দেশের নির্বাচন যত এগিয়ে আসছে, ততই বিভিন্ন অঙ্গন থেকে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহার নিয়ে দাবি উঠছে। এবার সেই দাবি তুললেন বাংলাদেশের রকসংগীতের অন্যতম পরিচিত মুখ, ব্যান্ড মাইলসের প্রধান সদস্য হামিন আহমেদ। তিনি তাঁর ফেসবুক পোস্টে সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সংগীত ও সংস্কৃতি নিয়ে সুস্পষ্ট পরিকল্পনা ছাড়া রাজনৈতিক দলগুলোকে ভোট দেবেন না সংগীতপ্রেমীরা।
হামিন আহমেদ পোস্টে লিখেছেন, ‘জাতীয় নির্বাচন কিছুদিন পরেই! সংগীতস্রষ্টা, শিল্পী ও সংগীতপ্রেমীরা জানতে চান—ভবিষ্যৎ বাংলাদেশের জন্য আপনার সাংস্কৃতিক ও সংগীতভিত্তিক ইশতেহার কী?’

মঞ্চে মাইলসের হামিন আহমেদ.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ওমরাহ পালন করতে সৌদিতে জায়েদ খান

বহুদিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়ক জায়েদ খান। সেখানে বিভিন্ন স্টেজ শো নিয়ে ব্যস্ত আছেন।  

এরই মাঝে নতুন এক খবর দিলেন জায়েদ খান। জানালেন, প্রথমবারের মতো ওমরাহ পালনের জন্য সৌদি আরব গেছেন। সোমবার (৮ ডিসেম্বর) ১০ দিনের সফরে যুক্তরাষ্ট্র থেকে সৌদি আরবের উদ্দেশ্যে উড়াল দেন। 

আরো পড়ুন:

সৌদি আরবে পুলিশের গুলিতে প্রবাসী নিহত, পরিবারে শোক

খাশোগি হত্যাকাণ্ডের কিছুই জানতেন না সৌদি যুবরাজ: ট্রাম্প

এসব তথ্য নিশ্চিত করে জায়েদ খান বলেন, “আপনারা সবাই জানেন, আমি নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি এবং সব রোজা রাখি। অনেক দিনের ইচ্ছে ছিল ওমরাহ পালন করব। অবশেষে আমার সেই কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ হচ্ছে। সবাই আমার জন্য দোয়া করবেন।” 

দীর্ঘ সময় ধরে দেশের বাইরে রয়েছেন জায়েদ খান। বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে প্রকাশিত বাংলা সংবাদপত্র ‘ঠিকানা’-য় নিয়মিত উপস্থাপনা করছেন। তারকাদের নিয়ে তার এই অনুষ্ঠান ইতোমধ্যে বেশ আলোচিত।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত নিবন্ধ