ব্রাজিল ফুটবল কনফেডারেশন অনেক চেষ্টা করে কার্লো আনচেলত্তিকে জাতীয় দলের কোচ হিসেবে নিয়োগ দিলেও, বিষয়টি ভালোভাবে গ্রহণ করেননি দেশটির প্রেসিডেন্ট লুলা দা সিলভা। তার মতে, ব্রাজিলের মতো ফুটবল ঐতিহ্যবাহী দেশের জন্য বিদেশি কোচের প্রয়োজন নেই।

ইতিহাস ঘেঁটে দেখা যায়, ১৯৬৫ সালের পর প্রথমবারের মতো কোনো বিদেশি কোচের দায়িত্ব নিচ্ছেন আনচেলত্তি। কেন তাকে বেছে নেওয়া হয়েছে, সেটি অনেকেরই জানা। তবে লুলার আপত্তি দেশের কোচদের প্রতি আস্থা নিয়ে। চীনে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি তার (আনচেলত্তি) বিরুদ্ধে নই। কিন্তু আমি বিশ্বাস করি, ব্রাজিল জাতীয় দল পরিচালনার জন্য আমাদের দেশের কোচরাই যথেষ্ট যোগ্য।’

প্রখ্যাত ফুটবলপ্রেমী হিসেবে পরিচিত লুলা এর আগেও আনচেলত্তির নিয়োগ নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন। ২০২৩ সালে তিনি মন্তব্য করেছিলেন, ‘সে কখনো নিজ দেশের (ইতালি) কোচ হতে পারেনি, যে দেশ ২০২২ বিশ্বকাপেই কোয়ালিফাই করতে পারেনি। তাহলে সে আমাদের সমস্যার সমাধান করবে কীভাবে?’

তবে সমালোচনার মাঝেও আনচেলত্তির কৌশলগত দক্ষতাকে স্বীকৃতি দিয়েছেন লুলা। তাকে 'গ্রেট টেকনিশিয়ান' আখ্যা দিয়ে ব্রাজিলের বিশ্বকাপ বাছাই পর্বে উত্তরণ এবং সম্ভব হলে শিরোপা জয়ে তার ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করেছেন।

বর্তমানে বিশ্বকাপ বাছাইয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলে চতুর্থ স্থানে আছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। ১৪ ম্যাচ শেষে তাদের সংগ্রহ ২১ পয়েন্ট। তাদের উপরে অবস্থান করছে আর্জেন্টিনা, উরুগুয়ে ও ইকুয়েডর। মূল পর্বে জায়গা করে নিতে শীর্ষ ছয়ে থাকাটা জরুরি ব্রাজিলের জন্য।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

অশ্লীলতার অভিযোগে অভিনেত্রী-নির্মাতাদের লিগ্যাল নোটিশ

সেলিব্রিটি ক্রিকেট লিগে অশ্লীলতার অভিযোগে কয়েকজন তারকা অভিনেত্রী ও মেন্টরকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জাকির হোসেন এ নোটিশ পাঠিয়েছেন।

যাদের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন, তারা হলেন— মেন্টর নির্মাতা প্রবীন রহমান চৌধুরী, মেন্টর গিয়াস উদ্দিন সেলিম, মেন্টর তানিম রহমান অংশু এবং সিনথিয়া ইয়াসমিন, অভিনেত্রী কেয়া পায়েল, মারুফা আক্তার জামান, মডেল শাম্মি ইসলাম নিলা ও আলিশা।

আইনজীবী মো. জাকির হোসেনের পাঠানো লিগ্যাল নোটিশে বলা হয়েছে, বাংলাদেশের মানুষ ক্রিকেটপ্রেমী। ক্রিকেটের প্রতি আবেগপ্রবণ, তাই বাংলাদেশের শিশু থেকে শুরু করে বয়স্ক ব্যক্তিরাও ক্রিকেট খেলা পছন্দ করেন এবং ক্রিকেট নিয়ে নানা কৌতূহল থাকে। জাতীয় পর্যায়ে ক্রিকেট ম্যাচ থেকে শুরু করে ঘরোয়া লিগের সব ক্রিকেট খেলাই শিশু থেকে বয়স্ক সবাই পরিবারকে নিয়ে দেখেন এবং দেখার ইচ্ছা করে। তবে যদি হয় সেই ক্রিকেট ম্যাচ সেলিব্রিটি নিয়ে, তাহলে সাধারণ জনগণের মাঝে আরো কৌতুহল থাকে ক্রিকেট ম্যাচ দেখার, হোক সেটি সরাসরি বা অনলাইনে।

আরো পড়ুন:

ছোটবেলা থেকেই খুব খেলতে চাইতাম: তাসনুভা তিশা

সাগরপাড়ে প্রেমের ঢেউ, চমকের চুমুর ছবি ভাইরাল!

বর্তমানে আমরা দেখতে পেয়েছি, সেলিব্রিটি ক্রিকেট লিগ-২০২৫ টুর্নামেন্ট ছাড়া হয়েছে। সেখানে বাংলাদেশের বিভিন্ন মডেলসহ ছোট ও বড় পর্দার অভিনেত্রীরা অংশগ্রহণ করছেন। সেই সেলিব্রিটি ক্রিকেট লিগে মারিয়া মিম, সিনথিয়া ইয়াসমিন, কেয়া পায়েল, মারুফা আক্তার জামান, শাম্মি ইসলাম নিলা ও আলিশা তাদের শালীনতা বজায় না রেখে অশালীন অঙ্গ-ভঙ্গিমাসহ ক্রিকেট খেলার জন্য বা প্রস্তুতি নেয়ার জন্য সঠিক ড্রেস না পরে ছোট ছোট ড্রেস পরে ক্রিকেট খেলার নামে সমাজে ছোট-বড় সবার মাঝে অশ্লীলতা ছড়িয়ে দিচ্ছে, যা ক্রিকেটপ্রেমীদের মনে বিরূপ প্রতিক্রিয়া ফেলছে। একইসঙ্গে সমাজে অশ্লীলতা ছড়িয়ে পড়ছে এবং অভিনেত্রী মারুফা আক্তার জামান নিজেও ইন্টারভিউতে বলেন, ফিগার যদি না দেখাতে পারে তাহলে কীভাবে হলো? এ থেকে স্পষ্ট, ক্রিকেটের নামে অশ্লীলতা ছড়িয়ে দিচ্ছেন অভিনেত্রীরা, যা সমাজের জন্য ক্ষতিকর এবং ক্রিকেটকে কলঙ্কিত করা হচ্ছে।

শালীনতা বজায় রাখার আহ্বান জানিয়ে এ নোটিশে বলা হয়েছে, বাংলাদেশে বেশিরভাগ যেহেতু মুসলিম এবং ইসলামকে ধারণ করেন, তাই সেলিব্রিটি ক্রিকেট লিগ নামে অশ্লীলতাকে ছড়িয়ে না দিয়ে সেলিব্রিটি ক্রিকেট লিগের সব খেলোয়াড়দের শালীন ড্রেস মেইনটেইন করে খেলার জন্য আহ্বান করা হলো। তাতে যেমন সমাজ অশ্লীলতা থেকে রক্ষা পাবে, তেমনি ক্রিকেটপ্রেমীদের মনে আরো বেশি ক্রিকেটের প্রতি ভালোবাসা বাড়বে।

নির্মাতা ও কয়েকজন অভিনেত্রীর নাম উল্লেখ করে নোটিশে বলা হয়েছে, নির্মাতা প্রবীন রহমান চৌধুরী, গিয়াস উদ্দিন সেলিম ও তানিম রহমান অংশু উক্ত খেলা পরিচালনা করছেন, তাই তাদের সুপরামর্শে অশ্লীল ড্রেসকোড পরা অভিনেত্রীদের শালীনতায় ফিরিয়ে আনবেন এবং ক্রিকেট খেলার নামে যে অশ্লীলতা ছড়িয়ে পড়ছে তা থেকে ক্রিকেটকে মুক্ত রাখবেন। নোটিশ গ্রহীতা মারিয়া মিম, সিনথিয়া ইয়াসমিন, কেয়া পায়েল, মারুফা আক্তার জামান, শাম্মি ইসলাম নিলা ও আলিশা ক্রিকেট খেলার নামে অশ্লীল ড্রেস কোড না পরে সুন্দর শালিন ড্রেস কোডের মাধ্যমে খেলায় অংশগ্রহণের ও প্রস্তুতি গ্রহণ করার জন্য আহ্বান করা হলো।

পাশাপাশি আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে নোটিশে বলা হয়েছে, আগামী ১৫ (পনের) দিনের মধ্যে অশ্লীল ড্রেস পরে ও অঙ্গ-ভঙ্গি করে কেন ক্রিকেট খেলার মধ্যে অশ্লীলতা ছড়িয়েছেন, তার জন্য জবাব দাখিল করতে বলা হলো। অন্যথায় সেলিব্রিটি ক্রিকেট লিগ-২০২৫ এই ক্রিকেট খেলা নিয়ে সমাজে অশ্লীলতা ছড়ানোর দায়ে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

গত ৫ মে রাজধানীর বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সের ক্রিকেট স্টেডিয়ামে ‘সেলিব্রিটি ক্রিকেট চ্যাম্পিয়নস ট্রফি-২০২৫’-এর উদ্বোধন করা হয়। মঙ্গলবার (১৩ মে) এ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। এ আসরে জয় লাভ করেছে গিগাবাইট টাইটানস। এ দলে খেলেছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ, শরিফুল রাজ, মৌসুমী হামিদ, মেহজাবীন চৌধুরী প্রমুখ।

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ