আর এ রকম প্রতিজ্ঞা করলে বাবাকে অস্বীকার করবেন হেইডেনের মেয়ে
Published: 9th, December 2025 GMT
ম্যাথু হেইডেন তাহলে বেঁচে গেলেন!
জো রুটের সেঞ্চুরি ইংল্যান্ডকে জেতাতে পারেনি ঠিকই, তবে হেইডেনকে বাঁচিয়ে দিয়েছে অদ্ভুত এক প্রতিশ্রুতি রক্ষা করা থেকে। যে প্রতিশ্রুতি রাখতে গেলে তাঁকে মানসম্মান বিসর্জন দিতে হতো!
রুট যদি এবারের অ্যাশেজে কোনো সেঞ্চুরি না পান, তাহলে মেলবোর্ন ক্রিকেট মাঠে (এমসিজি) নগ্ন হয়ে হাঁটবেন—প্রকাশ্যে এমন ঘোষণা দিয়ে রেখেছিলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ওপেনার হেইডেন।
পার্থে না পারলেও রুট সেঞ্চুরি পেয়ে গেছেন ব্রিসবেনে অ্যাশেজের দ্বিতীয় টেস্টেই। ফলে হেইডেনকে আর তাঁর সেই অদ্ভুত প্রতিশ্রুতি রক্ষা করতে হয়নি। এ নিয়ে মজা করেছেন হেইডেন–কন্যা গ্রেস হেইডেনও। বলেছেন, ভবিষ্যতে তাঁর বাবা যদি এমন উদ্ভট কোনো প্রতিজ্ঞা করেন, তবে তিনি বাবাকে ‘অস্বীকার’ করবেন!
জো রুটকে তাই আলাদা করে ধন্যবাদ দিয়েছেন গ্রেস। তাঁর কথা, রুট সেঞ্চুরি না করলে তাঁর বাবাকে নগ্ন হয়ে এমসিজি ঘুরে বেড়াতে হতো। পুরো হেইডেন পরিবারের জন্য সেটা হতো এক বিব্রতকর ব্যাপার।
ব্রিসবেন টেস্টে সেঞ্চুরি করেন রুট.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
গাজার ‘হলুদ রেখা’ থেকে সরবে না সেনা, এটিই নতুন সীমান্ত: ইসরায়েলি বাহিনীর প্রধান
ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপে উপত্যকাটিতে নির্দিষ্ট সীমারেখা বরাবর সেনা সদস্যের সরিয়ে নিয়েছিল ইসরায়েল। ওই সীমারেখাকে বলা হয় ‘ইয়েলো লাইন’ বা ‘হলুদ রেখা’। এখন ইসরায়েলি বাহিনী বলছে, যুদ্ধবিরতির পরের ধাপগুলোয় ওই সীমারেখা থেকে আর পিছিয়ে যাবে না তারা। এটিই হবে গাজা ও ইসরায়েলের ‘নতুন সীমান্ত’।
সম্প্রতি গাজায় মোতায়েন করা ইসরায়েলি সেনাদের সঙ্গে সাক্ষাতের সময় এ কথা বলেছেন ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান ইয়াল জামির। হলুদ রেখা থেকে ইসরায়েলি সেনাদের আর পিছিয়ে না নেওয়ার অর্থ হলো, গাজার অর্ধেকের বেশি এলাকা নিয়ন্ত্রণে থাকবে ইসরায়েলের। এর মধ্যে গাজার অনেক কৃষিজমি ও মিসরের সঙ্গে উপত্যকাটির রাফার সীমান্ত ক্রসিং রয়েছে।
ইয়াল জামির ইসরায়েলি সেনাদের সঙ্গে দেখা করেছিলেন উত্তর গাজায়। সেখানে তিনি বলেন, ‘হলুদ রেখা হবে (ইসরায়েলের) নতুন সীমান্ত। এটি আমাদের সম্মুখ প্রতিরক্ষা রেখা হিসেবে কাজ করবে। এই রেখা বরাবর আমাদের অভিযান কার্যক্রম চলবে। গাজার বড় অংশে ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। আমরা এই প্রতিরক্ষা রেখা থেকে সরব না।’
ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান ইয়াল জামির