ইতালির প্রধানমন্ত্রীর সামনে যে কারণে হাঁটু গেড়ে বসলেন আলবেনিয়ার প্রধানমন্ত্রী
Published: 16th, January 2025 GMT
আলবেনিয়ার প্রধানমন্ত্রী এডি রামা ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির ৪৮তম জন্মদিনে তাকে একটি সুন্দর স্কার্ফ উপহার দিয়েছেন। এছাড়া এক হাঁটু গেড়ে বসে ‘তান্তি আউগুরি’ নামে জন্মদিনের শুভেচ্ছার গান গেয়েছেন। বুধবার আবুধাবিতে ওয়ার্ল্ড ফিউচার এনার্জি সামিটে এ কাণ্ড ঘটিয়েছেন এডি রামা।
হালকা ওজনের এই স্কার্ফটি ডিজাইন করেছিলেন একজন ইতালীয় ডিজাইনার, যিনি আলবেনিয়ায় বসবাস করছেন। স্কার্ফটি বাক্স থেকে বের করার পর অনেকটা হিজাবের মতো করে তা মেলোনির মাথায় পরিয়ে দেন এডি রামা।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ ভিডিওটি পোস্টের পর অনেকেই এডির সমালোচনা করেছেন। কেউ বলেছেন, এডি যা করেছেন তা হচ্ছে ‘ভাঁড়ামি’। আবার কেউ বলেছেন, ‘বিচ্ছিরি ঘটনা।’
ইতালির প্রধানমন্ত্রী মেলোনি ডানপন্থী ব্রাদার্স অফ ইতালির নেতৃত্ব দিচ্ছেন এবং রামা আলবেনিয়ার সমাজতান্ত্রিক দলের নেতৃত্ব দিচ্ছেন। তাদের রাজনৈতিক বিশ্বাস ভিন্ন হওয়া সত্ত্বেও, এই দুই নেতার মধ্যে একটি ভালো কার্যকরী সম্পর্ক বজায় রয়েছে। গত বছর মেলোনি যখন রামার সাথে ইতালিতে আটক কিছু অভিবাসীকে আলবেনিয়ার আটক কেন্দ্রে পাঠানোর জন্য একটি চুক্তি করেছিলেন, তখন এটি স্পষ্ট হয়ে ওঠে।
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
রাজশাহীতে পুলিশ দেখে পালাতে গিয়ে সাবেক কাউন্সিলরের মৃত্যু
রাজশাহী সিটি করপোরেশনের সাবেক এক কাউন্সিলরের মৃত্যু হয়েছে। পরিবার বলছে, পুলিশ দেখে পালাতে গিয়ে অসুস্থ হয়ে তিনি মারা যান। তবে পুলিশ বলছে, তারা অন্য কাজে এলাকায় গিয়েছিল, ওই কাউন্সিলরকে ধরতে যায়নি। গতকাল বুধবার দিবাগত রাতে নগরের দাসপুকুর এলাকায় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া ওই কাউন্সিলরের নাম কামাল হোসেন (৫৫)। তিনি নগরের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং দাসপুকুর এলাকার বাসিন্দা। একসময় বিএনপির রাজনীতি করতেন। পরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত হন। তবে দলে তাঁর কোনো পদ–পদবি ছিল না।
গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর কামাল হোসেনের নামে চারটি মামলা হয়। তিনি এলাকায় থাকলেও গা ঢাকা দিয়ে থাকতেন। পরিবারের ধারণা, মামলা থাকায় পুলিশ দেখে ভয় পেয়ে কিংবা হৃদ্রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে।
কামালের ছেলে সোহান শাকিল প্রথম আলোকে বলেন, ‘রাতে আমাদের এলাকায় পুলিশ এসেছিল। পুলিশ দেখে আমার বাবা তবজুল হক নামের এক ব্যক্তির বাড়িতে ঢুকে সিঁড়ি দিয়ে ছাদে উঠতে যান। তখন সিঁড়িতে অসুস্থ হয়ে পড়েন এবং সেখানেই মারা যান।’
নগরের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম প্রথম আলোকে বলেন, ‘কামাল হোসেনের বিরুদ্ধে চারটি মামলা আছে। তিনি আত্মগোপনে থাকতেন। শুনেছি রাতে তিনি মারা গেছেন।’
ওসি বলেন, রাতে দাসপুকুর এলাকায় পুলিশ গিয়েছিল। তবে কামালকে ধরতে যায়নি। পুলিশ গিয়েছিল অন্য কাজে। কিন্তু পুলিশ দেখে পালাচ্ছিলেন কামাল হোসেন। তখন হৃদ্রোগে তাঁর মৃত্যু হয়েছে। লাশ পরিবারের কাছেই আছে। তারা দাফনের ব্যবস্থা করছে।