বাথটাবের ছবিতে ভাইরাল, প্রশংসা–কটাক্ষ দুটোই মিলছে শ্রাবন্তীর
Published: 9th, December 2025 GMT
টালিউডের আলোচিত ও জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়—কাজের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়েও যাঁকে ঘিরে চর্চার কমতি নেই। এবার আলোচনা তৈরি করেছে তাঁর নতুন একটি ইনস্টাগ্রাম পোস্ট। বাথটাবে তোলা সেই ছবিকে কেন্দ্র করে শুরু হয়েছে প্রশংসা যেমন, তেমনি কটাক্ষও।
আজ মঙ্গলবার নিজের ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেন শ্রাবন্তী। ছবিতে দেখা যায়, সাবানের ফেনায় ঢাকা বাথটাবে বসে আছেন তিনি। চোখ বুজে পরিচিত মৃদু হাসিতে ধরা দিয়েছেন অভিনেত্রী। পরনে সোনালি রঙের বিকিনি। ছবির ক্যাপশনে শ্রাবন্তী লিখেছেন, ‘নিজেকে সিক্ত রাখতে থাকুন।’
ছবি প্রকাশের পরই মন্তব্যের ঘর ভরে ওঠে। অনেকেই প্রশংসায় ভাসিয়েছেন অভিনেত্রীকে। কেউ লিখেছেন, ‘দারুণ চোখের ভাষা’, কেউ আবার আগুনের ইমোজি দিয়ে তাঁর লুকের প্রশংসা করেছেন। তবে নেট–দুনিয়ায় সমালোচনাও এসেছে। একজন মন্তব্য করেন, ‘ঠান্ডায় এত স্নান কেন দেখাচ্ছেন?’ আরেকজন কটাক্ষ করে লেখেন, ‘বুড়ি হয়ে আর কত…’।
আরও পড়ুননতুন প্রেমে জড়িয়েছেন শ্রাবন্তী, প্রেমিক কে জানেন১৯ ডিসেম্বর ২০২৩শ্রাবন্তী চট্টোপাধ্যায়.উৎস: Prothomalo
কীওয়ার্ড: শ র বন ত
এছাড়াও পড়ুন:
কারাগারের বাইরে ইমরান খানের বোনের অবস্থান ধর্মঘট
পাকিস্তানের রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারের কাছে অবস্থান ধর্মঘট শুরু করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের বোন আলেমা খান। ইমরানের সাথে আবারো দেখা করতে অস্বীকৃতি জানানোর পর তিনি অবস্থান ধর্মঘট শুরু করেন। খবর ডন অলাইন।
আলেমা খান তার ভাইয়ের সাথে দেখা করার জন্য একাধিকবার চেষ্টা করেছেন। গত মঙ্গলবার এবং বৃহস্পতিবার আদালতের সাক্ষাতের অনুমতি দেওয়ার পরেও প্রতিবারই কারা কর্তৃপক্ষ তাকে সাক্ষাতের অনুমতি দিতে অস্বীকৃতি জানিয়েছে।
অবশ্য গত সপ্তাহে, কর্তৃপক্ষ ইমরানের আরেক বোন উজমা খানকে তার কারাবন্দী ভাইয়ের সাথে দেখা করার অনুমতি দেয়। সাক্ষাতের পর, তিনি বলেছিলেন যে ইমরান খান ‘সম্পূর্ণ সুস্থ’ আছেন।
মঙ্গলবার কারাগারে যাওয়ার পথে ভিডিও বিবৃতিতে আলেমা অভিযোগ করেন, রাষ্ট্র আইন ভঙ্গ করছে, যদিও পিটিআই কোনো অবৈধ কাজ করেনি।
তিনি বলেছেন, “যদি তারা অবৈধভাবে কাজ করে এবং আমরা আইন অনুসারে আমাদের কাজ করি, যদি তারা সঠিক হয় এবং আমরা ভুল হই, তাহলে এটি দেখায় যে আমাদের রাষ্ট্রব্যবস্থা কীভাবে কাজ করে।”
ঢাকা/শাহেদ