বন্ধ হলো ‘কাকতাল’ ব্যান্ডের কার্যক্রম
Published: 18th, May 2025 GMT
অল্পদিনেই তরুণদের হৃদয়ে জায়গা করে নিয়েছে ব্যান্ড ‘কাকতাল’। কিন্তু চার বছরের মাথায় থেমে গেল তাদের যাত্রা। গত শনিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্টে ব্যান্ডটি তাদের কার্যক্রম বন্ধের ঘোষণা দেয়।
কার্যক্রম বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন ব্যান্ড ম্যানেজার জাভেদ হক। তিনি বলেন, ‘অন্তু (ভোকালিস্ট) ভাই মূলত মানসিক শান্তির জায়গা থেকে গানবাজনা করেন। এখন তিনি যেহেতু এ সিদ্ধান্ত নিয়েছেন, সেটাই হচ্ছে। অনেকে যেমনটা ধারণা করছেন যে, ব্যান্ড সদস্যদের ভেতর কিছু হয়েছে কিনা! না, এমন কিছু হয়নি। আমাদের নিজেদের মধ্যে কোনো বিভেদ কিংবা এমন কিছু নেই।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যান্ডটির পক্ষ থেকে বলা হয়, ‘প্রায় ৪ বছরের একটা দুর্দান্ত যাত্রা ছিল আমাদের, যারা আমাদের শুনেছেন এবং সমর্থন করেছেন তাদের ধন্যবাদ। ভালোর সহিত অসাধারণ এক যাত্রা ছিল, যা আমাদের প্রত্যাশা কিংবা কল্পনারও বাইরে ছিল। আশা করি, আপনাদের স্মৃতিতেও আমরা কিছু অবদান রাখতে পেরেছি।’ কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়ে বলা হয়, ‘যা-ই হোক, যাত্রাটা এখানেই থামানো উচিত, কারণ শান্তি হারাতে বসেছে, অথচ সেটাই ছিল মূল উদ্দেশ্য। আশা করছি, আমরা এবং আপনারা সবাই জীবনে শান্তি খুঁজে পাব। মঙ্গল কামনা করছি।’
বলা দরকার, ২০২১ সালে সংগীতে পূর্ণমাত্রায় আত্মপ্রকাশ করে ব্যান্ড কাকতাল। এ ব্যান্ডের সদস্যরা হলেন– আসিফ ইকবাল অন্তু [ভোকালিস্ট ও গিটার], নাজেম আনোয়ার [বাঁশি], অ্যালেক্স জোভেন [ড্রামস ও পারকাশন], সৌম্য অনিন্দ্য ঋদ্ধ [বেস গিটার]। ‘আবার দেখা হলে’, ‘চাপা থাক’, ‘কিচ্ছু আজ করার নেই’, ‘গোলকধাঁধা’, ‘সোডিয়াম’সহ অনেক গান উপহার দিয়ে শ্রোতার হৃদয় জয় করেছে কাকতাল।