রাজধানীর মোহাম্মদপুরে একটি বাসায় হত্যাকাণ্ডের শিকার মা লায়লা আফরোজ ও তাঁর মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজের জানাজা শেষে নাটোরে দাফন করা হয়েছে। মঙ্গলবার বেলা তিনটার দিকে নাটোর নবাব সিরাজ–উদ–দৌলা সরকারি কলেজ মাঠে জানাজা শেষে স্থানীয় একটি কবরস্থানে তাঁদের দাফন করা হয়।

স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল সোমবার সকালে মোহাম্মদপুরের একটি বাসায় খুন হন নাটোরের মেয়ে লায়লা আফরোজ ও তাঁর মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজ। বাসার গৃহকর্মীর হাতে তাঁরা খুন হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ঢাকায় মরদেহ দুটির ময়নাতদন্ত শেষে আজ সকালে নাটোরের বাসায় নিয়ে যাওয়া হয়।

ঢাকার মোহাম্মদপুরের বাসায় খুন হন লায়লা আফরোজ ও তাঁর স্কুলপড়ুয়া মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজ.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ম হ ম মদপ র

এছাড়াও পড়ুন:

সড়ক দুর্ঘটনায় শিমুল বিশ্বাসসহ আহত ৪

পাবনার আটঘরিয়ায় সড়ক দুর্ঘটনায় বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী ও পাবনা-৫ আসনে বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ চারজন আহত হয়েছেন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে আটঘরিয়া উপজেলার একদন্ত বাজারের অদূরে শিবপুর মোাড়ে এ দুর্ঘটনা ঘটে। 

আরো পড়ুন:

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৪

সড়ক দুঘর্টনায় ৩ ভাইয়ের মৃত্যু, পরিবারে মাতম

পাবনা জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম জানিয়েছেন, সুজানগর উপজেলায় তারুণ্যের সমাবেশে অংশগ্রহণ শেষে আটঘরিয়া উপজেলার একদন্তে স্থানীয় বিএনপি আয়োজিত সমাবেশে যোগ দিতে যাচ্ছিলেন শিমুল বিশ্বাস, জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবসহ তাদের সফরসঙ্গীরা। তারা গাড়িবহর নিয়ে শিবপুর এলাকায় পৌঁছালে মাটি টানা একটি ট্রাক শিমুল বিশ্বাসকে বহনকারী জিপকে চাপা দেয়। এতে শিমুল বিশ্বাসসহ চারজন আহত হন।

আহত অন্যরা হলেন—শিমুল বিশ্বাসের সহকারী এনামুল হক বিশ্বাস, বেড়া উপজেলা বিএনপির নেতা রইচ উদ্দিন ও গাড়িচালক শফিক। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। 

ঢাকা/শাহীন/রফিক

সম্পর্কিত নিবন্ধ