সাবেক ভূমিমন্ত্রী জাবেদসহ ৩১ জনের বিরুদ্ধে দুদকের মামলা
Published: 24th, July 2025 GMT
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) থেকে ভুয়া প্রতিষ্ঠান দেখিয়ে ২৫ কোটি টাকা ঋণ নিয়ে তা আত্মসাৎ ও পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার স্ত্রী রুকমিলা জামানসহ ৩১ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (২৪ জুলাই) দুদকের উপ-পরিচালক মো. মশিউর রহমান বাদি হয়ে চট্টগ্রাম জেলা কার্যালয়ে-১ এ মামলাটি দায়ের করেন। দুদকের চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপ-পরিচালক সুবেল আহমেদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
মামলার নথি থেকে জানা যায়, সাবেক মন্ত্রী জাবেদ, তার স্ত্রী রুকমিলা জামানসহ পরিবারের একাধিক সদস্য ইউসিবিএলের শীর্ষ পদে থেকে আরামিট গ্রুপের বিভিন্ন কর্মচারীর নামে কয়েকটি কাগুজে ব্যবসা প্রতিষ্ঠান খুলে বিদেশ থেকে গম-ছোলা আমদানির নামে বিপুল ঋণ নেন। ওই টাকা পরে বিভিন্ন হিসাবে স্থানান্তর করে বিদেশে পাচার করা হয় বলে দুদক মামলায় অভিযোগ আনেন।
অভিযোগে বলা হয়- ভিশন ট্রেডিং, আলফা ট্রেডার্স, ক্ল্যাসিক ট্রেডিং, মডেল ট্রেডিং ও ইম্পেরিয়াল ট্রেডিং নামে নামসর্বস্ব প্রতিষ্ঠান খুলে ২০১৯ সালে ব্যাংক হিসাব খোলা হয়। পরের বছর ২০২০ সালে এসব প্রতিষ্ঠানের নামে ২৫ কোটি টাকা ‘টাইম লোন’ অনুমোদন করা হয়।
মামলার আসামিদের তালিকায় আছেন সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ (৫৬), তার স্ত্রী ইউসিবিএল ব্যাংকের সাবেক চেয়ারম্যান রুকমিলা জামান (৪৬), সাবেক পরিচালক জাবদের ভাই আসিফুজ্জামান চৌধুরী (৪৬) ও বোন রোকসানা জামান চৌধুরী (৫৬)।
ব্যাংকের সাবেক পরিচালকদের মধ্যে আরও আছেন- বশির আহমেদ (৫৫), আফরোজা জামান (৪৮), সৈয়দ কামরুজ্জামান (৬১), মো.