বেঙ্গালুরুতে আইপিএলে আরসিবির শিরোপা জয় উদ্যাপনে পদদলিত হয়ে নিহত ১০
Published: 4th, June 2025 GMT
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) প্রথম শিরোপা জয় উদ্যাপন করতে গিয়ে পদদলিত হয়ে অন্তত ১০ জন মারা গেছেন। আজ বুধবার সন্ধ্যায় বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে এই পদদলনের ঘটনা ঘটে। এতে আরও অনেকে আহত হয়েছেন। আহতদের স্থানীয় বাওরিং হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রিয় দলের খেলোয়াড়দের কাছ থেকে দেখার আশায় আরসিবির হাজার হাজার সমর্থক চিন্নাস্বামী স্টেডিয়ামের আশপাশে ভিড় করেন। এতেই বিশৃঙ্খলা তৈরি হয়। একাধিক প্রবেশপথে ভিড়ের চাপে নিয়ন্ত্রণ হারায় পুলিশ। পরে পরিস্থিতি সামাল দিতে লাঠিপেটা করা হয়।
ঘটনায় শোক জানিয়ে কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার এক বিবৃতিতে বলেন, ‘আরসিবির জয় উদ্যাপন করতে গিয়ে এমন প্রাণঘাতী ঘটনা খুবই দুঃখজনক। আমি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। খেলার প্রতি ভালোবাসা ভালো; কিন্তু জীবনের চেয়ে কিছুই বড় নয়।’
স্টেডিয়ামে খেলোয়াড়দের সংবর্ধনা দিতে বিশেষ অনুষ্ঠান আয়োজন করেছিল কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন (কেএসসিএ)। কিন্তু অনেক সমর্থক প্রবেশপত্র ছাড়াই প্রবেশের চেষ্টা করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, অনেকে দেয়াল বেয়ে উঠেও ঢোকার চেষ্টা করেন।
নগরজুড়ে স্টেডিয়ামে খেলোয়াড়দের সংবর্ধনা অনুষ্ঠানের প্রভাব পড়েছে। মেট্রো স্টেশনগুলোতে উপচে পড়া ভিড়ে বিশৃঙ্খলা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে বেঙ্গালুরুর এস ভি রোড, ইন্দিরানগর এবং ট্রিনিটি স্টেশনগুলোতে যাত্রীদের ট্রেনে না ওঠার জন্য বারবার অনুরোধ করা হয়েছে।
জনসমাগম সামাল দিতে ব্যর্থ হওয়ায় প্রশাসনের সমালোচনা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এমন বিশাল ভিড় সামলাতে আরও আগে থেকেই প্রস্তুতি নেওয়া উচিত ছিল।
.