১৪ বল বাকি থাকতে নেমে ফিফটি, আছে ১০ বল থাকতে নেমেও ফিফটির রেকর্ড
Published: 4th, May 2025 GMT
১৪ বলে ফিফটি, শেষ ২ ওভারে ৫৪ রান—আইপিএলে গতকাল রোমারিও শেফার্ডের কল্যাণে এমন ঝড় দেখা গেছে। চেন্নাই ও বেঙ্গালুরুর ৪২৪ রানের ম্যাচে রেকর্ড হয়েছে আরও। সেটি দেখে নেওয়া যাক...১
প্রথমবারের মতো আইপিএলের গ্রুপ পর্বে চেন্নাই সুপার কিংসকে দুবার হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিরাট কোহলির বেঙ্গালুরুর বিপক্ষে চেন্নাই অবশ্য এমন কীর্তি করেছে তিনবার—২০১৫, ২০১৮ ও ২০২১।
১২আইপিএলে টানা ১২ বারের মতো ১৮০ রানের বেশি রান তাড়া করতে নেমে হেরেছে চেন্নাই। ২০১৯ থেকে ২০২৩—এই সময়ের মধ্যে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও চেন্নাইয়ের মতো ১৮০ রানের বেশি রান তাড়া করতে হবে এমন ম্যাচে হেরেছে। এ রেকর্ডটা যদিও পাঞ্জাব কিংসের। তারা হেরেছে টানা ১৫টিতে।
৫৪কাল শেষ ২ ওভারে বেঙ্গালুরু তুলেছে ৫৪ রান। আইপিএলে ইনিংসের শেষ ২ ওভারে এত রান আগে কখনো হয়নি।
৫২শেষ ২ ওভারে কাল রোমারিও শেফার্ড নিয়েছেন ৫২। টি-টোয়েন্টিতে শেষ ২ ওভারে এর চেয়ে বেশি রান কেউ কোনো দিন নিতে পারেননি। সমান ৫২ রানই তুলেছিলেন নেপালের দীপেন্দ্র সিং ঐরি।
১৪শেফার্ডের ফিফটি এসেছে ১৪ বলে। যা আইপিএলে দ্রুততম ফিফটির তালিকায় যৌথভাবে দ্বিতীয়। সবচেয়ে দ্রুততম ফিফটির রেকর্ড যশস্বী জয়সোয়ালের, ১৩ বলে। বেঙ্গালুরুর হয়ে সবচেয়ে দ্রুততম ফিফটি ছিল ক্রিস গেইলের, ১৭ বলে।
৩২খলিল আহমেদের ১৯তম ওভারে শেফার্ড নেন ৩২ রান। এক ওভারে এর চেয়ে বেশি রান আইপিএলে নিয়েছেন মাত্র তিনজন। গত মৌসুমে এই শেফার্ডই আনরিখ নর্কিয়ার এক ওভারে ৩২ তুলেছিলেন।
১১৪৬চেন্নাইয়ের বিপক্ষে কোহলির রান। আইপিএলে কোনো নির্দিষ্ট দলের বিপক্ষে এর চেয়ে বেশি রান কোনো খেলোয়াড় করতে পারেনি।
আইপিএলে সর্বোচ্চবার ৫০০ বা এর চেয়ে বেশি রান করার রেকর্ড এখন কোহলির.