মাদারীপুরে হাসপাতালের শৌচাগার থেকে উদ্ধার নবজাতক পেল নতুন ঠিকানা
Published: 9th, December 2025 GMT
মাদারীপুরে বেসরকারি একটি হাসপাতালের শৌচাগার থেকে উদ্ধার হওয়া নবজাতক নতুন ঠিকানা পেয়েছে। মাদারীপুর শহরের বাসিন্দা এক সিঙ্গাপুরপ্রবাসীর ঘরে তার ঠাঁই হয়েছে। ৩৫টি আবেদন যাচাই-বাছাই শেষে সাড়ে তিন লাখ টাকা বন্ডে আজ মঙ্গলবার নিঃসন্তান ওই প্রবাসীর কাছে নবজাতকটি তুলে দেওয়া হয়।
২ ডিসেম্বর বেলা সাড়ে তিনটার দিকে শহরের লেকের দক্ষিণ পাড়ের বাবু চৌধুরী জেনারেল হাসপাতালের শৌচাগারের ভেতর রক্তাক্ত অবস্থায় এক নবজাতককে দেখতে পান পরিচ্ছন্নতাকর্মী সাথী বেগম। পরে শিশুটিকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটির মা-বাবাকে খুঁজতে সমাজসেবা অধিদপ্তর থানায় সাধারণ ডায়েরি করলেও তাঁদের সন্ধান পায়নি পুলিশ।
শিশুটিকে দত্তক নিতে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরে ভিড় করেন অনেক নিঃসন্তান দম্পতি। পরে নবজাতকটির দায়িত্ব নিতে মাদারীপুর শিশু আদালতে ৩৫টি আবেদন জমা হয়। গতকাল সোমবার দিনব্যাপী শুনানি চলে। পরে যাচাই-বাছাই শেষে সিঙ্গাপুরপ্রবাসী নাদিম আকন ও সাদিয়া আক্তার দম্পতিকে দেওয়ার সিদ্ধান্ত নেন আদালত। সাড়ে তিন লাখ টাকা বন্ডসহ পাঁচটি শর্তে নবজাতকটির দায়িত্ব তাঁদের দেওয়া হয়। পরে আজ মঙ্গলবার বিকেলে তাঁদের হাতে শিশুটিকে তুলে দেওয়া হয়।
মাদারীপুর শহরের পাঠকাকান্দি এলাকায় বসবাস করেন সাদিয়া আক্তার ও নাদিম আকন দম্পতি। সিঙ্গাপুরপ্রবাসী নাদিম আকন বলেন, ‘আমি শিশুটিকে নেওয়ার জন্য সিঙ্গাপুর থেকে ছুটে এসেছি। আমি মেয়েটিকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলব। কোথাও কোনো কমতি রাখব না।’
আরও পড়ুনমাদারীপুরে ক্লিনিকের শৌচাগার থেকে নবজাতক উদ্ধার০২ ডিসেম্বর ২০২৫সাদিয়া আক্তার বলেন, ‘এই শিশু এখন থেকে আমাদের সন্তান। মায়ের আদর দিয়ে ওকে মানুষ করব। কোনো কষ্ট-দুঃখ হতে দেব না। সুখে-শান্তিতে আমাদের সঙ্গেই থাকবে সে।’
সমাজসেবা অধিদপ্তরের মাদারীপুর কার্যালয়ের প্রবেশন কর্মকর্তা শেখ নাহিয়ান ওয়াহিদ প্রথম আলোকে বলেন, ‘শিশুটির খোঁজখবর নিয়ে দুই মাস পরপর আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। সমাজসেবা অধিদপ্তর এ বিষয়ে নিয়মিত তদারকি করবে।’
আরও পড়ুনশৌচাগারে উদ্ধার নবজাতকের মা-বাবাকে পাচ্ছে না পুলিশ, দত্তক নিতে অনেকের আবেদন০৪ ডিসেম্বর ২০২৫.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
সড়ক দুর্ঘটনায় শিমুল বিশ্বাসসহ আহত ৪
পাবনার আটঘরিয়ায় সড়ক দুর্ঘটনায় বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী ও পাবনা-৫ আসনে বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ চারজন আহত হয়েছেন।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে আটঘরিয়া উপজেলার একদন্ত বাজারের অদূরে শিবপুর মোাড়ে এ দুর্ঘটনা ঘটে।
আরো পড়ুন:
চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৪
সড়ক দুঘর্টনায় ৩ ভাইয়ের মৃত্যু, পরিবারে মাতম
পাবনা জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম জানিয়েছেন, সুজানগর উপজেলায় তারুণ্যের সমাবেশে অংশগ্রহণ শেষে আটঘরিয়া উপজেলার একদন্তে স্থানীয় বিএনপি আয়োজিত সমাবেশে যোগ দিতে যাচ্ছিলেন শিমুল বিশ্বাস, জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবসহ তাদের সফরসঙ্গীরা। তারা গাড়িবহর নিয়ে শিবপুর এলাকায় পৌঁছালে মাটি টানা একটি ট্রাক শিমুল বিশ্বাসকে বহনকারী জিপকে চাপা দেয়। এতে শিমুল বিশ্বাসসহ চারজন আহত হন।
আহত অন্যরা হলেন—শিমুল বিশ্বাসের সহকারী এনামুল হক বিশ্বাস, বেড়া উপজেলা বিএনপির নেতা রইচ উদ্দিন ও গাড়িচালক শফিক। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।
ঢাকা/শাহীন/রফিক