গাইবান্ধায় ঝড়ে গাছের ডালের আঘাতে র্যাব সদস্যের মৃত্যু
Published: 12th, May 2025 GMT
গাইবান্ধায় কালবৈশাখী ঝড়ে গাছের ডাল ভেঙে আবু বক্কর সিদ্দিক (২৭) নামের এক র্যাব সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় সাইফুর রহমান (৪০) নামের আরেক র্যাব সদস্য আহত হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার গাইবান্ধা-সাদুল্লাপুর সড়কের সাহারবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আবু বক্কর র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি কুষ্টিয়ায়। আজ সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান তালুকদার। এ ছাড়া র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের মিডিয়া সেলও তাঁর মৃত্যুর তথ্য জানিয়েছে।
পুলিশ ও কয়েকজন প্রত্যক্ষদর্শী জানায়, দায়িত্ব পালন শেষে গতকাল রাতে সাইফুরকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে সাদুল্লাপুর থেকে গাইবান্ধার ক্যাম্পে ফিরছিলেন আবু বক্কর। তাঁরা রাত সাড়ে ১০টার দিকে সাহারবাজার এলাকায় পৌঁছালে ঝড় শুরু হয়। এ সময় গাছের একটি ডাল ভেঙে মোটরসাইকেলের ওপর আছড়ে পড়ে যায়। তখন মোটরসাইকেল চালাচ্ছিলেন আবু বক্কর। ডালের আঘাতে তিনি তাৎক্ষণিকভাবে গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনায় আহত সাইফুরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহীনুল ইসলাম মণ্ডল জানান, ওই র্যাব সদস্যকে গতকাল রাত পৌনে ১১টার দিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। সাইফুর রহমান (৪০) আরেক র্যাব সদস্যকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এদিকে র্যাব-১৩ রংপুর কার্যালয়ের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত এএসআই মিজান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, আজ সোমবার বাদ জোহর রংপুরে আবু বক্করের জানাজা অনুষ্ঠিত হয়েছে। পরে তাঁর পরিবারের কাছে লাশটি হস্তান্তর করা হয়।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: য ব সদস য
এছাড়াও পড়ুন:
কলাপাতায় আম–ডালের পাতুড়ির রেসিপি
উপকরণ
বুটের ডাল মিহি বাটা আধা কাপ, নারকেল মিহি বাটা আধা কাপ, কাঁচা মরিচবাটা ১ চা-চামচ বা স্বাদমতো, লবণ পরিমাণমতো, আস্ত কাঁচা মরিচ প্রয়োজনমতো, হলুদের গুঁড়া আধা চা-চামচ, কাঁচা আমবাটা ৩ চা-চামচ, শর্ষের তেল সিকি কাপ, সাদা শর্ষেবাটা আধা চা-চামচ, ভাজা জিরাগুঁড়া ১ চিমটি, কলাপাতা পছন্দমতো আকার করে কাটা ৭–৮ টুকরা।
আরও পড়ুনদেখুন কাঁচা আম দিয়ে মুরগির রেসিপি০২ মে ২০২৫প্রণালিপ্রথমে বুটের ডাল ভালো করে ধুয়ে তিন থেকে চার ঘণ্টা ভিজিয়ে রাখতে হবে। এরপর মিহি করে বেটে নিতে হবে বা ব্লেন্ড করে নিন। একটা বাটিতে শর্ষের তেলসহ ওপরের সব উপকরণ একসঙ্গে ভালো করে মেখে নিন। এবার কলাপাতাগুলো একটু সেঁকে নিতে হবে। কলাপাতার ওপরে ডালের মিশ্রণ থেকে ২ চা-চামচ নিয়ে চারকোনা আকার করে বিছিয়ে দিতে হবে। আস্ত কাঁচা মরিচ ১টি আর সামান্য একটু শর্ষের তেল দিয়ে কলাপাতা ভাঁজ করে নিন। একটা প্যান চুলায় বসিয়ে গরম করে নিতে হবে। চুলার আঁচ কমিয়ে কলাপাতাগুলো প্যানে বিছিয়ে দিয়ে ঢেকে রাখুন। এভাবে সেদ্ধ না হওয়া পর্যন্ত ভাজতে হবে। এক পিঠ হলে উল্টে আর এক পিঠ ভেজে ফেলুন। হয়ে গেলে গরম-গরম সাদা ভাতের সঙ্গে পরিবেশন করুন।
আরও পড়ুনআম ডালের রেসিপি০৮ মে ২০২৫