নারী জাগরণের অগ্রদূত রোকেয়া সাখাওয়াত হোসেনকে নিয়ে চর্চা বাড়াতে বাংলা একাডেমি ও রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে। আজ মঙ্গলবার রোকেয়া দিবস উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কক্ষে এ সমঝোতা স্মারক সই করা হয়। বাংলা একাডেমির পক্ষে মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য মো.

শওকাত আলী সমঝোতা স্মারকে সই করেন।

আজ ৯ ডিসেম্বর নারী জাগরণ ও অধিকার আন্দোলনের অগ্রদূত রোকেয়া সাখাওয়াত হোসেনের ১৪৫তম জন্ম ও ৯৩তম মৃত্যুবার্ষিকী। ১৮৮০ সালের ৯ ডিসেম্বর রংপুরের পায়রাবন্দে তিনি জন্মগ্রহণ করেন। ১৯৩২ সালের একই দিনে তিনি কলকাতায় মারা যান। ক্ষণজন্মা মহীয়সী এই নারীর জন্ম ও মৃত্যুদিন ঘিরে প্রতিবছর রোকেয়া দিবস পালন করা হয়।

সমঝোতা স্মারক অনুষ্ঠানে বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম বলেন, ‘রোকেয়ার জন্মস্থান পায়রাবন্দে রোকেয়া স্মৃতিকেন্দ্র আছে। এটি পরিচালনা করে বাংলা একাডেমি। সেখানে সুন্দর একটা অবকাঠামো আছে। বাংলা একাডেমির পাঠাগার ছাড়াও সংগীত, আবৃত্তি, কর্মসূচি চালু রয়েছে। রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা স্মারকের মানে হলো এই আয়োজনকে গবেষণা ও পাঠের সঙ্গে সম্পর্কিত করা। রোকেয়া সম্পর্কিত ব্যাপারও এখানে চর্চিত হবে। একই সঙ্গে এর সঙ্গে সম্পর্কিত নানা বিষয়—গবেষণা, সেমিনার, সিম্পোজিয়াম বাংলা একাডেমি ও বিশ্ববিদ্যালয় যৌথভাবে করতে পারবে।’

মোহাম্মদ আজম আরও বলেন, ‘রোকেয়া স্মৃতিকেন্দ্রটিকে বিশেষভাবে গুরুত্বপূর্ণ করে তোলার জন্য বড় উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা এখানে রোকেয়া গবেষণার জন্য উপকরণগত আর্কাইভ তৈরি করব। রোকেয়া–সম্পর্কিত যত উপকরণ আছে বিভিন্ন ভাষায় সারা পৃথিবীতে—তাঁর বই–পুস্তক, নিজের রচনাবলি আমরা চেষ্টা করব যত লেখাপত্র প্রকাশ হয়েছে এবং যত নথিপত্র এবং দলিলপত্র ইত্যাদি মিলে আমরা একটা আর্কাইভ করার জন্য কাজ শুরু করেছি। এটা হয়ে গেলে রোকেয়া গবেষণার জন্য একটি অনন্য কাজ হবে। এই সবকিছু মিলে মনে করছি, রোকেয়া চর্চার একটি নতুন মাত্রা যোগ হবে।’

রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. শওকত আলী বলেন, ‘রোকেয়ার স্বপ্ন, দর্শন ও তাঁর গবেষণার দ্বার উন্মোচিত করার জন্য রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গবেষণার একটি হাব হবে পায়রাবন্দ স্মৃতিকেন্দ্র। এই হাব করার জন্য আমরা বাংলা একাডেমিকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এই সমঝোতা স্মারক ইতিহাসে সাক্ষী হবে।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য মাছুমা হাবিব, গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হোসেন উদ্দিন শেখর, বাংলা একাডেমির সচিব সেলিম রেজা, রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. হারুন অর রশিদ, বাংলা বিভাগের প্রধান অধ্যাপক শফিকুর রহমান প্রমুখ উপস্থিত।

রোকেয়া দিবস উপলক্ষে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আজ সকাল সাড়ে ১০টার দিকে শোভাযাত্রা বের করা হয়। বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে আলোচনা সভা ও প্রকাশনার মোড়ক উন্মোচন করা হয়। উপাচার্য মো. শওকত আলীর সভাপতিত্বে এতে প্রধান আলোচক ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম।

মোহাম্মদ আজম বলেন, ‘রোকেয়া আমাদের জন্য সর্বজনীন জ্ঞানের উৎস। আমাদের সৌভাগ্য, রোকেয়ার সঙ্গে আমরা নানাভাবে টান অনুভব করতে পারি। এই রংপুরে রোকেয়া আমাদের স্থানিকভাবে খুব কাছে বলে অনুভূত হয়। আমরা রোকেয়ার জীবন ও তৎপরতা যদি রি-জেনারেট বা পুনর্জন্মের ভেতর দিয়ে নিতে পারি, তাহলে আজকের দিনের নানা ধরনের তৎপরতায়, আমাদের উজ্জীবনে, সামনের দিনে পথচলায় রোকেয়া আরও বেশি সহায়ক হতে পারে।’

জন্মভিটা পায়রাবন্দে শ্রদ্ধা নিবেদন

এদিকে রোকেয়া সাখাওয়াত হোসেনের স্মরণে তাঁর জন্মভিটা পায়রাবন্দে রোকেয়ার স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। আজ বেলা ১১টার দিকে তাঁর স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান, পুলিশ সুপার মো. মারুশাত হুসাইন, বাংলা একাডেমির সচিব সেলিম রেজা, মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ।

এ ছাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, বেগম রোকেয়া স্মৃতি সংসদ, মহিলাবিষয়ক উপপরিচালকের কার্যালয়, পায়রাবন্দ সরকারি বেগম রোকেয়া স্মৃতি কলেজ, উপজেলা বিএনপি, জামায়াতে ইসলামী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি শ্রদ্ধা নিবেদন করেন। পরে বেগম রোকেয়া স্মৃতি ডিগ্রি মহাবিদ্যালয় মাঠে বেলুন উড়িয়ে তিন দিনব্যাপী রোকেয়া মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক।

বেগম রোকেয়া দিবসে রংপুর নগরের শালবন ইন্দ্রারা মোড়ের ভাস্কর্যে ফুল দিয়ে রোকেয়ার ওপর শ্রদ্ধা নিবেদন করেছে নিপীড়ন বিরোধী নারীমঞ্চ। পরে বেগম রোকেয়ার সংগ্রামী জীবনের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নিপীড়ন বিরোধী নারীমঞ্চের জেলা আহ্বায়ক বীথি দাস নন্দিনী, সদস্য সোনালী রায়, সুলতানা আক্তার প্রমুখ।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব গম র ক য় এক ড ম র উপ চ র য র র জন র জন য আম দ র স ম রক র জন ম সমঝ ত

এছাড়াও পড়ুন:

নেত্রকোনায় উদীচী ট্র্যাজেডির দুই দশক আজ, ৩ মিনিট স্তব্ধ ছিল শহর

ঘড়িতে তখন সকাল ১০টা ৪০ মিনিট। নেত্রকোনা শহরের রাস্তায় হঠাৎ থেমে যায় অসংখ্য যানবাহন। কাজ ফেলে রাস্তায় নামেন বাসিন্দারা। এভাবে স্তব্ধ নগরীর বাসিন্দারা শ্রদ্ধা জানান ২০ বছর আগে উদীচী শিল্পীগোষ্ঠীর নেত্রকোনা কার্যালয়ে বোমা হামলায় নিহত ব্যক্তিদের।

আজ ৮ ডিসেম্বর, নেত্রকোনা ট্র্যাজেডি দিবস। ২০০৫ সালের এই দিনে উদীচীর নেত্রকোনা কার্যালয়ের সামনে আত্মঘাতী বোমা হামলা ঘটায় জঙ্গি সংগঠন জেএমবি। এতে নিহত হন আটজন। আহত হন অর্ধশতাধিক। তাঁদের স্মরণে আজ সোমবার ১০টা ৪০ মিনিট থেকে ৩ মিনিট ধরে স্তব্ধ ছিল নেত্রকোনা শহর।

উদীচী সূত্রে জানা গেছে, ৯ ডিসেম্বর নেত্রকোনা হানাদারমুক্ত দিবস উপলক্ষে ২০০৫ সালের ৮ ডিসেম্বর সকালে উদীচী কার্যালয়ের সামনে চলছিল শিল্পীগোষ্ঠীটির মহড়ার প্রস্তুতি। এ সময় আত্মঘাতী বোমা হামলা চালানো হয়েছিল। হতাহত ব্যক্তিদের স্মরণে প্রতিবছর ৮ ডিসেম্বর শহরের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন ‘নেত্রকোনা ট্র্যাজেডি দিবস’ পালন করে আসছে।

দিনটি উপলক্ষে আজ সকালে কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ করে শহরের উদীচী ট্র্যাজেডি স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সেখানে দাঁড়িয়ে গাওয়া হয় ‘মানব না এই বন্ধনে’, ‘তীর হারা এ ঢেউয়ের সাগর’, ‘কারা মোর ঘর ভেঙেছে’, ‘এ লড়াই বাঁচার লড়াই’, ‘প্রিয় ফুল খেলবার দিন নয় অদ্য’ ইত্যাদি গণসংগীত। আয়োজনের ফাঁকে ফাঁকে ট্র্যাজেডি দিবস উদ্‌যাপন কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরীর সভাপতিত্বে ও উদীচীর সাধারণ সম্পাদক মো. আলমগীরের পরিচালনায় বক্তব্য দেন জেলা উদীচীর সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, প্রবীণ সাংবাদিক শ্যামলেন্দু পাল, বোমা হামলায় আহত সংস্কৃতিকর্মী তুষার কান্তি রায়, জেলা উদীচীর সভাপতি মোস্তাফিজুর রহমান খান, গবেষক আলী আহাম্মদ খান, জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ নেত্রকোনা শাখার সভাপতি পূরবী কুণ্ডু, কবি এনামূল হক, নারীনেত্রী কোহিনূর বেগম, নারী প্রগতির কেন্দ্র ব্যবস্থাপক মৃণাল চক্রবর্তী প্রমুখ।

পরে ‘৩ মিনিট স্তব্ধ নেত্রকোনা’ কর্মসূচি পালন শেষে সন্ত্রাস, মৌলবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী মানববন্ধন হয়। শেষ পর্যায়ে শহীদদের কবর জিয়ারত, শ্মশানের স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের পরিবারের খোঁজখবর নেওয়া হয়।

উদীচী ট্র্যাজেডি স্মৃতিস্তম্ভে দাঁড়িয়ে গণসংগীত পরিবেশন করেন শিল্পীরা

সম্পর্কিত নিবন্ধ

  • টাঙ্গাইলে রোকেয়া দিবসে ৮ নারীকে সংবর্ধনা
  • নির্বাচ‌নে দুর্নীতিবাজ-চাঁদাবাজ‌দের প্রত্যাখ্যান কর‌লে দুর্নীতি ক
  • বিজয় দিবসে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং করে বিশ্ব রেকর্ড গড়ার প্রস্তুতি
  • রোকেয়া দিবস আজ
  • বিজয় দিবসে বিশ্ব মঞ্চে নতুন রেকর্ড দেখাবে বাংলাদেশ
  • বিজয় দিবসের অনুষ্ঠানে ভারত যাচ্ছেন বাংলাদেশের মুক্তিযোদ্ধা ও সেনা কর্মকর্তারা
  • নেত্রকোনায় উদীচী ট্র্যাজেডির দুই দশক আজ, ৩ মিনিট স্তব্ধ ছিল শহর