মানুষ চাঁদাবাজদের আর ভোট দেবে না : ফয়জুল করীম
Published: 9th, December 2025 GMT
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, কোনো দল বা কোনো ব্যক্তিকে কেন্দ্র করে নির্বাচন পেছানোর কোনো ষড়যন্ত্র জনগণ মেনে নেবে না।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকালে চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে একটি নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ফয়জুল করীম বলেন, দেশের মানুষ একটি স্বচ্ছ, শান্ত ও নিরপেক্ষ নির্বাচন চায়। তিনি আশা প্রকাশ করেন, অন্তর্বর্তী সরকার শান্ত পরিবেশে দেশকে সেই নির্বাচন উপহার দেবে।
তিনি বলেন, ঘোষিত পরিকল্পনা অনুযায়ী ফেব্রুয়ারির প্রথম দিকেই নির্বাচন হওয়াই জনগণের প্রত্যাশা। তিনি সতর্ক করে বলেন, অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে ব্যর্থ হলে জনগণ তা মেনে নেবে না।
ফয়জুল করীম বলেন, দেশের মানুষ চাঁদাবাজদের আর ভোট দেবে না। বিদেশে অর্থপাচারকারীদের প্রতিও জনরোষ বাড়ছে।
দেশের মানুষ শান্তিপ্রিয়—নারীরা নিরাপত্তা, ব্যবসায়ীরা চাঁদামুক্ত ব্যবসাবান্ধব পরিবেশ, চাকরিজীবীরা যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি এবং শ্রমিকরা ন্যায্য অধিকার চান। কোনো ধরনের আন্দোলন শুরু হওয়ার আগেই জনগণ তাদের মৌলিক অধিকার সুরক্ষিত দেখতে চায়।
তিনি দাবি করেন, দেশে ২৮ লাখ কোটি টাকা পাচার না হলে কোনো মানুষ দারিদ্র্যসীমার নিচে জীবন যাপন করতে হতো না।
জনসভায় আরও বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব, মাওলানা গাজী আতাউর রহমান নারায়ণগঞ্জ মহানগর কমিটির সভাপতি ও নারায়ণগঞ্জ-৫ আসনে দলের মনোনীত প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ, নারায়ণগঞ্জ-৪ আসনে দলের মনোনীত প্রার্থী মুফতি ইসমাঈল সিরাজী সহ স্থানীয় নেতৃবৃন্দ।
এর আগে জনসভায় বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে যোগদান করে দলটির নেতাকর্মীরা।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
জামায়াত দায়িত্ব পেলে ইসলামের ভিত্তিতে রাষ্ট্র চালাবে: এটিএম আজহারুল
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম বলেছেন, “আগামী নির্বাচনে জামায়াত যদি সংখ্যাগরিষ্ঠ আসন পায়, তাহলে ইসলামের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করবে। বর্তমান আইন মানুষের তৈরি এবং বর্তমান সংবিধান পুরোপুরি ইসলাম ভিত্তিক নয়।”
রবিবার (৭ ডিসেম্বর) সকালে নীলফামারীর কিশোরগঞ্জে ঝড়ে ক্ষতিগ্রস্থ ৯০টি পরিবারের মধ্যে ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আরো পড়ুন:
এবার মাজায় গামছা বেঁধে নেমেছি: আমির হামজা
কোনো ফ্যাসিবাদকে বরদাস্ত করা হবে না: জামায়াত আমির
এটিএম আজাহারুল ইসলাম বলেন, “দেশের সরকার জনগণের জন্য যত কাজ পারে, তা একটা দল ও ব্যক্তির পক্ষে করা সম্ভব না। জামায়াতে ইসলাম যদি আপনাদের ভোটে সংখ্যাগরিষ্টভাবে সরকার গঠন করে, তাহলে আমরা ন্যায় ও ইনসাফের ভিত্তিতে জনগণের পাশে সবসময় থাকব।”
জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলটির কিশোরগঞ্জ উপজেলা আমির আব্দুর রশিদ শাহ। এসময় দলের রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য মুহাম্মদ আব্দুর রশিদ, জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার, নায়েবে আমির ড. খায়রুল আনাম, জেলা সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, সৈয়দপুর উপজেলা জামায়াতের আমির হাফেজ আব্দুল মুনতাকিম বক্তব্য দেন।
ঢাকা/সিথুন/মাসুদ