অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পেল ‘টাঙ্গাইল শাড়ির বুনন’
Published: 9th, December 2025 GMT
জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা-ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পেয়েছে টাঙ্গাইর শাড়ির বুনন শিল্প।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) ভারতের রাজধানী নয়াদিল্লিতে ইউনেস্কো কনভেনশনের ২০তম সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
আরো পড়ুন:
পূজার সাজে ট্রেন্ডি পাঁচ লুক
ঈদ এবং বৈশাখে ৪০০ কোটি টাকার টাঙ্গাইল শাড়ি বিক্রির সম্ভাবনা
বাংলাদেশের পরররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।
ইউনেস্কোতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত খন্দকার এম তালহা বলেন, এই স্বীকৃতি বাংলাদেশের জন্য একটি অসামান্য গৌরবের বিষয়।
“দীর্ঘ দুই শতাব্দির বেশি সময় ধরে টাঙ্গাইলের তাঁতীদের অনবদ্য শিল্পকর্মের বৈশ্বিক স্বীকৃতি এটি। টাঙ্গাইল শাড়ি বাংলাদেশের নারীদের নিত্য পরিধেয়, যা এই শাড়ি বুনন শিল্পের আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের পেছনে অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে,” বলেন এম তালহা।
২০২৩ সালে টাঙ্গাইল শাড়িকে নিজেদের ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে ঘোষণা করে ভারত, যা নিয়ে বাংলাদেশে ব্যাপক নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছিল।
ইউনেস্কোর এমন স্বীকৃতির ফলে ওই বিতর্কের অবসান হলো বলে মনে করা হচ্ছে।
ঢাকা/রাসেল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
কারাগারের বাইরে ইমরান খানের বোনের অবস্থান ধর্মঘট
পাকিস্তানের রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারের কাছে অবস্থান ধর্মঘট শুরু করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের বোন আলেমা খান। ইমরানের সাথে আবারো দেখা করতে অস্বীকৃতি জানানোর পর তিনি অবস্থান ধর্মঘট শুরু করেন। খবর ডন অলাইন।
আলেমা খান তার ভাইয়ের সাথে দেখা করার জন্য একাধিকবার চেষ্টা করেছেন। গত মঙ্গলবার এবং বৃহস্পতিবার আদালতের সাক্ষাতের অনুমতি দেওয়ার পরেও প্রতিবারই কারা কর্তৃপক্ষ তাকে সাক্ষাতের অনুমতি দিতে অস্বীকৃতি জানিয়েছে।
অবশ্য গত সপ্তাহে, কর্তৃপক্ষ ইমরানের আরেক বোন উজমা খানকে তার কারাবন্দী ভাইয়ের সাথে দেখা করার অনুমতি দেয়। সাক্ষাতের পর, তিনি বলেছিলেন যে ইমরান খান ‘সম্পূর্ণ সুস্থ’ আছেন।
মঙ্গলবার কারাগারে যাওয়ার পথে ভিডিও বিবৃতিতে আলেমা অভিযোগ করেন, রাষ্ট্র আইন ভঙ্গ করছে, যদিও পিটিআই কোনো অবৈধ কাজ করেনি।
তিনি বলেছেন, “যদি তারা অবৈধভাবে কাজ করে এবং আমরা আইন অনুসারে আমাদের কাজ করি, যদি তারা সঠিক হয় এবং আমরা ভুল হই, তাহলে এটি দেখায় যে আমাদের রাষ্ট্রব্যবস্থা কীভাবে কাজ করে।”
ঢাকা/শাহেদ