নড়াইলে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ, একজনকে কুপিয়ে হত্যা
Published: 12th, July 2025 GMT
নড়াইলের কালিয়া উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের জের ধরে জিল্লু রহমান সরদার (৫৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সংঘর্ষে দুজন আহত হয়েছেন।
শুক্রবার (১১ জুলাই) বিকেলে একলাছ উদ্দিন আহমেদ মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফুটবল খেলার সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এর জের ধরে সেদিন সন্ধ্যায় জিল্লু রহমানকে কুপিয়ে হত্যা করা হয়।
নিহত জিল্লু রহমান সরদার উপজেলার কুলসুর গ্রামের মৃত হাসেম সরদারের ছেলে। আহত দুজন হলেন—জিতু মোল্যা (২৫) নামের এক শিক্ষার্থী ও নাইদ হাসান (৪৫) নামের এক কৃষক।
পুলিশ ও এলাকাবাসী জানিয়েছে, শুক্রবার বিকেলে এখলাস উদ্দিন আহমেদ মাধ্যমিক বিদ্যালয় মাঠে বাবুপুর ও কুলসুর গ্রামের মধ্যে ফুটবল খেলা হয়। খেলা চলাকালে উভয় পক্ষের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ ঘটনার জের ধরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাবুপুর দলের সমর্থকরা কুলসুর গ্রামের জিল্লু রহমান সরদারকে তার চাচাতো ভাই মুজিবুর সরদারের বাড়িতে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়ে আহত করে। জিল্লু সরদারকে উদ্ধার করে প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার হয়। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া পথে তিনি মারা যান।
কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল-মামুন শনিবার (১২ জুলাই) সকালে গণমাধ্যমকে জানিয়েছেন, ফুটবল খেলাকে কেন্দ্র করে জিল্লু রহমান সরদারকে হত্যা করা হয়েছে। এর সঙ্গে জড়িতদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত আছে। এলাকায় বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ঢাকা/শরিফুল/রফিক
.