জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফরিদপুর জেলার নবগঠিত আহ্বায়ক কমিটি ঘোষণার একদিনের মধ্যেই পদত্যাগ করেছেন এক নেতা। কমিটির ৬ নম্বর সদস্য পদে রাখা রনি মোল্যা ব্যক্তিগত কারণ ও ‘যথার্থ সম্মান’ না পাওয়ার অভিযোগে পদত্যাগ করেছেন। 

মঙ্গলবার (৯ ডিসেম্বর) তিনি পদত্যাগের কথা জানান। 

পদত্যাগপত্রে রনি মোল্যা উল্লেখ করেছেন, তিনি পূর্বে ফরিদপুর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটির যুগ্ম-সদস্য সচিব হিসেবে এবং পরে এনসিপি গঠিত হলে নগরকান্দা উপজেলায় সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করেছেন। সর্বশেষ তিনি ফরিদপুর জেলা সমন্বয় কমিটির সদস্য পদে দায়িত্ব পালন করেন।

তবে, গত ৮ ডিসেম্বর রাতে ঘোষিত ফরিদপুর জেলা এনসিপির আহ্বায়ক কমিটিতে তাকে ৬ নম্বর সদস্য পদে রাখা হয়। এই পদে তাকে না জানিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ করেন রনি মোল্যা।

এ প্রসঙ্গে রনি মোল্যা বলেন, ‘‘আমাকে অবগত না করেই কমিটিতে ৬ নম্বর সদস্য হিসেবে রাখা হয়েছে। আমি মনে করি আমাকে যথার্থ সম্মান দেওয়া হয়নি। এর পাশাপাশি আমার একান্ত কিছু ব্যক্তিগত বিষয় নিয়ে চিন্তার কারণে আমি আমার পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছি।’’

পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর জেলা এনসিপির নবগঠিত আহ্বায়ক কমিটির দুই নম্বর যুগ্ম আহ্বায়ক এসএম জাহিদ বলেন, ‘‘রাজনীতিতে সকলের ব্যক্তিগত স্বাধীনতা আছে। তবে এখন পর্যন্ত আমরা আনুষ্ঠানিক কোনো পদত্যাগপত্র হাতে পাইনি, যদিও বিষয়টি শুনেছি। একজন যদি পদে থাকতে না চায়, তবে তাকে জোর করা সম্ভব নয়। এটি তার একান্তই ব্যক্তিগত বিষয়। এতে দল এবং জেলা কমিটির কার্যক্রমের কোনো ক্ষতি হবে না।’’

ঢাকা/তামিম//

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর পদত য গ র সদস য কর ছ ন কম ট র য গ কর এনস প

এছাড়াও পড়ুন:

ফরিদপুরে এনসিপি নেতার পদত্যাগ: সম্মান না পাওয়ার অভিযোগ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফরিদপুর জেলার নবগঠিত আহ্বায়ক কমিটি ঘোষণার একদিনের মধ্যেই পদত্যাগ করেছেন এক নেতা। কমিটির ৬ নম্বর সদস্য পদে রাখা রনি মোল্যা ব্যক্তিগত কারণ ও ‘যথার্থ সম্মান’ না পাওয়ার অভিযোগে পদত্যাগ করেছেন। 

মঙ্গলবার (৯ ডিসেম্বর) তিনি পদত্যাগের কথা জানান। 

পদত্যাগপত্রে রনি মোল্যা উল্লেখ করেছেন, তিনি পূর্বে ফরিদপুর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটির যুগ্ম-সদস্য সচিব হিসেবে এবং পরে এনসিপি গঠিত হলে নগরকান্দা উপজেলায় সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করেছেন। সর্বশেষ তিনি ফরিদপুর জেলা সমন্বয় কমিটির সদস্য পদে দায়িত্ব পালন করেন।

তবে, গত ৮ ডিসেম্বর রাতে ঘোষিত ফরিদপুর জেলা এনসিপির আহ্বায়ক কমিটিতে তাকে ৬ নম্বর সদস্য পদে রাখা হয়। এই পদে তাকে না জানিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ করেন রনি মোল্যা।

এ প্রসঙ্গে রনি মোল্যা বলেন, ‘‘আমাকে অবগত না করেই কমিটিতে ৬ নম্বর সদস্য হিসেবে রাখা হয়েছে। আমি মনে করি আমাকে যথার্থ সম্মান দেওয়া হয়নি। এর পাশাপাশি আমার একান্ত কিছু ব্যক্তিগত বিষয় নিয়ে চিন্তার কারণে আমি আমার পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছি।’’

পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর জেলা এনসিপির নবগঠিত আহ্বায়ক কমিটির দুই নম্বর যুগ্ম আহ্বায়ক এসএম জাহিদ বলেন, ‘‘রাজনীতিতে সকলের ব্যক্তিগত স্বাধীনতা আছে। তবে এখন পর্যন্ত আমরা আনুষ্ঠানিক কোনো পদত্যাগপত্র হাতে পাইনি, যদিও বিষয়টি শুনেছি। একজন যদি পদে থাকতে না চায়, তবে তাকে জোর করা সম্ভব নয়। এটি তার একান্তই ব্যক্তিগত বিষয়। এতে দল এবং জেলা কমিটির কার্যক্রমের কোনো ক্ষতি হবে না।’’

ঢাকা/তামিম//

সম্পর্কিত নিবন্ধ