বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন নীতিমালা অনুযায়ী এমপিওভুক্ত কোনো শিক্ষক-কর্মচারী একই সঙ্গে একাধিক চাকরি বা লাভজনক পদে নিয়োজিত থাকতে পারবেন না। এর মধ্যে সাংবাদিকতা বা আইন পেশাও আছে। এটি করলে সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীর এমপিও বাতিল করা যাবে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ সংশোধিত এই নীতিমালা জারি করেছে। নীতিমালায় বলা হয়েছে, এমপিওভুক্ত কোনো শিক্ষক-কর্মচারী একই সঙ্গে একাধিক কোনো পদে বা চাকরিতে বা আর্থিক লাভজনক কোনো পদে নিয়োজিত থাকতে পারবেন না। এটি তদন্তে প্রমাণিত হলে সরকার তাঁর এমপিও বাতিলসহ দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে বিধি মোতাবেক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারবে।

আরও পড়ুনঢাকার সাত কলেজ নিয়ে যে ব্যাখ্যা দিল শিক্ষা মন্ত্রণালয়০৮ ডিসেম্বর ২০২৫

নীতিমালায় আর্থিক লাভজনক পদ বলতে সরকারের দেওয়া কোনো ধরনের বেতন, ভাতা, সম্মানী এবং বেসরকারি কোনো প্রতিষ্ঠান,সংস্থা বা বিশেষায়িত প্রতিষ্ঠান, সাংবাদিকতা বা আইন পেশায় কর্মের বিনিময়ে বেতন, ভাতা বা সম্মানীকে বোঝাবে।

বর্তমানে সারা দেশে ছয় লাখের বেশি শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত। এর মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীনে আছেন ৩ লাখ ৯৮ হাজার, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীনে প্রায় পৌনে ২ লাখ এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে আছেন ২৩ হাজারের বেশি শিক্ষক ও কর্মচারী। তাঁরা এত দিন সরকারের কাছ থেকে মাসে মূল বেতন, ১ হাজার টাকা বাড়িভাড়া এবং ৫০০ টাকা চিকিৎসা ভাতা পেয়ে আসছিলেন। সম্প্রতি এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের ১৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই অর্থ দুই ধাপে পাবেন শিক্ষক-কর্মচারীরা। ১৫ শতাংশের মধ্য ৭ দশমিক ৫ শতাংশ (ন্যূনতম দুই হাজার টাকা) কার্যকর হয়েছে এ বছরের ১ নভেম্বর থেকে। আরও সাড়ে ৭ শতাংশ কার্যকর হবে আগামী বছরের ১ জুলাই থেকে।

আরও পড়ুনঢাকার সাত কলেজ: বিশ্ববিদ্যালয় শুরুর আগেই তীব্র সেশনজটে শিক্ষার্থীরা ২৩ নভেম্বর ২০২৫.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: এমপ ও সরক র

এছাড়াও পড়ুন:

নিজেদের কোনো খেলোয়াড়কে নয়, গুগলে পাকিস্তানিরা সবচেয়ে বেশি খুঁজেছেন এক ভারতীয়কে

কৌতূহল থেকেই মানুষ গুগল সার্চ করেন। এ থেকে বোঝা যায় কাকে নিয়ে আগ্রহটা বেশি, তা–ও। ভারতের মানুষ যেমন এ বছর খেলোয়াড়দের মধ্যে গুগলে সবচেয়ে বেশি খুঁজেছেন ১৪ বছর বয়সী ক্রিকেটার বৈভব সূর্যবংশীকে।

এমনিতে প্রতিদ্বন্দ্বিতার ঝাঁজ থাকলেও গুগলে পাকিস্তানের মানুষেরাও কিন্তু সবচেয়ে বেশি খুঁজেছেন এক ভারতীয় ক্রীড়াবিদকেই। কে হতে পারেন, সেটি অনুমান করতে পারবেন? উত্তরটা বলেই দেওয়া যাক।

গুগল ট্রেন্ডসের হিসাব অনুযায়ী, ২০২৫ সালে পাকিস্তানের মানুষ এ বছর গুগলে খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি খুঁজেছেন অভিষেক শর্মাকে। পাকিস্তান থেকে গুগলে সার্চ দেওয়ায় শীর্ষে পাঁচের বাকি চারজনই অবশ্য পাকিস্তানের—মোহাম্মদ নেওয়াজ, ইরফান খান, সাহিবজাদা ফারহান ও মুহাম্মদ আব্বাস।

ভারতীয় ব্যাটসম্যান অভিষেককে পাকিস্তানে এতটা জনপ্রিয়তা এনে দিয়েছে তাঁর পারফরম্যান্সই। ২০২৫ সালে ১৭ ম্যাচে ১৯৬.৩৬ স্ট্রাইক রেটে ৭৫৬ রান করেছেন অভিষেক। এর মধ্যে পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপের গ্রুপ পর্বে ১৩ বলে ৩১ ও সুপার ফোরে ৩৯ বলে ৭৪ রান করেছিলেন অভিষেক। ভারত শিরোপা জিতলেও ফাইনালে পাকিস্তানের বিপক্ষে অবশ্য তেমন সুবিধা করতে পারেননি—৬ বলে করেছিলেন ৫ রান।

নিজের দেশ ভারতের মানুষ অবশ্য সার্চ করার দিকে তিন নম্বরে আছেন অভিষেক শর্মা। সেখানে এক নম্বর জায়গাটা দখলে আছে সূর্যবংশীর, দুই নম্বরে আছেন প্রিয়াংশ আর্য। গুগলে ভারতে সার্চ করা শীর্ষ ১০ ক্রীড়াবিদের সবাই ক্রিকেটার। উপমহাদেশের ক্রিকেটারদের জনপ্রিয়তাটাও টের পাওয়া যায় এখান থেকেই।

আরও পড়ুনআজিজুলের নেতৃত্বেই যুব এশিয়া কাপে বাংলাদেশ, চোখ হ্যাটট্রিক শিরোপায়২ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ

  • এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা শুক্রবার, বাড়ল সময়
  • জুনিয়র বৃত্তি পরীক্ষার সংশোধিত কেন্দ্র তালিকা প্রকাশ
  • এমবিবিএস ভর্তি পরীক্ষা: ১২ ডিসেম্বর পর্যন্ত কোচিং সেন্টার বন্ধ
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, একটি ইউনিটের প্রবেশপত্র প্রকাশ
  • শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ দিলো ইস্টার্ন হাউজিং
  • আজ টিভিতে যা দেখবেন (৯ ডিসেম্বর ২০২৫)
  • বিশেষ বৃত্তি পাবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, নীতিমালা অনুমোদন
  • এক বছরে শ্রম খাত নতুন উচ্চতায় উন্নীত হয়েছে
  • নিজেদের কোনো খেলোয়াড়কে নয়, গুগলে পাকিস্তানিরা সবচেয়ে বেশি খুঁজেছেন এক ভারতীয়কে