ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির আন্দোলন স্থগিত
Published: 9th, December 2025 GMT
প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশের দাবির আন্দোলন আপাতত স্থগিত করেছে সাত কলেজের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেল ৩টায় ঢাকা কলেজের মূল ফটকে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।
আরো পড়ুন:
ধানের শীষের ভোট চেয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিলেন প্রধান শিক্ষক
বিদ্যালয়ের টিনশেড ঘর বিক্রির অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
সংবাদ সম্মেলনে ঢাকা কলেজের শিক্ষার্থী আবির মাহমুদ বলেন, “গতকাল আমাদের সিনিয়র ভাইদের সাথে শিক্ষা মন্ত্রণালয় একটি সভা অনুষ্ঠিত হয় ও প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয় আগামী ২৫ ডিসেম্বর ২০২৫ আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হবে এবং আগামী পয়লা জানুয়ারি ২০২৬ থেকে ২৪-২৫ সেশনের ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে। উক্ত সিদ্ধান্ত মেনে নিয়ে আমরা আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত লাগাতার অবস্থান কর্মসূচি স্থগিত ঘোষণা করলাম। আগামী ২৫ তারিখের মধ্যে যদি অধ্যাদেশ জারি করা না হয় তাহলে আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচিতে যাব।”
ঢাকা/রায়হান/এসবি
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
গাজার ‘হলুদ রেখা’ থেকে সরবে না সেনা, এটিই নতুন সীমান্ত: ইসরায়েলি বাহিনীর প্রধান
ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপে উপত্যকাটিতে নির্দিষ্ট সীমারেখা বরাবর সেনা সদস্যের সরিয়ে নিয়েছিল ইসরায়েল। ওই সীমারেখাকে বলা হয় ‘ইয়েলো লাইন’ বা ‘হলুদ রেখা’। এখন ইসরায়েলি বাহিনী বলছে, যুদ্ধবিরতির পরের ধাপগুলোয় ওই সীমারেখা থেকে আর পিছিয়ে যাবে না তারা। এটিই হবে গাজা ও ইসরায়েলের ‘নতুন সীমান্ত’।
সম্প্রতি গাজায় মোতায়েন করা ইসরায়েলি সেনাদের সঙ্গে সাক্ষাতের সময় এ কথা বলেছেন ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান ইয়াল জামির। হলুদ রেখা থেকে ইসরায়েলি সেনাদের আর পিছিয়ে না নেওয়ার অর্থ হলো, গাজার অর্ধেকের বেশি এলাকা নিয়ন্ত্রণে থাকবে ইসরায়েলের। এর মধ্যে গাজার অনেক কৃষিজমি ও মিসরের সঙ্গে উপত্যকাটির রাফার সীমান্ত ক্রসিং রয়েছে।
ইয়াল জামির ইসরায়েলি সেনাদের সঙ্গে দেখা করেছিলেন উত্তর গাজায়। সেখানে তিনি বলেন, ‘হলুদ রেখা হবে (ইসরায়েলের) নতুন সীমান্ত। এটি আমাদের সম্মুখ প্রতিরক্ষা রেখা হিসেবে কাজ করবে। এই রেখা বরাবর আমাদের অভিযান কার্যক্রম চলবে। গাজার বড় অংশে ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। আমরা এই প্রতিরক্ষা রেখা থেকে সরব না।’
ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান ইয়াল জামির