ছাত্রলীগের কর্মসূচির প্রতিবাদে ববিতে ছাত্রদলের বিক্ষোভ
Published: 31st, January 2025 GMT
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঘোষিত কর্মসূচির প্রতিবাদ জানিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ছাত্রদল। কেন্দ্রীয় ছাত্রলীগ গত ২৯ জানুয়ারি একটি বিজ্ঞাপ্তিতে ৯ দিনের কর্মসূচি ঘোষণা করে। এর প্রতিবাদে শুক্রবার (৩১ জানুয়ারি) বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন ববি শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
অবস্থান কর্মসূচিতে ববি শাখা ছাত্রদলের কর্মী আজমাইন সাকিব বলেছেন, “নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ দেশকে অস্থিতিশীল করতে চক্রান্ত অব্যাহত রেখেছে। আমরা তা হতে দিতে পারি না। আমরা দেখেছি, ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ছাত্রলীগকে নামমাত্র নিষিদ্ধ করলেও তাদের বিরুদ্ধে বর্তমান অন্তবর্তী সরকার দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। ফলে, ফেব্রুয়ারি মাসে কর্মসূচি ঘোষণার মাধ্যমে তারা ধৃষ্টতা দেখানোর সাহস পেয়েছে। এতে এ সরকারের ব্যর্থতা দৃশ্যমান হয়েছে। আমরা বলে দিতে চাই, বাংলাদেশের মাটিতে কোনো সন্ত্রাসী সংগঠনের কার্যক্রম চালাতে যাওয়া হবে না।”
আরেক কর্মী মাহমুদা ইমরান বলেন, “নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এখনো অপচেষ্ট চালাচ্ছে ক্ষমতা ফিরে পেতে। এমন হলে ছাত্র-জনতাকে সাথে নিয়ে তাদের মোকাবিলা করা হবে। বরিশাল বিশ্ববিদ্যালয়ে কোনো সন্ত্রাসী সংগঠনকে কার্যক্রম চালাতে দেওয়া হবে না।”
বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচিতে অংশ নেন আজমাইন সাকিব, মাহমুদ ইমরান, মো.
ঢাকা/সাইফুল/রফিক
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ছ ত রদল স গঠন
এছাড়াও পড়ুন:
সিডনিতে তিন তারকার হলো দেখা
দূর প্রবাসের ব্যস্ত জীবনে হঠাৎ দেশের চেনা মুখের দেখা মিলে গেলে সেটি কেবল একটি সাধারণ সাক্ষাৎ থাকে না। বরং হয়ে ওঠে দেশের স্মৃতি টেনে আনা এক মুহূর্ত, হয়ে ওঠে একটুকরো বাংলাদেশের প্রতিচ্ছবি। এমনই এক দৃশ্যের অবতারণা হলো গত শনিবার অস্ট্রেলিয়ার সিডনির এডমন্ডসন পার্ক মলে।
বাংলাদেশের তিন অঙ্গনের তিন পরিচিত মুখ—ক্রিকেটার ইমরুল কায়েস, গায়ক তাহসান খান ও অভিনেতা মাজনুন মিজান সেখানে হঠাৎ একত্র হলেন। ব্যস্ত নগরের ভিড়ে এই তিন তারকার দেখা হয়ে গেল এক ‘অপ্রত্যাশিত’ আড্ডায়।
তিন ভুবনের তারকারা
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ওপেনার ইমরুল কায়েস সম্প্রতি পরিবার নিয়ে সিডনিতে স্থায়ী হয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে বহু স্মরণীয় ইনিংস খেলা এই বাঁহাতি ব্যাটসম্যান এখন নতুন করে জীবনের আরেক অধ্যায় শুরু করেছেন অস্ট্রেলিয়ায়। অভিনেতা মাজনুন মিজানও অনেক দিন ধরেই পরিবার নিয়ে সিডনিতে বসবাস করছেন।
ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেতা দেশে অসংখ্য নাটকে অভিনয় করেছেন। নাট্যাঙ্গনের পরিচিত মুখ হলেও সিডনিতে তিনি অনেকটা পর্দার আড়ালেই থাকেন, তবু প্রবাসী বাঙালিদের কাছে তিনি প্রিয়জন।
অন্যদিকে গায়ক ও অভিনেতা তাহসান খান ছিলেন সফররত। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে কনসার্ট করছেন তিনি। ব্রিসবেন ও অ্যাডিলেডে সফল শো শেষে সিডনির কনসার্টেও হাজারো দর্শকের মন জয় করেছেন। এরপর সামনে রয়েছে মেলবোর্ন ও পার্থে তাঁর পরিবেশনা। সিডনিতে সফল কনসার্টের রেশ এখনো কাটেনি, এরই মধ্যে ঘটে গেল এই মিলন।