সদ্য ভর্তি হওয়া ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত কুমিল্লা বিশ্ববিদ্যালয়। নবীন শিক্ষার্থীদের অভ্যর্থনা জানাতে স্ব স্ব বিভাগের উদ্যোগে ছিল নানা আয়োজন। 

মঙ্গলবার (১ জুলাই) সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের ১৯টি বিভাগে পৃথকভাবে আয়োজিত হয় নবীন বরণ অনুষ্ঠান।

উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে নবীনদের স্বাগতম জানানোর দিনে নবীন শিক্ষার্থীরাও জানিয়েছেন বিশ্ববিদ্যালয় ঘিরে তাদের নতুন অভিজ্ঞতার কথা।

আরো পড়ুন:

‘রাজনীতি মুক্ত থাকবে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্র হল’

গাছ কাটার প্রতিবাদে জাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভসহ বিভিন্ন কর্মসূচি

নবীনদের অনেকে জানান, পছন্দের বিশ্ববিদ্যালয় ও বিষয়- দুটো পেয়েই অনেক আনন্দিত তারা। লালমাটির সবুজ এই ক্যাম্পাসের সৌন্দর্যে তারা বিমোহিত। 

আইন বিভাগে ভর্তি হওয়া ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থী আরিফা জেসমিন বলেন, “কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হতে পেরে আমি খুবই আনন্দিত। আজ আমাদের নবীন বরণ অনুষ্ঠান হয়েছে। এটা নিয়ে আমি খুবই এক্সাইটেড ছিলাম। এজন্য ১১টায় সময় দেওয়া হলেও আমি আরো আগেই চলে এসেছিলাম। এখানে স্যাররা ও সিনিয়ররা আমাদের খুবই আন্তরিকভাবে বরণ করে নিয়েছেন।”

পদার্থবিজ্ঞান বিভাগের নবীন শিক্ষার্থী মো.