দক্ষিণ ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে আরো তথ্য এসেছে বলে জানিয়েছে আলজাজিরা।

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েল ইলেকট্রিক কর্পোরেশন (আইইসি) নিশ্চিত করেছে, একটি কৌশলগত অবকাঠামো স্থাপনার কাছে হামলা হয়েছে। যার ফলে ওই এলাকার একাধিক শহরে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটেছে।

আইইসি-এর বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, “বিদ্যুৎ সরবরাহ যত দ্রুত সম্ভব পুনরুদ্ধার করার লক্ষ্যে আমাদের দলগুলো বিভিন্ন স্থানে রওনা হয়েছে। এই কার্যক্রমে অবকাঠামোর মেরামত এবং নিরাপত্তাজনিত ঝুঁকি অপসারণের কাজ করা হচ্ছে, যা নিরাপত্তা বাহিনীর সঙ্গে সমন্বয়ে পরিচালিত হচ্ছে।”

আরো পড়ুন:

যুদ্ধ কখনোই গণতন্ত্র নিয়ে আসে না: ইরানের নোবেলজয়ী নার্গিস

আলজাজিরার বিশ্লেষণ
ইরানে হামলার জন্য ট্রাম্পকে অভিশংসনের মুখোমুখি হতে হবে কি?

হামলার সময় প্রায় ৩৫ মিনিট ধরে সাইরেন বাজতে থাকে। চ্যানেল ১৩ ব্রডকাস্টার জানিয়েছে, “ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এটি ছিল ইসরায়েলিদের জন্য আশ্রয়কেন্দ্রে কাটানো সবচেয়ে দীর্ঘ সময়।”

ঢাকা/রাসেল

.