্রমুখ।