পঞ্চগড়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৪ যুবক কারাগারে
Published: 6th, July 2025 GMT
পঞ্চগড়ে এক গৃহবধূকে (২৮) দলবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার চার যুবককে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল শনিবার রাতে পঞ্চগড় সদর থানা-পুলিশ তাঁদের আদালতে হাজির করে। পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাহিদ আকতার চারজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে গতকাল শনিবার সন্ধ্যার পর ভুক্তভোগী ওই গৃহবধূ পঞ্চগড় সদর থানায় চারজনের নাম উল্লেখ করে এবং দুই অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে ধর্ষণের অভিযোগে মামলা করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার রাত ১১টার পর পঞ্চগড় সদর উপজেলায় ধর্ষণের ঘটনাটি ঘটে। পরে অচেতন অবস্থায় ওই গৃহবধূকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে পুলিশ। বর্তমানে তিনি পুলিশি পাহারায় সেখানে চিকিৎসাধীন।
গ্রেপ্তার চারজন হলেন সদর উপজেলার সাদেকুল ইসলাম (২৮), বিপ্লব হোসেন (২৫), মকছেদুল ইসলাম (৩৩) ও জনি ইসলাম (২৭)।
হাসপাতালে চিকিৎসাধীন ওই গৃহবধূ বলেন, ‘একটা কারখানায় কাজ নিতে ভাড়া বাড়িতে উঠেছিলাম। আমার ছেলেটা অসুস্থ। এ জন্য বাবার বাড়িতে যাচ্ছিলাম। যে ছয়জন ধর্ষণ করেছে, তাদের মধ্যে চারজনকে চিনতে পেরেছি।’
স্থানীয় লোকজনের কাছ থেকে জানা যায়, রাত সাড়ে ১২টার দিকে সড়কের পাশে শিশুর কান্নার শব্দ শুনে কয়েকজন সেখানে যান। তাঁরা ওই নারীকে অচেতন অবস্থায় ও শিশুটিকে পাশে পড়ে থাকতে দেখে জরুরি সেবা ৯৯৯-এ কল করেন। পরে পুলিশ তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
পঞ্চগড় সদর থানার পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা আশীষ কুমার শীল বলেন, ভুক্তভোগীর দেওয়া তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে চারজনকে আটক করা হয়। পরে মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হলে বিচারক তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
.