আবারো বিয়ে করলেন দুই পর্দার জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলন। তার স্ত্রীর নাম তানিয়া শারমীন শিপা। গত ৮ ফেব্রুয়ারি চট্টগ্রামে একটি হোটেলে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
আনিসুর রহমান মিলনের আমন্ত্রণে তার বাসায় হাজির হয়েছিলেন নির্মাতা চয়নিকা চৌধুরী। বিয়ের তথ্য জানিয়ে তিনি বলেন, “গত ৮ ফেব্রুয়ারি চট্টগ্রামে মিলন ও শিপার বিয়ে হয়েছে। আজ (৬ মার্চ) মিলনের দাওয়াতে তার বউ দেখতে গিয়েছিলাম। দুজনকে খুব ভালো মানিয়েছে। দোয়া করি ওরা যেন সুখী হয়।”
মিলন-শিপা দম্পতির ছবি সামাজিক যোগাযোগমধ্যমে পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন চয়নিকা চৌধুরী। ক্যাপশনে তিনি লেখেন, “অনেকে অনেক শুভেচ্ছা মিলন ও শিপা ভাবি। অনেক ভালো লাগল। সুখী হও। আনন্দে ভাসো। এত্ত ভালোবাসা। অভিনন্দন।”
আরো পড়ুন:
আমাকে সাহায্য করুন: সোহানা সাবা
মোশাররফ-তানিয়ার ‘খুচরা পাপী’
আনিসুর রহমান মিলনের প্রথম স্ত্রীর নাম লুসি গোমেজ। ১৯৯৯ সালে বিয়ে করেন তারা। ২০১৩ সালে তাদের দীর্ঘ দাম্পত্য জীবনের ইতি ঘটে। এরপর দ্বিতীয় স্ত্রী পলি আহমেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মিলন। এ সংসারে তাদের একটি পুত্রসন্তান রয়েছে।
তবে দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াইয়ের পর ২০২২ সালে সেপ্টেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আনিসুর রহমান মিলনের দ্বিতীয় স্ত্রী পলি আহমেদ। তারপর থেকে পুত্রকে নিয়ে জীবনযাপন করছিলেন মিলন।
ঢাকা/শান্ত
.