চাঁপাইনবাবগঞ্জে তিনটি সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ চারজন নিহত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে গোমস্তাপুর উপজেলার রহনপুর-আড্ডা সড়কের তেতুলতলায় ট্রাক ধাক্কায় দুইজন, চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের ছত্রাজিতপুর বাজারে ভুটভুটির ধাক্কায় পথচারী ও ভোলাহাটের ইসলামপুর নিমগাছী মসজিদের সামনে ট্রলি চাপায় এক শিশু নিহত হয়।   

নিহতরা হলেন, ভোলাহাট উপজেলার ইসলামপুর নিমগাছী গ্রামের আশরাফুলের ছেলে হাসান (৮), শিবগঞ্জ উপজেলার নারায়ণপুর গ্রামের বাসেদ আলী (৯৩), ভোলাহাট উপজেলার ছোট জামবাড়িয়া গ্রামের শাহজাহান আলী ছেলে আশিক আলী (২৫) ও বড়গাছি বাজার পাড়ার আপেল মাহমুদের ছেলে আব্দুল্লাহ (৩০)। 

আরো পড়ুন:

সড়ক দুঘর্টনায় ৩ ভাইয়ের মৃত্যু, পরিবারে মাতম

সড়ক দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, দুপুর আড়াইটার দিকে তেতুলতলা এলাকায় একটি ট্রাককে ওভারটেক করছিল একটি মোটরসাইকেল। এ সময় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আশিক ও আবুল গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হক জানান, উপজেলার পোল্লাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পরীক্ষা শেষ করে দুপুর ১টার দিকে বাড়ি ফেরার পথে ভোলাহাট-রহনপুর সড়কের দলদলী ইউনিয়নের ইসলামপুর নিমগাছী মসজিদের সামনে রাস্তা পার হচ্ছিল শিশু হাসান। দ্রুতগতির একটি ট্রলি হাসানকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। চালক ঘটনাস্থলে ট্রলি রেখে পালিয়ে যায়। 

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, ছত্রাজিতপুর বাজারে রাস্তা পার হচ্ছিলেন বাসেদ। ধান বোঝায় ভুটভুটি (শ্যালো মেশিনচালিত ভ্যান) তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে তিন থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানায় পুলিশ। 
 

ঢাকা/শিয়াম/বকুল 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর সড়ক দ র ঘটন ন হত উপজ ল র বগঞ জ সড়ক দ

এছাড়াও পড়ুন:

অ্যাশেজ সিরিজ থেকে ছিটকে গেলেন মার্ক উড, দলে ফিশার

বাম হাঁটুর পুরোনো ইনজুরি আবার মাথাচাড়া দিয়ে ওঠায় অ্যাশেজের বাকি অংশ থেকে বাদ পড়েছেন ইংল্যান্ডের পেসার মার্ক উড। তার জায়গায দলে ডাক পেয়েছেন ম্যাথিউ ফিশার।

ফিশার এর আগে ২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র একটি টেস্ট খেলেছেন। ছয় ফুট দুই ইঞ্চি উচ্চতার এই গতি তারকার রিলিজ পয়েন্ট বেশ উঁচু। যা তাকে ভিন্ন ধাঁচের একজন সিমার হতে সহযোগিতা করছে। তিনি এখন অস্ট্রেলিয়াতেই আছেন ইংল্যান্ড ‘এ’ দলের (লায়ন্স) সদস্য হিসেবে। সেখান থেকেই যোগ দেবেন মূল দলে। ১৭ ডিসেম্বর অ্যাডিলেডে শুরু হবে সিরিজের তৃতীয় টেস্ট।

আরো পড়ুন:

টি-টোয়েন্টির পর প্রথম শ্রেণির ক্রিকেটেও চ‌্যাম্পিয়ন রংপুর

অ্যাডিলেড টেস্টে ফিরছেন কামিন্স, ছিটকে গেলেন হ্যাজলউড

উড, যিনি আগামী জানুয়ারিতে ৩৬ বছরে পা দেবেন, আশা করেছিলেন মেলবোর্ন ও সিডনির শেষ দুই টেস্টে ফেরার। তবে বয়স তাকে ভোগাচ্ছে। সেটা তিনিও স্বীকার করেছেন। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) এক বিবৃতিতে জানিয়েছে, “এই সপ্তাহের শেষেই দেশে ফিরে পুনর্বাসন ও পুনরুদ্ধার প্রক্রিয়ায় ইসিবির মেডিকেল টিমের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবেন উড।”

ইনস্টাগ্রামে নিজের হতাশা প্রকাশ করে উড লিখেছেন, “অ্যাশেজের বাকি অংশ থেকে ছিটকে পড়ায় আমি ভীষণ ভেঙে পড়েছি। কঠিন অস্ত্রোপচার আর সাত মাসের লড়াইয়ের পর টেস্ট ক্রিকেটে ফিরতে পেরেছিলাম। কিন্তু হাঁটুটা আর সামলাতে পারল না। কেউই এটা আশা করেনি। বড় প্রভাব ফেলতে চাইছিলাম। বহু ইনজেকশন আর চিকিৎসা সত্ত্বেও বোঝা গেল হাঁটুর সমস্যাটা ভয়াবহ রূপ নিয়েছে।”

তিনি আরও যোগ করেন, “আমার পারফর্ম করতে না পারাটা আমাকে অত্যন্ত দুঃখ দিচ্ছে। তবে চেষ্টা কম ছিল না কখনোই। যা-ই হোক, আমি আবারও ফিরে আসার জন্য সর্বোচ্চ লড়াই চালিয়ে যাব। পথটা কঠিন, কিন্তু হাল ছাড়ব না। এখনও বিশ্বাস করি আমরা পরিস্থিতি ঘুরিয়ে দিতে পারব। কখনো হাল ছেড়ে দিও না। এগিয়ে চলো, ইংল্যান্ড!”

ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়নস ট্রফি চলাকালীন বাম হাঁটুর ইনজুরিতে পড়েছিলেন উড। সেই ইনজুরির পর ১৫ মাস বিরতি কাটিয়ে পার্থে অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টেই ফিরেছিলেন তিনি। ম্যাচে ১১ ওভার বল করলেও পাননি কোনো উইকেট। হাঁটুতে ব্যথা অনুভব করায় পরে তাকে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে পাঠানো হয়। ফলে ব্রিসবেন টেস্টে খেলতে পারেননি তিনি; সেই ম্যাচে অস্ট্রেলিয়া জয় তুলে নেয় ৮ উইকেটে এবং সিরিজে এগিয়ে যায় ২-০ তে।

দিনের শুরুর দিকে অস্ট্রেলিয়াও হারিয়েছে তাদের পেসার জশ হ্যাজলউডকে। তবে তারা পাচ্ছে বড় এক তারকাকে। ফিরছেন অধিনায়ক প্যাট কামিন্স। আর দ্বিতীয় টেস্টে না খেলা উসমান খাজাও ফেরার পথে।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ