হবিগঞ্জে ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, আহত শতাধিক
Published: 9th, December 2025 GMT
হবিগঞ্জে ফেসবুকের একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন নিহত ও শতাধিক মানুষ আহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে আজমিরীগঞ্জ উপজেলার আনন্দপুর ও কাকাইলছেও গ্রামের বাসিন্দাদের মধ্যে এই সংঘর্ষ হয়।
পুলিশ জানায়, কুমোদপুর গ্রামের বাসিন্দা ও কাকাইলছেও ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি হান্নান মিয়া তাঁর ফেসবুক আইডিতে কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ফজলুর রহমানকে নিয়ে একটি স্ট্যাটাস দেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ, ওই স্ট্যাটাসে তিনি স্থানীয় এক বিএনপি নেতার উদ্দেশে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, আজমিরীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মহিবুর রহমান সওদাগরের ভাই ও আনন্দপুর গ্রামের যুবদল কর্মী আল আমিন সওদাগর ওই ফেসবুক পোস্টের বিষয়ে হান্নান মিয়ার কাছে প্রশ্ন তোলেন। গতকাল সোমবার সন্ধ্যায় দুজনের মধ্যে কথা–কাটাকাটির একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ ঘটনার জেরে আজ মঙ্গলবার দুপুরে আনন্দপুর ও কাকাইলছেও গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে উভয় পক্ষ দেশি অস্ত্র ব্যবহার করেন। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় কুমোদপুর গ্রামের রাসেল মিয়াকে (৪৫) আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর হোসেন বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
অ্যাশেজ সিরিজ থেকে ছিটকে গেলেন মার্ক উড, দলে ফিশার
বাম হাঁটুর পুরোনো ইনজুরি আবার মাথাচাড়া দিয়ে ওঠায় অ্যাশেজের বাকি অংশ থেকে বাদ পড়েছেন ইংল্যান্ডের পেসার মার্ক উড। তার জায়গায দলে ডাক পেয়েছেন ম্যাথিউ ফিশার।
ফিশার এর আগে ২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র একটি টেস্ট খেলেছেন। ছয় ফুট দুই ইঞ্চি উচ্চতার এই গতি তারকার রিলিজ পয়েন্ট বেশ উঁচু। যা তাকে ভিন্ন ধাঁচের একজন সিমার হতে সহযোগিতা করছে। তিনি এখন অস্ট্রেলিয়াতেই আছেন ইংল্যান্ড ‘এ’ দলের (লায়ন্স) সদস্য হিসেবে। সেখান থেকেই যোগ দেবেন মূল দলে। ১৭ ডিসেম্বর অ্যাডিলেডে শুরু হবে সিরিজের তৃতীয় টেস্ট।
আরো পড়ুন:
টি-টোয়েন্টির পর প্রথম শ্রেণির ক্রিকেটেও চ্যাম্পিয়ন রংপুর
অ্যাডিলেড টেস্টে ফিরছেন কামিন্স, ছিটকে গেলেন হ্যাজলউড
উড, যিনি আগামী জানুয়ারিতে ৩৬ বছরে পা দেবেন, আশা করেছিলেন মেলবোর্ন ও সিডনির শেষ দুই টেস্টে ফেরার। তবে বয়স তাকে ভোগাচ্ছে। সেটা তিনিও স্বীকার করেছেন। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) এক বিবৃতিতে জানিয়েছে, “এই সপ্তাহের শেষেই দেশে ফিরে পুনর্বাসন ও পুনরুদ্ধার প্রক্রিয়ায় ইসিবির মেডিকেল টিমের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবেন উড।”
ইনস্টাগ্রামে নিজের হতাশা প্রকাশ করে উড লিখেছেন, “অ্যাশেজের বাকি অংশ থেকে ছিটকে পড়ায় আমি ভীষণ ভেঙে পড়েছি। কঠিন অস্ত্রোপচার আর সাত মাসের লড়াইয়ের পর টেস্ট ক্রিকেটে ফিরতে পেরেছিলাম। কিন্তু হাঁটুটা আর সামলাতে পারল না। কেউই এটা আশা করেনি। বড় প্রভাব ফেলতে চাইছিলাম। বহু ইনজেকশন আর চিকিৎসা সত্ত্বেও বোঝা গেল হাঁটুর সমস্যাটা ভয়াবহ রূপ নিয়েছে।”
তিনি আরও যোগ করেন, “আমার পারফর্ম করতে না পারাটা আমাকে অত্যন্ত দুঃখ দিচ্ছে। তবে চেষ্টা কম ছিল না কখনোই। যা-ই হোক, আমি আবারও ফিরে আসার জন্য সর্বোচ্চ লড়াই চালিয়ে যাব। পথটা কঠিন, কিন্তু হাল ছাড়ব না। এখনও বিশ্বাস করি আমরা পরিস্থিতি ঘুরিয়ে দিতে পারব। কখনো হাল ছেড়ে দিও না। এগিয়ে চলো, ইংল্যান্ড!”
ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়নস ট্রফি চলাকালীন বাম হাঁটুর ইনজুরিতে পড়েছিলেন উড। সেই ইনজুরির পর ১৫ মাস বিরতি কাটিয়ে পার্থে অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টেই ফিরেছিলেন তিনি। ম্যাচে ১১ ওভার বল করলেও পাননি কোনো উইকেট। হাঁটুতে ব্যথা অনুভব করায় পরে তাকে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে পাঠানো হয়। ফলে ব্রিসবেন টেস্টে খেলতে পারেননি তিনি; সেই ম্যাচে অস্ট্রেলিয়া জয় তুলে নেয় ৮ উইকেটে এবং সিরিজে এগিয়ে যায় ২-০ তে।
দিনের শুরুর দিকে অস্ট্রেলিয়াও হারিয়েছে তাদের পেসার জশ হ্যাজলউডকে। তবে তারা পাচ্ছে বড় এক তারকাকে। ফিরছেন অধিনায়ক প্যাট কামিন্স। আর দ্বিতীয় টেস্টে না খেলা উসমান খাজাও ফেরার পথে।
ঢাকা/আমিনুল