১৫ মিনিটের অভাবনীয় করতালি, কান্না সামলাতে পারলেন না অভিনেত্রী
Published: 22nd, May 2025 GMT
নরওয়েজিয়ান পরিচালক জোয়াকিম ত্রিয়ের-এর নতুন ছবি ‘সেন্টিমেন্টাল ভ্যালু’ বুধবার রাতে কান চলচ্চিত্র উৎসবে রেকর্ড গড়ে ১৫ মিনিট দীর্ঘ করতালিতে মুখরিত হয় পাদে দ্য ফেস্টিভালের অভিজাত হল। এই অভাবনীয় অভ্যর্থনার মুহূর্তে কান্না সামলাতে পারেননি মার্কিন অভিনেত্রী এল ফ্যানিং। দর্শকদের উল্লাসের মধ্যে তিনি আবেগে জড়িয়ে ধরেন পরিচালক ত্রিয়েরকে। একই সঙ্গে সহ-অভিনেতা স্টেলান স্কারসগার্ড দর্শকদের উদ্দেশ্যে উড়িয়ে দেন চুমু।
সেন্টিমেন্টাল ভ্যালু ছবির কেন্দ্রে রয়েছে একটি জটিল পারিবারিক সম্পর্কের গল্প। দুই বোন নোরা ও অ্যাগনেস বহু বছর পর তাদের বিচ্ছিন্ন পিতার সঙ্গে পুনর্মিলন করে—যিনি একসময় নামকরা চলচ্চিত্র পরিচালক ছিলেন। তিনি নিজের প্রত্যাবর্তনের জন্য মঞ্চাভিনেত্রী মেয়ে নোরাকে একটি ছবিতে কাজের প্রস্তাব দেন, কিন্তু নোরা তা প্রত্যাখ্যান করলে তিনি ঐ চরিত্রে কাস্ট করেন এক তরুণ হলিউড অভিনেত্রীকে। ফলে দুই বোনের পারস্পরিক সম্পর্ক এবং পিতার সঙ্গে টানাপড়েন শুরু হয়।
ছবিতে অভিনয় করেছেন রেনাতে রেইনসভে, এল ফ্যানিং, স্টেলান স্কারসগার্ড, কোরি মাইকেল স্মিথ ও ইনগা ইব্সদোত্তর লিলেয়াস। চিত্রনাট্য লিখেছেন ত্রিয়ের ও তার দীর্ঘদিনের সহযোগী এসকিল ভগৎ।
এই মুহূর্তে কান চলচ্চিত্র উৎসবের ২০২৫-এর সবচেয়ে দীর্ঘ করতালির রেকর্ড এখন সেন্টিমেন্টাল ভ্যালুর দখলে। যা ছাপিয়ে গেছে জুলিয়া দুকোর্ণোর ‘আলফা’ ছবির ১১.