ওয়ার্নার ব্রাদার্স ডিসকোভারির বেচাকেনা নিয়ে নতুন করে জটিলতা তৈরি হয়েছে। স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্স এই মিডিয়া সাম্রাজ্য কিনে নিতে প্রতিযোগিতার মাধ্যমে দরদামও ঠিক করে ফেলেছিল। তবে তাদের আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে শেষ মুহূর্তে এসে দাঁড়াল প্যারামাউন্ট স্কাইড্যান্স। তারা গতকাল সোমবার ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি কিনে নিতে ১০ হাজার ৮৪০ কোটি ডলার দর হাঁকিয়েছে, যাকে হোস্টাইল বিড (প্রতিকূল দর) হিসেবে দেখা হচ্ছে।

ওয়ার্নার ব্রাদার্স কেনার দৌড়ে কয়েক সপ্তাহ ধরে চলা দর–কষাকষির লড়াইয়ে প্যারামাউন্ট ও কমকাস্টকে হারিয়ে গত শুক্রবার বিজয়ী হয়েছিল নেটফ্লিক্স। তারা ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির টিভি, ফিল্ম স্টুডিও এবং স্ট্রিমিং সম্পদের জন্য ৭ হাজার ২০০ কোটি ডলারের ইকুইটি চুক্তি নিশ্চিত করেছিল।

তবে প্যারামাউন্টের সর্বশেষ এ উদ্যোগের অর্থ দাঁড়াচ্ছে, ওয়ার্নার ব্রাদার্স এবং এর জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এইচবিও এবং ডিসি কমিকস সম্পদ দখলের এই প্রতিযোগিতা শিগগিরই শেষ হচ্ছে না।

গতকাল সোমবার বিকেলে ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির পরিচালনা পর্ষদ জানিয়েছে, তারা প্যারামাউন্টের প্রস্তাবটি খতিয়ে দেখছে। তবে নেটফ্লিক্সের ব্যাপারে তারা তাদের বর্তমান সুপারিশে পরিবর্তন আনছে না। তারা কোম্পানিটিকে প্যারামাউন্ট স্কাইড্যান্সের প্রস্তাবের বিষয়ে ‘এ মুহূর্তে কোনো পদক্ষেপ না নেওয়ার’ পরামর্শ দিয়েছে।

ওয়ার্নার ব্রাদার্সের প্রতি শেয়ারের মূল্য ৩০ ডলার বলে প্রস্তাব দিয়েছে প্যারামাউন্ট। এতে অর্থায়ন করছে অ্যাফিনিট পার্টনার্স। এ প্রতিষ্ঠান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়েজামাই জ্যারেড কুশনারের বিনিয়োগ সংস্থা। এতে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের সরকার-পরিচালিত বিনিয়োগ তহবিল রয়েছে।

এ প্রস্তাবের পেছনে এলিসন পরিবারের সমর্থন রয়েছে। বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তি ল্যারি এলিসন হলেন প্যারামাউন্টের প্রধান ডেভিড এলিসনের বাবা এবং হোয়াইট হাউসের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।

বুরব্যাংকে ওয়ার্নার ব্রাদার্সের স্টুডিও। ৮ ডিসেম্বর ২০২৫, ক্যালিফোর্নিয়া.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: প য র ম উন ট প রস ত ব

এছাড়াও পড়ুন:

ভাপা পিঠার রেসিপি

উপকরণ

চালের গুঁড়া: ৫০০ গ্রাম

লবণ: আধা চা-চামচ

গরম পানি: প্রয়োজনমতো (প্রায় ১ কাপ বা একটু বেশি)

নারকেল: কোরানো ১ কাপ

পাটালি গুড়: আধা কাপ

এলাচিগুঁড়া: সামান্য।

আরও পড়ুনপালংশাকে ফলি মাছের মাথার রেসিপি০৭ ডিসেম্বর ২০২৫প্রণালি

একটি পাত্রে চালের গুঁড়া আর লবণ মেশান। হালকা গরম পানি অল্প অল্প করে ছিটিয়ে দিন।

এমন করে মেশাবেন যেন গুঁড়া ভেজা ভেজা হয়। মুঠো করে ধরলে জমাট বাঁধবে, কিন্তু চাপ ছাড়লে ভেঙে যাবে। এটাই নিখুঁত ভাপা পিঠার গুঁড়ি।

কোরানো নারকেল গরম প্যানে নেড়ে একটু শুকিয়ে নিন। এরপর গুড় যোগ করে কম আঁচে মেশান যতক্ষণ না নরম হয়ে যায়।

এলাচিগুঁড়া দিয়ে নামিয়ে নিন। পাতলা কাপড় ভিজিয়ে নিংড়ে নিন।

এই কাপড়ের মধ্যে একটা ছোট বাটি রাখুন। এবার বাটির ওপর প্রথমে অল্প ভেজা গুঁড়ির এক স্তর দিন।

তার ওপর এক স্তর নারকেল আর গুড়ের পুর দিন। আবার গুঁড়ি দিয়ে ঢেকে হালকা চাপ দিন। এবার কাপড়টি দিয়ে পুরো বাটিটি মুড়িয়ে নিন।

এবার ভাপার পানি ফুটে উঠলে ওই বাটিটি উল্টো করে ছাঁচে বসিয়ে ৫ থেকে ৮ মিনিট ভাপিয়ে নিন।

কাপড় ধরে পিঠা তুলে নামিয়ে গরম-গরম পরিবেশন করুন।

টিপস

গুঁড়ি তৈরির সময় পানি বেশি হয়ে গেলে পিঠা শক্ত হয়, কম হলে ভাঙা ভাঙা হয়। তাই গরম পানি ছিটিয়ে ছিটিয়ে মেশাবেন। পিঠা ভাপে দেওয়ার আগে পানির পাত্রের পানি ভালোভাবে ফুটে ওঠা চাই।

আরও পড়ুনইলিশের মাথায় টমেটোর খাট্টা মিঠার রেসিপি০৮ ডিসেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ