বান্দরবানের রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নের ময়ূরপাড়া এলাকার জঙ্গল থেকে লালরাম সাং বম (৩৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেলে উদ্ধার করা লাশটি আজ মঙ্গলবার ময়নাতদন্ত শেষে বম সোশ্যাল কাউন্সিলের (বিএমসি) কাছে হস্তান্তর করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার বিকেলে ময়ূরপাড়ার উত্তর-পশ্চিম দিকে প্রায় এক কিলোমিটার দূরের জঙ্গলে লাশটি পড়ে থাকতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, তিন থেকে চার দিন আগে তাঁকে হত্যা করে সেখানে ফেলে রাখা হয়েছে। লাশে পচন ধরেছে।

স্থানীয় বম জনগোষ্ঠীর লোকজন লাশটি লালরাম সাং বমের বলে শনাক্ত করেন। তাঁর বাড়ি রেমাক্রিপ্রাংসা ইউনিয়নের কেওক্রাডং পাহাড় পেরিয়ে মিয়ানমার সীমান্তঘেঁষা চুংসংপাড়ায়। চুংসংপাড়া থেকে ময়ূরপাড়ার দূরত্ব প্রায় ৫০ কিলোমিটার। স্থানীয় লোকজন জানান, লালরাম সাং বম ভাড়ায় মোটরসাইকেল চালাতেন।

বান্দরবানের সিভিল সার্জন মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরী বলেন, লাশের মাথা ও ঘাড়ে আঘাতের চিহ্ন রয়েছে। এসব আঘাতেই তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.

সোহরাওয়ার্দ্দী বলেন, স্থানীয় লোকজনের সংবাদে পুলিশ ঘটনাস্থল থেকে প্রায় গলিত লাশটি উদ্ধার করে। শনাক্তের পর চুংসংপাড়ায় তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও ওই এলাকায় মুঠোফোন নেটওয়ার্ক না থাকায় যোগাযোগ করা যায়নি। পরে ময়নাতদন্ত শেষে লাশটি বম সোশ্যাল কাউন্সিলের নেতাদের কাছে হস্তান্তর করা হয়েছে। কে বা কারা এবং কেন তাঁকে হত্যা করেছে, তা এখনো জানা যায়নি।

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

তামান্নার সঙ্গে প্রেম বারবার শিরোনামে, একটু শান্তি চাইতেন বিজয়

বলিউডের গ্ল্যামার জগতে তারকাদের ব্যক্তিগত ও পেশাদার জীবন সব সময়ই চর্চা চলে। কে কার সঙ্গে প্রেম করছেন, কার সঙ্গে ডিনারে বা ছুটি কাটাতে গেলেন, সবই উঠে আসে খবরে। তেমনই একজন হলেন বিজয় ভার্মা। পর্দায় জটিল চরিত্র ফুটিয়ে তোলার জন্য আলোচিত হলেও তামান্না ভাটিয়ার সঙ্গে সম্পর্কে জড়ানোর পর তাঁর প্রেমই বারবার শিরোনাম হয়েছে। তামান্নার সঙ্গে সম্পর্ক ভেঙে গেছে। নতুন সিনেমা ‘গুস্তাখ ইশক’ সিনেমার প্রচারে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কথা বলেছেন অভিনেতা।

অভিনয়ে আত্মবিশ্বাস
১৪ মাসের বিরতির পর বড় পর্দায় ফিরতে চলেছেন বিজয়, তাঁর নতুন সিনেমা ‘গুস্তাখ ইশক’–এর মাধ্যমে। নিজের যাত্রা ও সংগ্রাম সম্পর্কে তিনি বললেন, ‘আমি কখনোই কোনো বাক্সে বন্দি হওয়ার চিন্তা করিনি। পর্দায় পার্শ্বচরিত্র বা নেগেটিভ চরিত্রই মানুষ আমাকে মনে রাখুক না কেন, আমি জানতাম যে আমি এর বাইরে যেতে পারব। আমার অনেক কিছু দেওয়ার আছে।’

বিজয় ভার্মা ও তামান্না ভাটিয়া। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

সম্পর্কিত নিবন্ধ