এইচএসসি পরীক্ষায় ভূগোল প্রথম ও দ্বিতীয় পত্রে বেশি নম্বর পেতে হলে
Published: 13th, July 2025 GMT
ভূগোল প্রথম ও দ্বিতীয় পত্রে ভালো করে প্রস্তুতি নিলে বেশি নম্বর পাওয়া সম্ভব। ভূগোলের দুই পত্রের প্রতিটিতে সৃজনশীল প্রশ্ন থাকবে ৮টি, আর উত্তর করতে হবে ৫টি প্রশ্নের। নম্বর ১০ করে মোট ৫০ নম্বর। বহুনির্বাচনি অংশে ২৫টি প্রশ্নের উত্তর করতে হবে, নম্বর থাকবে ২৫। আর ব্যবহারিক পরীক্ষায় ২৫ নম্বর। ভালো করে রিভিশন দিয়ে সঠিক উত্তর লেখলেই ভূগোলে এ+ পাওয়া সম্ভব।
* বহুনির্বাচনি প্রশ্ন
পরীক্ষায় এ+ পাওয়া অনেকটা নির্ভর করে বহুনির্বাচনি প্রশ্নের ওপর। তাই পরীক্ষায় বহুনির্বাচনি অংশে অবশ্যই ভালো করতে হবে। বহুনির্বাচনি অংশে ২৫টি প্রশ্ন থাকবে। নম্বর ২৫। প্রতিটি প্রশ্নের উত্তরের মধ্যে সঠিক উত্তরটি বেছে নিলেই তুমি ভালো নম্বর পাবে। যে অধ্যায়গুলো পরীক্ষায় আছে, তা ভালো করে রিভিশন দাও। বহুনির্বাচনি অংশে ভালো করতে হলে পৃথিবীর গঠন; ভূমিরূপ পরিবর্তন; বায়ুমণ্ডল ও বায়ুদূষণ; খনিজ ও শক্তি সম্পদ এবং শিল্প ইত্যাদি অধ্যায় থেকে প্রশ্ন হবে। এ অধ্যায়গুলোর সব ধরনের খুঁটিনাটি তথ্য পড়বে, সেখান থেকেই প্রশ্ন হবে। মনে আত্মবিশ্বাস রাখবে, দেখবে প্রশ্নের উত্তর ঠিকভাবে করতে পেরেছ।
* জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রশ্ন
প্রশ্ন নির্বাচন করাটা অনেক গুরুত্বপূর্ণ। যে প্রশ্নের উত্তর তুমি সহজে উত্তর করতে পারবে, সেটাই উত্তর করবে। জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রশ্নের উত্তর লেখার বেলায় জটিল আর অপ্রাসঙ্গিক কিছু লিখবে না। তোমার পড়া পাঠ্যবই থেকেই উত্তর লিখবে। আর তাই তোমার জন্য ভালো নম্বর বয়ে আনবে। পরীক্ষায় জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন সরাসরি পাঠ্যবই থেকে কমন পাওয়া যায়। সাধারণত এ অংশে বিভিন্ন সংজ্ঞা, কী, কাকে বলে, বলতে কী বোঝায়, ব্যাখ্যা কর ইত্যাদি ধরনের প্রশ্ন হয়ে থাকে। এ ক্ষেত্রে পাঠ্যবই ভালো করে পড়তে হবে।
আরও পড়ুনযুক্তরাষ্ট্রের বৃত্তি, আইইএলটিএসে ৭ থাকলেই আবেদন১০ ঘণ্টা আগেছবি: লেখক.