রাজশাহীতে ৮ অদম্য নারীকে সম্মাননা
Published: 9th, December 2025 GMT
বেগম রোকেয়া দিবস উপলক্ষে রাজশাহীতে আট নারীকে ‘অদম্য নারী’ পুরস্কার দেওয়া হয়েছে। রাজশাহী জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর যৌথভাবে মঙ্গলবার (৯ ডিসেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ৫টি ক্যাটাগরিতে সিটি করপোরেশন পর্যায়ে ৩ জন এবং জেলা পর্যায়ে ৫ জন শ্রেষ্ঠ অদম্য নারীকে পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সনদ দেওয়া হয়।
আরো পড়ুন:
নারী দিবসে জাবিতে আলোকচিত্র প্রদর্শনী
নারীর ক্ষমতায়ন আটকে আছে দিবসে
এ বছরে রাজশাহী সিটি করপোরেশন পর্যায়ে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে হড়গ্রাম বাজারের হাছিনা ইয়াসমিন, সফল জননী নারী ক্যাটাগরিতে শালবাগান পাওয়ার হাউস মোড়ের নুরজাহান বেগম, নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবনসংগ্রামে জয়ী নারী ক্যাটাগরিতে দাসপুকুরের শারমিন বেগম নির্বাচিত হন। এছাড়া জেলা পর্যায়ে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতেও হড়গ্রাম বাজারের হাছিনা ইয়াসমিন পুরস্কার পান।
আর শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে রাজশাহীর পুঠিয়ার পচামাড়িয়ার সুমনা সরকার, সফল জননী নারী ক্যাটাগরিতে মোহনপুর উপজেলার মহব্বতপুরের রাশেদা বেগম, নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবনসংগ্রামে জয়ী নারী ক্যাটাগরিতে চারঘাটের মেরামতপুরের রাজিয়া খাতুন ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী ক্যাটাগরিতে বাঘা উপজেলার মুর্শিদপুরের আরিফা জেসমিন নির্বাচিত হন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড.
ঢাকা/কেয়া/বকুল
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ন র দ বস অন ষ ঠ ন পর য য়
এছাড়াও পড়ুন:
সদর উপজেলার ১৩টি নির্বাচনী কেন্দ্র পরিদর্শন করেন ডিসি রায়হান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সদর উপজেলার ছয়টি ভেন্যুর আওতাধীন ১৩ টি নির্বাচনী কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক রায়হান কবির।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) তিনি কেন্দ্রগুলো পরিদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বলেন এবং কেন্দ্রগুলোর সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে তার সাথে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার নারায়ণগঞ্জ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, নারায়ণগঞ্জ, কোম্পানি কমান্ডার, র্যাব-১১. উপজেলা নির্বাহী কর্মকর্তা, নারায়ণগঞ্জ সদর. জেলা নির্বাচন কর্মকর্তা, নারায়ণগঞ্জসহ জেলা প্রশাসন এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।