নিয়ন্ত্রণ হারিয়ে গাছে বাসের ধাক্কা, নিহত ১
Published: 7th, July 2025 GMT
মুন্সীগঞ্জের গজারিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের গাছে ধাক্কা দিয়েছে একটি যাত্রীবাহী বাস। এতে একজন নিহত ও ১১ জন আহত হয়েছেন।
সোমবার (৭ জুলাই) দুপুর ১টায় উপজেলার আনারপুরা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আজগর আলী নোয়াখালীর কমলনগর উপজেলার চর ফলকন গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে। তিনি দুর্ঘটনাকবলিত বাস চালকের সহকারী হিসেবে কর্মরত ছিলেন।
আরো পড়ুন:
পঞ্চগড়ে মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল আরোহীর মৃত্যু
টাঙ্গাইলের সড়কে ঝরল ৩ প্রাণ
আহতরা হলেন- হাসান (২৬), শাহজালাল (৬০), আহসান উল্লাহ (৫৫), জাহিদ (৩১), সায়মন (১৪), শাহীন (৩৫), সোহাগ (৩০), সগিরুল (৫০),আবু সাইদ (৫৫), লিমন (২৪) ও হালিমা (৫২)। এর মধ্যে গুরুতর আহতাবস্থায় তিন জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে একটি মালবাহী ট্রাক আনারপুরা বাস স্ট্যান্ড এলাকায় ইউটার্ন নেওয়ার সময় রোড ডিভাইডারে ধাক্কা দিয়ে উল্টে যায়। এ সময় নোয়াখালী থেকে ঢাকাগামী জোনাকি পরিবহনের একটি বাস ট্রাকের সঙ্গে সংঘর্ষ এড়াতে বাম দিকে চাপার চেষ্টা করলে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের গাছে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই আজগর আলী মারা যান। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো.